X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

সব আয়োজনের পর প্রেমিকের অস্বীকার, পরে পুলিশের মধ্যস্থতায় বিয়ে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০২১, ১৫:৪২আপডেট : ০৯ জুলাই ২০২১, ১৭:২২

দীর্ঘ আট বছরের প্রেমের সম্পর্ক। পরে পারিবারিকভাবে বিয়ের আয়োজনও করা হয়- কিন্তু শেষ মুহূর্তে বেঁকে বসেন প্রেমিক। সাফ জানিয়ে দেন তিনি বিয়ে করবেন না। এরইমধ্যে অন্তঃসত্ত্বাও হয়ে পড়েন প্রেমিকা। কোনও উপায় না পেয়ে বাংলাদেশ পুলিশের ফেসবুক পেজে বিস্তারিত জানিয়ে সহযোগিতা চান ওই তরুণী। পুলিশের মধ্যস্থতায় মাসখানেক আগে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়েছে।

পুলিশ সদর দফতরের জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেয়েটির বাড়ি জামালপুরের সরিষাবাড়িতে। টাঙ্গাইলের ধনবাড়ি থানা এলাকার এক যুবকের সঙ্গে  দীর্ঘ আট বছরের প্রেমের সম্পর্ক ছিল। এ সম্পর্কের সূত্র ধরে পারিবারিকভাবেও ঘনিষ্ঠতা হয় দুই পরিবারের। পরবর্তী সময়ে পারিবারিকভাবেই মেয়েটির সঙ্গে বিয়ে ঠিক হয়। বিয়ের খরচ জোগাতে জমিও বিক্রি করেন মেয়েটির বাবা। এরইমধ্যে ছেলেটির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে একপর্যায়ে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে মেয়েটি। 

মেয়েটির সঙ্গে বেশ কিছু দিন মেশার পর ছেলেটি বিয়ে নিয়ে গড়িমসি করতে থাকে। বিয়ের তারিখ পেছাতে থাকে। একপর্যায়ে সে মেয়েটিকে বিয়ে করবে না বলেও জানিয়ে দেয়। বিয়ের জন্য বিভিন্ন জায়গায় দেনদরবার করে মেয়েটি ও তার পরিবার। এতে করে দুই পরিবারের মধ্যে সম্পর্ক আরও খারাপ হয়। ছেলের প্রভাবশালী পরিবারও একপর্যায়ে ছেলেটির পক্ষেই অবস্থান নেয়। অন্যদিকে কোনও সমাধান না পেয়ে একপর্যায়ে মেয়েটির পরিবারও এই লড়াইয়ে তাকে সমর্থন দিতে অস্বীকৃতি জানায়। গর্ভে বাচ্চা নিয়ে অসহায় হয়ে পড়ে মেয়েটি।

ফেসবুক পেজে এমন অভিযোগ পেয়ে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং টাঙ্গাইলের ধনবাড়ি থানার ওসি মো. চান মিয়ার কাছে পাঠিয়ে এ বিষয়ে তাকে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেয়। নির্দেশনা পেয়ে ধনবাড়ির ওসি ছেলেটির পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। স্থানীয় অন্যান্য জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করেন। ধনবাড়ির ওসি মো. চান মিয়ার উদ্যোগ ও আয়োজনে এলাকার সম্মানিত ব্যক্তি ও অন্যান্য জনপ্রতিনিধিদের সহায়তায় ছেলে ও মেয়ে উভয় পরিবারের সম্মতিতে গত ৮ জুন বিয়ে হয়।

বিজ্ঞপ্তিতে মেয়েটিকে উদ্ধৃতি করে বলা হয়েছে, মেয়েটি বাংলাদেশ পুলিশকে লিখেছেন, সব আশা-ভরসা যখন শেষ হয়ে গেছে, বাঁচার ইচ্ছা পর্যন্ত শেষ হয়ে গিয়েছিল, মানসিক ডিপ্রেশনে চলে গিয়েছিলাম, সেই মুহূর্তে আপনারা আমাকে নতুনভাবে বাঁচার অনুপ্রেরণা দিয়েছেন। একজন সাধারণ মেয়ের পাশে থেকে, আপনাদের একান্ত প্রচেষ্টায় আমার স্বপ্ন পূরণের জন্য আল্লাহর দরবারে হাজার শুকরিয়া জানাই। আপনাদের মানবিক কাজের জন্য আমি নতুন জীবন ফিরে পেয়েছি। আপনাদের ঋণ কোনও দিন শোধ করতে পারবো না। তবে, নামাজ পড়ে দোয়া করবো সারা জীবন।

বিজ্ঞপ্তিতে পুলিশ আরও জানিয়েছে, বিয়ের পর একাধিকবার মেয়েটির সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। কথা হয়েছে তার স্বামীর সঙ্গেও। মেয়েটি জানিয়েছে, তারা ভালো আছেন। সর্বশেষ ৭ জুলাই মেয়েটির সঙ্গে কথা বলেছে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স। তিনি জানিয়েছেন, তারা উভয়েই ভালো আছে।  

/জেইউ/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
জীবন বাজি রেখে দেশের জন্য কাজ করে পুলিশ: মাশরাফি
চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নিতে আইজিপির নির্দেশ
পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনে ফের সভাপতি মনিরুল, সম্পাদক রাসেল
সর্বশেষ খবর
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো