X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বিজেপিতে মানিয়ে নিতে না পেরেই দলত্যাগীরা তৃণমূলে ফিরছে: দিলীপ ঘোষ

বিদেশ ডেস্ক
০৯ জুলাই ২০২১, ২১:৫৯আপডেট : ০৯ জুলাই ২০২১, ২১:৫৯

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে ক্ষমতাসীন তৃণমূল ছেড়ে অনেক নেতাই বিজেপিতে যোগ দিয়েছিলেন। নির্বাচনে বিজেপির হারের পর শুরু হয়েছে তৃণমূলে ফিরে যাওয়া। পশ্চিমবঙ্গ বিজেপির নেতা দিলীপ ঘোষের দাবি, এসব নেতারা তাদের দলে মানিয়ে নিতে পারেননি বলেই তারা চলে গেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।

দিলীপ ঘোষ বলেছেন, বিজেপি নেতাদের নিয়ে মন্তব্যের জন্য তৃণমূলের সাবেক দুই নেতা রাজিব ব্যানার্জি ও সব্যসাচী দত্তের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হতে পারে।

দল ভাঙার কথা উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘বিজেপি ভাঙেনি। অন্য গাছের ছাল লাগিয়েছিল। সেই ছাল খুলে পড়ে গিয়েছে।’

বিজেপির রাজ্য সভাপতি দাবি করেছেন, দলে নতুন আসা অনেকেই নিয়ম ও বিধির সঙ্গে মানিয়ে নিতে পারেনি। কিন্তু পুরনোদের কোনও সমস্যা হচ্ছে না।

তিনি বলেন, অনেক মানুষকে আমরা দলে নিয়ে একটি সুযোগ দিয়েছি। এখন তারা কী করবে সেই সিদ্ধান্তের ভার তাদের ওপর।

নির্বাচনের আগেই অন্য দলকে অবমাননার করার পরিণতি অনুধাবন করা বিজেপি নেতাদের উচিত ছিল উল্লেখ করে ক্ষমতাসীন তৃণমূলের রাজ্য সেক্রেটারি কুনাল ঘোষ বলেছেন, বিজেপি সভাপতির শুভবুদ্ধি শেষ পর্যন্ত উদয় হয়েছে, তবে অনেক দেরিতে।

তৃণমূল নেতারা মুক্ত বাতাসে নিশ্বাস নিতে বিজেপিতে যোগ দিয়েছে- বিজেপি নেতার এই মন্তব্য তুলে ধরে তিনি আরও বলেন, হয়ত কোনও একদিন দিলীপ ঘোষ নিজের দলে দমবন্ধ হওয়ার অবস্থায় পড়তে পারেন এবং অক্সিজেন খুঁজবেন।

/এএ/
সম্পর্কিত
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
পশ্চিমবঙ্গে কংগ্রেস, সিপিআই-এম ইন্ডিয়া জোট নয়, বিজেপির এজেন্ট: মমতা
লোকসভা নির্বাচন: মণিপুরে ভোটকেন্দ্রে সংঘর্ষ
সর্বশেষ খবর
ব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
এনার্জি মাস্টার প্ল্যান সংশোধনের দাবিব্যয়বহুল প্রযুক্তি আর ক্ষতিকর জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের এখনই সময়
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
প্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান