X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

উইম্বলডন ফাইনালে পৌঁছে রেকর্ডের সামনে জোকোভিচ

স্পোর্টস ডেস্ক
১০ জুলাই ২০২১, ১২:২২আপডেট : ১০ জুলাই ২০২১, ১২:২২

টেনিস কোর্টে রীতিমতো বসন্ত চলছে নোভাক জোকোভিচের। আরেকটি গ্র্যান্ড স্লামের ফাইনালে এই সার্বিয়ান। শুক্রবার টেনিসের নাম্বার ওয়ান তারকা নিশ্চিত করেছেন উইম্বলডন ফাইনাল। মর্যাদার লড়াইয়ের শিরোপা নির্ধারণী মঞ্চ তাকে হাতছানি দিয়ে ডাকছে নতুন রেকর্ডের। অল ইংল্যান্ড ক্লাবে শিরোপা উঁচিয়ে ধরতে পারলেই জোকোভিচ ছুঁয়ে ফেলবেন রজার ফেদেরার ও রাফায়েল নাদালকে।

টেনিস ইতিহাসের ‘ত্রিমূর্তি’ তারা। গ্র্যান্ড স্লাম শিরোপা সংখ্যায় ফেদেরার অনেক এগিয়ে ছিলেন, তবে সাফল্যের বৃষ্টিতে ভিজে তাকে ধরে ফেলেন নাদাল। এবার জোকোভিচও আছেন তাদের রেকর্ডে ভাগ বসানোর অপেক্ষায়। সর্বোচ্চ ২০টি গ্র্যান্ড স্লাম ট্রফি নিয়ে চূড়ায় থাকা ফেদেরার-নাদাল থেকে মাত্র একটি শিরোপা কম সার্বিয়ান তারকার। উইম্বলডল ফাইনালে ওঠায় এখন ২০তম মেজর শিরোপা হাতছানি দিচ্ছে এক নম্বর তারকাকে।

যদিও উইম্বলডন ফাইনালে পৌঁছানো মোটেও সহজ ছিল না জোকোভিচের। সেমিফাইনালে কানাডিয়ান প্রতিদ্বন্দ্বী দেনিস শাপোভালোভের সামনে ঘাম ঝরাতে হয়েছে। জিতেছেন সরাসরি সেট ৭-৬ (৭-৩), ৭-৫, ৭-৫ গেমে; তবে ম্যাচের পরতে পরতে ছিল রোমাঞ্চ-উত্তেজনা। এখন রবিবারের ফাইনালে জোকোভিচ মুখোমুখি হবেন ইতালির মাত্তেও বেরেত্তিনির, যিনি অন্য সেমিফাইনালে ৬-৩, ৬-০, ৬-৭ (৩-৭), ৬-৪ গেমে হারিয়েছেন পোল্যান্ডের হাবার্ট হারকাজকে।

উইম্বলডন থেকে ষষ্ঠ শিরোপা জেতার অপেক্ষায় জোকোভিচ। ২০১৮ ও ২০১৯ সালেও এখান থেকে ট্রফি জিতে ফিরেছিলেন তিনি। একই সঙ্গে নিজের ৩০তম গ্র্যান্ড স্লাম ফাইনালের চৌকাঠ পেরোতে পারলে সর্বোচ্চ শিরোপা জেতার তালিকায় শীর্ষস্থানে বসবেন ফেদেরার-নাদালের সঙ্গে। যে ফর্মে আছে, তাতে উইম্বলডনেই হয়তো কীর্তিটা গড়ে ফেলছেন সার্বিয়ান তারকা!

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
অতিরিক্ত মদপানে লেগুনাচালকের মৃত্যু
অতিরিক্ত মদপানে লেগুনাচালকের মৃত্যু
পূজা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত
পূজা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া