X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

‘আমাকে হুমকি দিয়ে ব্রাজিল সাপোর্টার বানানোর চেষ্টাও করা হয়েছিল’

রবিউল ইসলাম
১০ জুলাই ২০২১, ১৫:২৮আপডেট : ১০ জুলাই ২০২১, ১৫:৩০

এই একটি ম্যাচের জন্য কত অপেক্ষা, কত উন্মাদনা। ব্রাজিল-আর্জেন্টিনার লড়াই, তাও আবার কোপা আমেরিকার ফাইনাল মঞ্চে! যে মঞ্চে দাঁড়িয়ে শিরোপা খরা কাটানোর সুযোগ পাচ্ছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সিতে এখনও কোনও শিরোপা জেতার স্বাদ পাওয়া হয়নি তার। তাই নিন্দুকেরা তার সামর্থ্য নিয়ে প্রশ্ন তোলে প্রায়ই। যদিও মেসির অন্ধভক্ত বাংলাদেশ নারী দলের পেসার জাহানারা আলমের তাতে থোরাই কেয়ার। শিরোপা দিয়ে তিনি মেসিকে মূল্যায়ন করতেই রাজি নন।

বাংলাদেশ সময় রবিবার ভোরে কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াইয়ে আর্জেন্টিনা ট্রফি জিতুক বা না জিতুক, তাতে কিছু যায় আসে না জাহানারার। তার মতে, মেসির মতো ফুটবলারদের ট্রফির দরকার হয় না, ‘শুধুমাত্র মেসির জন্য আমি আর্জেন্টিনার সাপোর্টার। দুর্ভাগ্য মেসির, এত ভালো খেলোয়াড় হলেও এখন অব্দি একটি শিরোপাও তার জেতা হয়নি। যদিও মেসিদের মতো খেলোয়াড়ের ট্রফির দরকার হয় না। পছন্দের খেলোয়াড় খারাপ খেললেও সে পছন্দের তালিকা থেকে বাদ হয়ে যায় না। শুধুমাত্র কোনও ট্রফি জেতেনি বলেই মেসির অর্জন খাটো হয়ে যায় না।’

এবারের কোপা আমেরিকা হচ্ছে ব্রাজিলে। ঘরের মাঠে খেলবে বলে ব্রাজিলকে আরও শক্ত প্রতিপক্ষ মনে করছেন জাতীয় দলের এই পেসার, ‘ব্রাজিল শক্তিশালী দল, তাদের দেশে খেলা। সবকিছু মিলিয়ে আর্জেন্টিনার সুযোগ কম। তারপরও আশা করি, দারুণ একটি ম্যাচ হবে। দলের যেকোনও জয়ে মেসির অবদান থাকবেই, নিজে গোলে দেবে নয়তো কাউকে দিয়ে গোল করাবে।’

মেসি প্রসঙ্গে জাহানারা আরও বলেছেন, ‘যারা মেসিকে নিয়ে ট্রল করে আমি তাদেরকে বলবো, আপনারা নিরপেক্ষভাবে লেখেন। মেসিকে নিয়ে ট্রল কিংবা রোনালদো-নেইমারদের নিয়ে ট্রল করার তো কিছু নেই। যার যার জায়গা থেকে সেই সেরা। এইসব বাদ দিলে নিজেদের মধ্যে সংঘাত তৈরি হবে না, খেলাটা আরও ভালোভাবে উপভোগ করা যাবে।’

রবিবাল ভোর ৬টায় দুই দলের লড়াই। কোটি কোটি চোখ টেলিভিশনের পর্দায় আটকে থাকবে। জাহানারাও সেই তালিকায় আছেন। তবে দেশের বর্তমান পরিস্থিতিতে খুব বেশি উন্মাদনা না দেখানোর পরামর্শ তার, ‘বর্তমান পরিস্থিতি ভালো নয়। করোনার পাশাপাশি কতগুলো মানুষ আগুনে পুড়ে মারা গেলো। এইসব চিন্তা করে আমাদের কালকে (রবিবার) ম্যাচ নিয়ে উত্তেজনা কম দেখানো উচিত।’

এদিকে আর্জেন্টিনা সাপোর্ট করতে গিয়ে সতীর্থদের কম রোষানলে পড়তে হয়নি জাহানারার। আর্জেন্টিনা বাদ দিয়ে ব্রাজিল সমর্থক হওয়ার চাপও এসেছে! সেই অভিজ্ঞতা জাহানারা ভাগাভাগি করলেন এভাবে, ‘বহু অভিজ্ঞতা  আছে। আমাকে হুমকি দিয়ে ব্রাজিল সাপোর্টার বানানোর চেষ্টাও করা হয়েছিল! আমাদের ড্রেসিংরুমেও দুই দল নিয়ে মজার মজার বহু অভিজ্ঞতা আছে। একবার তো আর্জেন্টিনা আর মেসিকে নিয়ে বাজে মন্তব্য করার আমি খুব ক্ষেপে গিয়েছিলাম। তবে এখন আমার সামনে ঝগড়া হলে আমি থামিয়ে দেওয়া চেষ্টা করি।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
কোপা আমেরিকাতেও আর্জেন্টিনার কোচ থাকছেন স্ক্যালোনি
কোপা আমেরিকাআর্জেন্টিনার গ্রুপে পুরোনো শত্রু
কোপা আমেরিকার ভেন্যু চূড়ান্ত
সর্বশেষ খবর
হিট অ্যালার্ট উপেক্ষা করে কাজে নামতে হয় যাদের
হিট অ্যালার্ট উপেক্ষা করে কাজে নামতে হয় যাদের
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি