X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

আর্জেন্টিনা-ব্রাজিলের খেলা ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের মাইকিং

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১০ জুলাই ২০২১, ১৬:৫৩আপডেট : ১০ জুলাই ২০২১, ১৭:০০

রাত পোহালেই কোপা আমেরিকার ফাইনালে লড়বে ফুটবল বিশ্বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল তারকারা। দুই দলের খেলোয়াড়দের ফুটবল ছন্দ দেখার জন্য যখন বিশ্ব মুখিয়ে আছে, ঠিক তখন উল্টো চিত্র বিরাজ করছে ব্রাহ্মণবাড়িয়ায়। দুই দলের সমর্থকদের উন্মাদনা দমাতে ব্রাহ্মণবাড়িয়ায় মোতায়েন করা হয়েছে হাজারো পুলিশ। একই সঙ্গে নিষিদ্ধ করা হয়েছে বড় পর্দায় খেলা দেখাসহ সব ধরনের বিজয় মিছিল।

এসব বিষয়ে সতর্ক করে শনিবার (১০ জুলাই) সকাল থেকে জেলা শহরসহ পুরো জেলায় মাইকিং করছে পুলিশ। তবে দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনার কমতি নেই।

জানা যায়, কোপা আমেরিকার ফুটবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে রবিবার (১১ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৬টায়। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা দলের তারকা মেসি-নেইমারদের ফুটবল খেলা দেখে মাতবে বিশ্ব। 

এদিকে সবাই যখন উল্লাসে মাতবে তখন ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে জড়ানোর আশঙ্কা রয়েছে দুই দলের সমর্থকদের। কারণ এর আগে কঠোর লকডাউন উপেক্ষা করে ৬ জুলাই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুরে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকেরা দুই দলে বিভক্ত হয়ে সংঘর্ষে জড়ান। 

পরে আহত অবস্থায় দুই দলের চার জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এ অবস্থায় ফাইনাল খেলাকে কেন্দ্র করে দুই দলের সমর্থকদের সংঘর্ষ ঠেকাতে কঠোর ব্যবস্থা নেয় পুলিশ।

দুই দলের সমর্থকরা জানান, তারা সুন্দরভাবে খেলা উপভোগ করবেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এমন কোনও কাজ করবেন না।

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর এলাকার বাসিন্দা সেলিম আহাম্মেদ বলেন, ১৯৯০ সাল থেকে আর্জেন্টিনাকে সমর্থন করে আসছি। আশা করি, রবিবার আমার পছন্দের দল আর্জেন্টিনা জয়লাভ করবে। তবে খেলা নিয়ে সংঘর্ষে জড়ানো ঠিক হচ্ছে না। আমাদের জেলার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে খেলা দেখবো।

আলী রেজা আনার নামের এক ব্রাজিল সমর্থক জানান, নব্বইয়ের দশক থেকে তিনি ব্রাজিলকে সমর্থন করেন। তিনি বলেন, ফুটবল ছন্দ মানে ব্রাজিল। তাই জিতবেও ব্রাজিল।

জেলায় দুই দলের সমর্থকদের সংঘর্ষের প্রসঙ্গে তিনি বলেন, এটি কোনওভাবেই ঠিক নয়।নিজেদের মধ্যে মারামারি করে সংঘাত বৃদ্ধি করা যায়। কিন্তু ভালো ফল আসে না। সবাইকে সংযত হয়ে খেলা দেখার আহ্বান জানাই।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, জেলার ১১৬টি বিটে রবিবার ভোর থেকে মাঠে থাকবে পুলিশের ৪৫টি টিমসহ অন্তত এক হাজারের বেশি পুলিশ সদস্য। কেউ যেন খেলাকে কেন্দ্র করে জেলার কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য পুলিশ সতর্ক থাকবে। খেলা চলাকালীন এবং পরবর্তী সময়ে সব ধরনের বিজয় মিছিল এবং পটকা ও আতশবাজি নিষিদ্ধ করা হয়েছে। যারা আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবো।

কোপা আমেরিকার ফুটবল খেলা ঘিরে উত্তেজনা কমানোর জন্য পুলিশের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলার সচেতন মানুষ। ব্রাহ্মণবাড়িয়া জেলার সচেতন নাগরিক (সনাক) সমাজের সহ-সভাপতি আব্দুন নূর বলেন, জেলা পুলিশ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছে। এজন্য জেলা পুলিশের উদ্যোগকে সাধুবাদ জানাই। আগামীকাল যেন কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়টি নিশ্চিত করার জন্য জেলা পুলিশের কাছে অনুরোধ জানাই। 

প্রায় ৩৩ লাখ লোকের এই জেলায় নয় উপজেলাসহ ১০০টি ইউনিয়নে ১৩৩১টি গ্রামে বিরাজ করছে ফুটবল উন্মাদনা। এদের অধিকাংশই ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থক।

/এএম/
সম্পর্কিত
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
খাবার না খাওয়ায় বাবার ‘চড়’, মাথায় আঘাত পেয়ে শিশুর মৃত্যু
সর্বশেষ খবর
ক্রিমিয়ায় রুশ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি ইউক্রেনের
ক্রিমিয়ায় রুশ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি ইউক্রেনের
প্রাণিসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে উদ্যোক্তা হিসেবে দেখতে চান প্রধানমন্ত্রী
প্রাণিসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে উদ্যোক্তা হিসেবে দেখতে চান প্রধানমন্ত্রী
গরমে হাসপাতালে বাড়ছে ডায়রিয়া রোগী
গরমে হাসপাতালে বাড়ছে ডায়রিয়া রোগী
মোস্তাফিজের অনাপত্তিপত্র ইস্যুতে দুই মেরুতে বিসিবি
মোস্তাফিজের অনাপত্তিপত্র ইস্যুতে দুই মেরুতে বিসিবি
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট