X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ব্রাজিল-আর্জেন্টিনার খেলা ঘিরে পাবনায় সতর্ক পুলিশ

পাবনা প্রতিনিধি
১০ জুলাই ২০২১, ১৯:০২আপডেট : ১০ জুলাই ২০২১, ১৯:০৫

রাত পোহালেই কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ। রবিবার (১১ জুলাই) ভোর ৬টায় মাঠে নামবে চির প্রতিদ্বন্দ্বী দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনা। ১৫ হাজারেরও বেশি কিলোমিটার দূরে রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিতব্য এই খেলা ঘিরে বাংলাদেশের গ্রামেগঞ্জে উন্মাদনা ছড়িয়ে পড়েছে। এর থেকে বাদ পড়েনি পাবনাও।

জেলার বিভিন্ন এলাকায় দুই দলের সমর্থকদের মধ্যে খেলা নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে। কেউ পতাকা টানাতে ব্যস্ত, কেউ আবার দলবেঁধে করছে ভোজন উৎসব। আর পাড়া-মহল্লার দোকানে, রাস্তাঘাটে তর্ক-বিতর্ক তো চলছেই। এ অবস্থায় দুই দলের সমর্থকদের মধ্যে হুমকি-ধামকি দেওয়ারও বেশ কয়েকটি অভিযোগ এসেছে আতাইকুলা থানায়। তাই এসব এলাকায় সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক রয়েছে পুলিশ।

পাবনার পুলিশ সুপারের নির্দেশনায় কাজ করছে আতাইকুলা থানা। দুই দলের সমর্থকদের শান্ত থাকতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে সতর্কবার্তা দেওয়া হচ্ছে। 

এ ব্যাপারে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, আতাইকুলা থানার বেশ কয়েক জায়গায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের হুমকি-ধামকির অভিযোগ পাচ্ছি। বিষয়টি নিয়ে অপ্রীতিকর ঘটনা এড়াতে ইতোমধ্যে পুলিশ সদস্যদের সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়া এলাকার বিভিন্ন স্থানে আমরা নজরদারি করছি।

এলাকার বাসিন্দাদের উদ্দেশে তিনি বলেন, খেলা মানুষের অন্যতম বিনোদন। এটাকে ঘিরে অপ্রীতিকর ঘটনা কোনও ভাবেই কাম্য নয়। যে কেউ যেকোনও দলের খেলাকে ভালোবেসে সমর্থন করতে পারেন। কিন্তু সেটা যদি কোনও মানুষের ক্ষতির কারণ হয়, তাহলে তা বর্জন করাই উত্তম। সবাইকে সচেতনতা ও শালীনতা বজায় রেখে সমর্থন বা উদযাপন করা উচিত।

উল্লেখ্য, খেলা নিয়ে তর্কবিতর্কের জেরে গত ৬ জুলাই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নে রেজাউল নামের এক ব্রাজিল সমর্থকের চাচা নোয়াব মিয়াকে (৬০) মারধর করেন আর্জেন্টিনা সমর্থক জীবন মিয়ার লোকজন। এ ঘটনার জেরে একই দিন রাতেই আর্জেন্টিনা সমর্থক জীবনের তিন সহযোগীকে বেদম প্রহার করেন ব্রাজিল সমর্থক রেজাউলের লোকজন। পরে উভয় পক্ষের চারজন একই হাসপাতালে চিকিৎসা নেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে।

এদিকে, বাংলাদেশে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে কোপা আমেরিকার ফাইনাল নিয়ে সমর্থকদের উন্মাদনার খবর সুদূর ফ্রান্সের সংবাদমাধ্যমে জায়গা করে নিয়েছে। বার্তা সংস্থা এএফপি’র বরাতে ফ্রান্স টুয়েন্টিফোর প্রকাশিত খবরের শিরোনাম হলো, ব্রাজিল-আর্জেন্টিনার কোপা সংঘর্ষের জন্য সতর্ক বাংলাদেশ।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে একটি জেলায় (ব্রাহ্মণবাড়িয়া) আগামী রবিবারের কোপা আমেরিকায় ব্রাজিল ও আর্জেন্টিনার ফাইনালকে ঘিরে জমায়েত নিষিদ্ধ করেছে পুলিশ।

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
বুয়েটে মধ্যরাতে ছাত্রলীগের প্রোগ্রাম, ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের
বুয়েটে মধ্যরাতে ছাত্রলীগের প্রোগ্রাম, ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা