X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রাশিয়া ও চীনের সঙ্গে পারমাণবিক যুদ্ধের দিকে আগাচ্ছে বিশ্ব: পেন্টাগনের হুঁশিয়ারি

বিদেশ ডেস্ক
১০ জুলাই ২০২১, ২৩:০২আপডেট : ১০ জুলাই ২০২১, ২৩:০২

মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন হুঁশিয়ারি জানিয়ে বলেছে, রাশিয়া ও চীনের সঙ্গে পারমাণবিক যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে বিশ্ব। উত্তর কোরিয়াও যুক্তরাষ্ট্রে আঘাত করতে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরির কাজে গতি বাড়াচ্ছে। আর ইরান এক বছরের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরির প্রযুক্তি পেয়ে যাবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১০ সাল থেকে যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্র সামর্থ্য কমিয়ে আনার জন্য আলোচনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু এখন পর্যন্ত দেশটি ব্যর্থ হয়েছে। তথ্য বলছে, এই সময়ে উল্টোটাই ঘটেছে।

মস্কোতে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয় উদযাপনের প্যারেড

মঙ্গলবার প্রকাশিত পেন্টাগনের এক প্রতিবেদনে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া ও ইরানের নাম উল্লেখ না করে বলা হয়েছে, বরং তারা উল্টোপথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে শত্রুতায় আঞ্চলিক সংঘাতের সম্ভাব্যতা বাড়াচ্ছে বিশ্বের বিভিন্ন অংশে। আর সংকট বা সংঘাতে পারমাণবিক শত্রুতার আশঙ্কাও বাড়ছে।

যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় হুমকি হলো রাশিয়া ও চীন। দেশগুলোর হাতে যেসব প্রযুক্তি ও ভাণ্ডারে যেসব অস্ত্র রয়েছে সেগুলোর কারণেই তারা হুমকি।

চীনের পারমাণবিক অস্ত্র যুক্তরাষ্ট্রে ৩০ মিনিটের মধ্যে আঘাত করতে সক্ষম

২০১৯ সালে রাশিয়া ও যুক্তরাষ্ট্র ১৯৮৭ সালের চুক্তি থেকে বেরিয়ে গেছে। এই চুক্তিতে দুটো দেশের সব ধরনের পরমাণু অস্ত্রসহ স্বল্প ও মধ্য-পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। ২০২১ সালে দুই দেশ নতুন কৌশলগত অস্ত্র চুক্তির মেয়াদ পাঁচ বছরের জন্য বাড়িয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বাড়িয়েছে এবং আন্তঃমহাদেশীয় পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের সামর্থ্যকে সীমিত হয়েছে।

রাশিয়ার নৌঘাঁটিতে একটি পারমাণবিক সাবমেরিন

চীনও পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়িয়ে চলেছে। এর মধ্যে রয়েছে দেশটির সবচেয়ে আধুনিক সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র। উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র ক্ষেপণাস্ত্র পরীক্ষার সংখ্যা বাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে আঘাত করার মতো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও রয়েছে।

সামরিক প্যারেডে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র প্রদর্শন

পেন্টাগনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা অব্যাহত রেখেছে। যা আন্তর্জাতিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য আশু ও ভয়াবহ হুমকি।

যদি ইরান সিদ্ধান্ত নেয় তাহলে তেহরানের রয়েছে এক বছরের মধ্যে পারমাণবিক অস্ত্র তৈরির প্রযুক্তি ও সামর্থ্য।

২০২০ সালের এক প্রতিবেদনে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রের পারমাণবিক কর্মসূচি প্রতিরোধমূলক। শুধু চরম পরিস্থিতিতে দেশ রক্ষায় এবং দেশটির মিত্র দেশের নাগরিক বা স্থাপনায় হামলার ক্ষেত্রে ব্যবহার করা হবে। একই বছরের হালনাগাদ প্রতিবেদনে ভাষা আরও নরম করা হয়েছে এবং পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা বাদ দেওয়া হয়েছে।

/এএ/
সম্পর্কিত
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
বাংলাদেশকে ‘সিকিউরিটি প্রোভাইডার’ দেশ হিসেবে দেখতে চায় যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
ওমরা পালনে সৌদি গেলেন পাটমন্ত্রী
ওমরা পালনে সৌদি গেলেন পাটমন্ত্রী
গাজায় আবিষ্কৃত গণকবরের স্বচ্ছ তদন্ত দাবি করেছে যুক্তরাষ্ট্র
গাজায় আবিষ্কৃত গণকবরের স্বচ্ছ তদন্ত দাবি করেছে যুক্তরাষ্ট্র
খুলনায় এ যাবতকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এ যাবতকালের সর্বোচ্চ তাপমাত্রা
মার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা