X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ট্রাকসহ ডাকাতি হওয়া ২১ গরু উদ্ধার, গ্রেফতার ২

বগুড়া প্রতিনিধি
১২ জুলাই ২০২১, ১৮:৩০আপডেট : ১২ জুলাই ২০২১, ১৮:৩০

গাইবান্ধা থেকে বগুড়ার গাবতলীতে ডাকাতি করে আনা প্রায় ১৬ লাখ টাকা মূল্যের ২১টি গরুসহ দুই জনকে গ্রেফতার হয়েছে। রবিবার গভীর রাতে গাবতলী উপজেলার উনচুরখী এলাকায় ট্রাক থেকে নামানোর সময় টহল পুলিশ গরুগুলো জব্দ ও সংঘবদ্ধ ডাকাত চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে। চট্টগ্রামের ব্যাপারী আলমগীর হোসেন সোমবার দুপুরে ডাকাতদের বিরুদ্ধে গাবতলী থানায় মামলা করেছেন।

বিকালে প্রেস ব্রিফিংয়ে গাবতলী থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, ডাকাতরা গাইবান্ধার গোবিন্দগঞ্জের কালীতলা এলাকায় ট্রাক দিয়ে ব্যারিকেড দেওয়ার পর ব্যাপারীকে হাত-পা বেঁধে মহাসড়কে ফেলে দেয়। এরপর প্রায় ১৬ লাখ টাকা মূল্যের ২১টি কোরবানির গরু ডাকাতি করে এখানে এনেছিল।

গ্রেফতার ডাকাতরা হলো– বগুড়ার গাবতলী উপজেলার উনচুরখী গ্রামের মৃত আবদুল গণির ছেলে আবদুল বারী যুবরাজ (৪০) এবং একই গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে ট্রাকচালক শাকিল আহমেদ (২১)।

পুলিশ ও এজাহার সূত্র জানায়, চট্টগ্রামের গরু ব্যবসায়ী (ব্যাপারী) আলমগীর হোসেন উত্তরাঞ্চলের বিভিন্ন হাট থেকে প্রায় ১৬ লাখ টাকায় ২১টি গরু কেনেন। এসব গরু চট্টগ্রামে নিয়ে কোরবানির হাটে বিক্রির কথা ছিল। ১১ জুলাই রাতে নীলফামারী থেকে ট্রাকে (ঢাকা মেট্রো-ট-১৫-৭২০৭) গরু নিয়ে চট্টগ্রামের দিকে রওনা হন তিনি। পথে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কালিতলা এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে পৌঁছলে ১০-১২ জনের একদল ডাকাত ট্রাক দিয়ে মহাসড়কে ব্যারিকেড দেয়। তারা ট্রাক থামিয়ে হাত-পা বেঁধে মারপিট করে আলমগীরকে মহাসড়কে ফেলে দেয়। এরপর গরু বোঝাই ট্রাক নিয়ে পালিয়ে যায়। রাত ২টার দিকে গাবতলীর উনচুরখী এলাকায় ট্রাক থেকে ডাকাতি করা গরুগুলো নামানো হচ্ছিল। টহল পুলিশের সন্দেহ হলে তারা সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। তখন ট্রাকে থাকা যুবরাজ ও শাকিলকে গ্রেফতার করা হয়।

/এমএএ/
সম্পর্কিত
বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানকে জয়ের ঈদ শুভেচ্ছা
যেখানে-সেখানে পশু কোরবানি, নির্ধারিত স্থানে যায়নি কেউ
এক হাট থেকে খুলনা সিটি আয় করেছে দুই কোটি ২১ লাখ টাকা
সর্বশেষ খবর
কেনাকাটার একাল-সেকাল
অনলাইন শপিংকেনাকাটার একাল-সেকাল
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ‘ইন্ডিয়া-আউট’ ক্যাম্পেইন: বাস্তবতা ও সম্ভাব্য ফলাফল
বিএনপির ‘ইন্ডিয়া-আউট’ ক্যাম্পেইন: বাস্তবতা ও সম্ভাব্য ফলাফল
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের