X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বিশ্ববিদ্যালয়কে উদ্ভাবন সক্ষমতা বাড়ানোর আহ্বান ইউজিসির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০২১, ২১:২৭আপডেট : ১২ জুলাই ২০২১, ২১:২৭

দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে দক্ষতা ও উদ্ভাবন সক্ষমতা বাড়ানোর আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সোমবার (১২ জুলাই) ‘শৃঙ্খলা ও আচরণ বিধি’ শীর্ষক পাঁচ দিনের ভার্চুয়াল কর্মশালার সমাপনী অনুষ্ঠানে  এ আহ্বান জানানো হয়।

সমাপনী অনুষ্ঠানে ইউজিসি সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে দক্ষতা ও উদ্ভাবন সক্ষমতা বাড়ানোর আহ্বান জানান। পাশাপাশি ইউজিসি’র কর্মকর্তা-কর্মচারীদেরকে সরকারের শৃঙ্খলা ও আচরণ বিধিমালা যথাযথভাবে অনুসরণ করে দায়িত্ব পালন এবং সেবা সহজ করতে উদ্ভাবন সক্ষমতা বৃদ্ধির আহ্বান জানান তিনি।

অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন  বলেন, ‘আধুনিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ তৈরি করতে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আরও  কার্যকর পদক্ষেপ নিতে হবে।’ বঙ্গবন্ধুর সোনার বাংলা ও প্রযুক্তিনির্ভর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে দক্ষ মানবসম্পদ তৈরির ওপর গুরুত্ব দিতে বলেন তিনি।

অধ্যাপক সাজ্জাদ হোসেন দক্ষ মানবসম্পদ তৈরির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করে জনগণের মাথাপিছু আয় বাড়াতে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে অগ্রণী ভূমিকা পালনেরও আহ্বান জানান।

আইএমসিটি বিভাগের উপপরিচালক মোহাম্মদ মনির উল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান। কর্মশালায় আরও বক্তব্য রাখেন— আইএমসিটি বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মাকছুদুর রহমান ভূঁইয়া এবং পাবলিক বিশ্বদ্যিালয় ম্যানেজমেন্ট বিভাগের সিনিয়র সহকারী পরিচালক মো. গোলাম দস্তগীর।

পাঁচ দিনের কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন— কমিশনের সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ, অধ্যাপক ড. মো. আবু তাহের, জেনারেল সার্ভিসেস এস্টেট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূঁইয়া, রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন বিভাগের পরিচালক মো. কামাল হোসেন ও এসপিকিউএ বিভাগের পরিচালক ড. মো. ফখরুল ইসলাম।

ইউজিসি সচিব ফেরদৌস জামান  এতে বক্তব্য রাখেন।

কর্মশালায় অংশ নেন ইউজিসির ২০ জন সিনিয়র সহকারী পরিচালক এবং সহকারী পরিচালক ও সমমানের কর্মকর্তারা।

 

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়কে ভূমিকা রাখার আহ্বান
উচ্চশিক্ষা শেষে দেশে কাজ করার আহ্বান
এপিএ’র কর্মপরিকল্পনায় মানসম্মত উচ্চশিক্ষা ও গবেষণাকে গুরুত্ব দেওয়ার পরামর্শ
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা