X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

পোশাক কারখানার ভবন কেঁপে উঠে ফাটল, আতঙ্কিত শ্রমিকরা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১২ জুলাই ২০২১, ২২:৪৬আপডেট : ১২ জুলাই ২০২১, ২২:৪৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি রফতানিমুখী পোশাক কারখানার ছয় তলা ভবন কেঁপে উঠে ফাটল ধরেছে। এতে ভয়ে-আতঙ্কে কর্মরত শ্রমিকরা হুড়োহুড়ি করে বের হয়ে আসেন। হুড়োহুড়ি বের হতে গিয়ে বেশ কয়েকজন শ্রমিক আহত হন। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও ভবন নির্মাণ প্রকৌশলীরা সেখানে উপস্থিত হয়ে শ্রমিকদের শান্ত করেন। পরে তল্লাশি করে কারখানার চার তলার ফ্লোরে দীর্ঘ ফাটল দেখা যায় এবং ওই ভবনে সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন জেলা সহকারী প্রকৌশলী এবিএম খোরশেদ আলম।

সোমবার (১২ জুলাই) সকাল ৯টায় সদর উপজেলার ফতুল্লা থানার কাঠেরপুল এলাকায় মোতালেব মনোয়ারা নিটওয়্যার গার্মেন্টস ভবনে এ ঘটনা ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের অন্যান্য পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে আতঙ্ক ও উত্তেজনা সৃষ্টি হয়। শ্রমিকদের দাবি, এ ভবনটি ভেঙে নতুন করে করা হোক। নয়তো রানা প্লাজার মতো ধসে শত শত শ্রমিক হতাহত হতে পারে। কোনও ঝড়-বৃষ্টি বা ভূমিকম্প ছাড়াই ভবনটি কেঁপে উঠেছে। ভবনটি দ্রুত ভেঙে ফেলতে সরকারের কাছে জোর দাবি জানান শ্রমিকরা।

মোরশেদা, আরিফা, সানোয়ার হোসেনসহ কয়েকজন শ্রমিক জানান, খুবই নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে ছয়তলা ভবনটি নির্মান করা হয়েছিল। বর্তমানে আবার নির্মাণ কাজ চলছে। এই নির্মানকাজ চলার সময় রবিবার সন্ধ্যায় ভবনটির নিচতলার একটি দেয়াল ধসে পড়ে। আজ (সোমবার) সকালে হঠাৎ পুরো ভবনটি ভূমিকম্পের কম্পনের মতো মতো কেঁপে উঠলে শ্রমিকদের মনে হয়েছিল ভবনটি হেলে পড়ছে। তখর তারা ভয়ে দ্রুত বাইরে বের হয়ে আসেন এবং আতঙ্কে কান্নাকাটি করতে থাকেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে শ্রমিকদের শান্ত করেন। পরে ভবন নির্মাণ প্রকৌশলীরা আসলে শ্রমিকরা তাদের কাছে অনুরোধ জানিয়ে বলেন, এ ভবনে তারা কাজ করবেন না। যেকোনও সময় ভবনটি ধসে পড়ে ব্যাপক হতাহত হতে পারে। শ্রমিকদের আপত্তিতে প্রকৌশলীরা কারখানার প্রতিটি ফ্লোর তল্লাশি করেন। এ সময় প্রকৌশলী ও প্রশাসনের কর্মকর্তারা চার তলার ফ্লোরে গিয়ে বেশ কয়েক স্থানে মোটা টাইলসে ফাটল দেখতে পান।

ভবনের বিষয়ে জানতে ওই কারখানার জিএম সাইফুল ইসলামকে ফোন করলে তিনি এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি।

এ ব্যাপারে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি এম এ শাহীন বলেন, ‘মোতালেব-মনোয়ারা গার্মেন্টস ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ। এ অবস্থায় ভবনটিতে প্রায় এক হাজার শ্রমিক কাজ করেন। রবিবার সন্ধ্যায়ও ভবনটি কেঁপে উঠে। তখনও শ্রমিকরা আতঙ্কিত হয়ে মালিকপক্ষের কাছে কাজ বন্ধ রাখতে বলেছেন, কিন্তু মালিকপক্ষ শ্রমিকদের কথা শুনেনি। ফের দ্বিতীয় দফায় ভবনটি আজ প্রচণ্ড জোরে কেঁপে ওঠে। শ্রমিকরা আমাকে জানিয়েছে ভবনটি ঝুঁকিমুক্ত করা না হলে কেউ কাজে যোগ দেবেন না।’

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান বলেন, ‘মালিকপক্ষ কারখানা ছুটি ঘোষণা করলে শ্রমিকদের শান্ত হন। পরে তারা যার যার মতো বাড়ি ফিরে গেছেন। ভবনটি কেঁপে উঠলেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি।’ তবে কারখানাটি ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। 

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা সহকারী প্রকৌশলী এবিএম খোরশেদ আলম বলেন, ‘আমরা তদন্ত করে দেখবো কী পরিমাণ নির্মাণসামগ্রী দিয়ে ভবনটি নির্মাণ করা হয়েছে এবং ভবন তৈরির কোনও অনুমোদন আছে কিনা। আপাতত ঝুঁকিপূর্ণ হিসেবে সংস্কার কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত ছয় তলা ভবনে গার্মেন্টসের সব কাজ বন্ধ রাখার নিদের্শ দেওয়া হয়েছে। এরপরেও নিষেধাজ্ঞা অমান্য করে কাজ করা হলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীর শ্যামবাজার ঘাটে লঞ্চে আগুন
রাজধানীর শ্যামবাজার ঘাটে লঞ্চে আগুন
বিএসএফের ছোড়া ৩০টি ছররা গুলি লাগলো বাংলাদেশি যুবকের শরীরে
বিএসএফের ছোড়া ৩০টি ছররা গুলি লাগলো বাংলাদেশি যুবকের শরীরে
ভুল হলে রিয়াল-বার্সার ম্যাচটি পুনরায় মাঠে গড়ানো উচিত: লাপোর্তা
ভুল হলে রিয়াল-বার্সার ম্যাচটি পুনরায় মাঠে গড়ানো উচিত: লাপোর্তা
ভারতের মণিপুরে হয়রানির শিকার হয়েছে সাংবাদিক-সংখ্যালঘুরা: যুক্তরাষ্ট্র
ভারতের মণিপুরে হয়রানির শিকার হয়েছে সাংবাদিক-সংখ্যালঘুরা: যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ