X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

তৈরি হচ্ছে সৌরভের বায়োপিক: বাংলায় কথা বলবেন রণবীর!

বিনোদন ডেস্ক
১৩ জুলাই ২০২১, ১৪:৫৮আপডেট : ১৩ জুলাই ২০২১, ১৬:৪১

ভারতীয় অধুনা ক্রিকেটের পুরোধা বলা হয় বাঙালি সন্তান সৌরভ গাঙ্গুলীকে। দেশটির ক্রিকেটে নানাভাবে অবদান রেখেছেন তিনি। আর তার জীবনটা সেলুলয়েডের চেয়েও সিনেম্যাটিক। সে কারণেই তার বায়োপিক তৈরি করতে আগ্রহী ছিলো বেশ কয়েকটি প্রযোজনা প্রতিষ্ঠান। তবে বিষয়টি নিয়ে সৌরভের সম্মতি পাচ্ছিলেন না। অবশেষে তা হতে যাচ্ছে। 

‘হ্যাঁ’ বলেছেন সাবেক ভারতীয় এ কাপ্তান। আজ (১৩ জুলাই) দুপুরে বিষয়টি ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ-১৮কে নিশ্চিত করেছেন তিনি।

ভারতীয় ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান সৌরভ বলেন, ‘হ্যাঁ, আমার বায়োপিক বলিউডে হতে যাচ্ছে। এই মুহূর্তে পরিচালকের নাম বলতে চাচ্ছি না। এগুলো সব গুছিয়ে জানাতে আরও কিছুদিন সময় লাগবে।’

জানা যায়, তার চরিত্রটির জন্য সৌরভ নিজে থেকেই রণবীর কাপুরের নাম প্রস্তাব করেছেন। তবে পাইপলাইনে আরও দুজন জাঁদরেল অভিনেতা আছেন। এদের মধ্যে শোনা যাচ্ছে হৃতিক রোশনের নাম। তবে এগিয়ে আছেন রণবীরই। 

কারণ ২৫০ কোটি বাজেটের এই প্রযোজনার পেছনে থাকা ভায়াকমের পছন্দও রণবীর। 

আর যদি সব মিলে যায়, তবে সৌরভের জন্য রণবীরকে কিছু সংলাপ বাংলাতেই বলতে হবে হিন্দি ভাষায় নির্মিত ছবিটিতে। 

১৯৯৬ সালে শতরান দিয়ে অভিষেক, স্টিভ ওয়াহ’র অস্ট্রেলিয়ার বিজয় রথ থামিয়ে দেওয়া, লর্ডসের বারান্দায় জামা ওড়ানো থেকে ২০০৩ সালে বিশ্বকাপ জয়ের মুখ থেকে ফিরে আসা- এসবের নায়ক সৌরভ। দল থেকে বাদ যাওয়া এবং রাজকীয় ভঙ্গিতে ফিরে আসা। বর্তমানে ভারতীয় বোর্ড প্রধান সৌরভের জীবনে নানান ওঠাপড়া। তার জীবন টেক্কা দিতে পারে যে কোনও ছবিকেই। সেই ভাবনাই এবার প্রযোজনা সংস্থার মাথায়।

সব মিলিয়ে জমজমাট এক ছবির অপেক্ষায় বলিউড ও বাংলা দর্শকরা!

সূত্র: নিউজ১৮

/এম/এমএম/
সম্পর্কিত
সাই পল্লবী নন, সীতা হচ্ছেন জাহ্নবী!
সাই পল্লবী নন, সীতা হচ্ছেন জাহ্নবী!
শর্ত দিয়ে বানসালির সিনেমায় রণবীর!
শর্ত দিয়ে বানসালির সিনেমায় রণবীর!
ফিল্মফেয়ার: সেরা অভিনয়ের পুরস্কার এক ঘরে, আরও যারা জিতলেন
ফিল্মফেয়ার: সেরা অভিনয়ের পুরস্কার এক ঘরে, আরও যারা জিতলেন
যেখানে রণবীরের চেয়ে এগিয়ে ভিকি!
যেখানে রণবীরের চেয়ে এগিয়ে ভিকি!
বিনোদন বিভাগের সর্বশেষ
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা