X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বিষাক্ত কেমিক্যাল দিয়ে নকল কোকাকোলা তৈরি, গ্রেফতার ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০২১, ২০:৫৫আপডেট : ১৩ জুলাই ২০২১, ২০:৫৫

নিম্নমানের বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করে প্রাণ, কোকাকোলা, আকিজ কোম্পানির কোমল পানীয় তৈরি ও বাজারজাত করার অপরাধে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি।

মঙ্গলবার (১৩ জুলাই) বিকালে সিআইডি ঢাকা মেট্রো-পশ্চিম টিমের এএসপি রতন কৃষ্ণ বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১২ জুলাই) দুপুরে কামরাঙ্গীরচর থানার পশ্চিম মোমিনবাগের একটি বাড়িতে অভিযান চালিয়ে  বিভিন্ন নামিদামি কোম্পানির পণ্য নকল ও ভেজাল করে উৎপাদনের অভিযোগে একটি চক্রকে গ্রেফতার করা হয়।

. গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো— মো. মিরাজ হোসেন (২৩) ও মো. আল আমিন (১৯)। এছাড়া মো. জাহাঙ্গীর (৩৮) নামে আরেক আসামি পলাতক রয়েছে।

রতন কৃষ্ণ বলেন, ‘চক্রটি প্রাণ কোম্পানির নকল কোমল পানীয় রোবো আইস  ললি, কোকাকোলা কোম্পানির নকল কোমল পানীয় কোকাকোলা আইস ললি, আকিজ কোম্পানির নকল স্পিড আইস ললিতে নিম্নমানের বিষাক্ত ক্যামিক্যাল ব্যবহার ও প্রস্তুত করে রাজধানীর চকবাজারসহ বিভিন্ন দোকানে সরবরাহ করে আসছে।’

এএসপি বলেন,  ‘পরে চকবাজারের দোকানগুলো থেকে সারাদেশে বিক্রির উদ্দেশ্যে পাইকারিভাবে সরবরাহ করা হয় এসব নকল পণ্য।’

তিনি বলেন, ‘প্রাণ, কোকাকোলা ও আকিজ কোম্পানির লোগো ব্যবহার করে নকল ও ভেজাল পণ্য প্রস্তুত করে তারা একদিকে যেমন ওইসব কোম্পানির ভাবমূর্তি নষ্ট করছে, অপরদিকে এ সকল ভেজাল ও নিম্নমানের কোমল পানীয়  মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। সাধারণত শিশুরা এসব পণ্যের প্রতি আকৃষ্ট থাকে বলে জানান তিনি।

এএসপি রতন কৃষ্ণ বলেন,  ‘এসব ভেজাল পণ্য পান করলে ক্যান্সারসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। আসামিরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কোম্পানির পণ্য নকল করছে। তাদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় মামলা হয়েছে।’

 

/এআরআর/এপিএইচ/
সম্পর্কিত
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
প্রতারণার অভিযোগে সাবেক স্ত্রীকে শ্বাসরোধে হত্যা
দুর্নীতির অভিযোগে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী
সর্বশেষ খবর
ওসির বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজের অভিযোগ
ওসির বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা