X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

গরু হাটের ইজারা নিতে বাধা, সংঘর্ষ

কুমিল্লা প্রতিনিধি
১৪ জুলাই ২০২১, ০৯:৩৮আপডেট : ১৪ জুলাই ২০২১, ০৯:৩৮

কুমিল্লার দেবিদ্বারে কোরবানির পশুর হাটের ইজারা নিতে দরপত্র জমা দিতে গেলে ক্ষমতাসীন দলের এক পক্ষের নেতাকর্মীর হামলায় অপর পক্ষের তিন নেতাকর্মী আহত হয়েছে। তাদের মারধর করে উপজেলা কমপ্লেক্স থেকে বের করে দেওয়ারও অভিযোগ পাওয়া গেছে। অপরদিকে ক্ষমতাসীন দলের এক নেতাকে দরপত্র জমা দিতে বাধা দেওয়ারও অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৩ জুলাই) উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের সামনে।

দেবিদ্বার উপজেলার ১৮টি গরুর হাট-বাজার ইজারা নেওয়ার দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল মঙ্গলবার। সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ওই দরপত্র জমা দেওয়ার সময়-সীমা বেঁধে দেওয়া হয়। এসময় মোট পাঁচশ’ টাকা মূল্যের ১২৭টি দরপত্র বিক্রি হয়।

আহত উপজেলার ধামতী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আ.লীগ নেতা মো. রমজান আলী (৫০), ৩ নম্বর ওয়ার্ড আ.লীগ নেতা মো. জানে আলম সরকার(৩৫), ভাণী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার জানান, সকাল থেকেই আমাদের বিভিন্ন সংগঠনের কিঠু নেতাকর্মী দরপত্র জমা দেওয়ার কক্ষ ঘিরে রেখেছিল। তাদের বাইরে যাতে কেউ দরপত্র জমা দিতে না পারে। আমরা কৌশলে দরপত্র জমা দিলেও ওরা টের পেয়ে আমাদের ওপর হামলা চালায়। স্বেচ্ছাসেবক লীগ নেতা অন্তর এসে আমাদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। পরে ফতেহাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সায়েম বাবু শাওনের নেতৃত্বে ১০/১২জন সন্ত্রাসী আমাদের বেধড়ক মারধর করে উপজেলা পরিষদ কমপ্লেক্স থেকে বের করে দেয়।

বুড়িরপাড় গ্রামের মো. তারনভীর জানান, ওরা আমাকে দরপত্র জমা দিতেই দেয়নি, হুমকির মুখে উপজেলা পরিষদ থেকে বের করে দেয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান জানান, নির্ধারিত সময়ে দরপত্র বাক্স খোলা হয়েছে, সব কিছু নিয়মতান্ত্রিকভাবেই সম্পন্ন করা হয়েছে। আমার জানামতে বা আমার উপস্থিতিতে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এ বিষয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ বলেন, বেলা দেড়টায় দরপত্র জমাদানকারীদের ওপর হামলার সংবাদ পেয়ে পুলিশ প্রশাসনকে জানাই। তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ১২৭টি দরপত্র বিক্রি হলেও বিকাল ৩টায় বক্সখোলার পর ৫১টি জমা পাওয়া যায়। আমি বিকাল সাড়ে ৩টায় অফিসে আসার পর দরপত্র জমা দিতে না পারা দুই জন ব্যাংকড্রাফট দেখিয়ে অভিযোগ করেছেন। তবে সবচেয়ে আনন্দের বিষয় বিগত কয়েক বছরের মধ্যে এবারই মাত্র ১৮টি অস্থায়ী গরু- ছাগলের হাট ইজারায় রাজস্ব আয় পেয়েছি ভ্যাট ছাড়া ১৮ লাখ ৩৪ হাজার ৫৮১টাকা।

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান জানান, টেন্ডারবক্সের নিরাপত্তায় প্রথম থেকেই পুলিশ মোতায়েন ছিল। হট্টগোলের সংবাদ পেয়ে কয়েকজন অফিসারসহ একটি পুলিশদল ঘটনাস্থলে পাঠাই। বড়ধরনের কোনও ঘটনা ঘটেনি, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

/টিটি/
সম্পর্কিত
বৃষ্টির কারণে ভোগান্তি পশুর হাটে (ফটো স্টোরি)
কোরবানির পশুবাহী ট্রাকে চাঁদাবাজির অভিযোগ পায়নি র‌্যাব
বৃষ্টি উপেক্ষা করেই জমে উঠেছে বেচাকেনা
সর্বশেষ খবর
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়কে ভূমিকা রাখার আহ্বান
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়কে ভূমিকা রাখার আহ্বান
আত্মীয়ের জানাজা শেষে ফেরার পথে প্রাণ গেলো মা-ছেলের
আত্মীয়ের জানাজা শেষে ফেরার পথে প্রাণ গেলো মা-ছেলের
বৃষ্টির প্রার্থনায় বিভিন্ন জেলায় নামাজ আদায়
বৃষ্টির প্রার্থনায় বিভিন্ন জেলায় নামাজ আদায়
ফেসবুকে পোস্ট দিয়ে শিশুসন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
ফেসবুকে পোস্ট দিয়ে শিশুসন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা