X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সীমান্তে পড়ে আছে বাংলাদেশি যুবকের লাশ

লালমনিরহাট প্রতিনিধি
১৪ জুলাই ২০২১, ১৩:৩২আপডেট : ১৪ জুলাই ২০২১, ২০:৩৩

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী বারঘড়িয়া এলাকার সীমান্তে পড়ে থাকার অভিযোগ উঠেছে।

বুধবার (১৪ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে বারঘড়িয়া সীমান্তের ওপারে ভারতীয় গোপালপুর ৭৫ বিএসএফ ব্যাটালিয়নের কৈমারী ক্যাম্পের টহল দলের গুলিতে গরু পারাপারকারী রাখাল সাদ্দাম হোসেন (৩৩) নিহত হন।

তবে নিহত ওই রাখালের লাশ এ রিপোর্ট লেখা পর্যন্ত ভারতীয় কৈমারী সীমান্তে ঘটনাস্থলেই পড়ে রয়েছে বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।  

আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিএসএফের গুলিতে নিহত সাদ্দাম হোসেন পেলকু বর্মনের ছেলে। এ ঘটনায় বর্তমানে বিজিবি এবং বিএসএফ ঘটনাস্থলে রয়েছে।’

তিনি আরও বলেন, সাদ্দাম হোসেনসহ কয়েকজন যুবক বারঘড়িয়া সীমান্ত অতিক্রম করে ভারতীয় গরু ব্যবসায়ীদের সহযোগিতায় বুধবার ভোর রাতে (রাত ৪টা হতে সাড়ে ৪টার সময়) গরু আনতে গেলে বিএসএফের কৈমারী ক্যাম্পের টহল দলের গুলিতে নিহত হয়েছে বলে জেনেছি। অন্যরা পালিয়ে গেছে।

এলাকাবাসী, বিজিবি ও স্থানীয় জনপ্রতিনিধি সূত্রে জানা গেছে, বুধবার (২৯ জুন) সকালে আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বারঘড়িয়া ৯২০-৯২১ নম্বর মেইনপিলার সীমান্ত এলাকা থেকে ১৫০-২০০ গজ ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে নিহত সাদ্দাম হোসেনের লাশ পরে থাকতে দেখে স্থানীয় জনতা। পরে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের লোহাকুচি ক্যাম্পের সদস্যদের বিষয়টি জানানো হয়। 

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের লোহাকুচি ক্যাম্প কমান্ডার সুবেদার ফরিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাতে রাজি হননি।  

এদিকে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল প্রকৌশলী এসএম তৌহিদুল আলম সীমান্তের ভারতীয় অভ্যন্তরে এক ব্যক্তির লাশ পরে থাকার বিষয়ে নিশ্চিত করে বলেন, আমরা নিহতের নাম-পরিচয় সম্পর্কে নিশ্চিত হতে পারিনি।    

উল্লেখ্য, গত ২৯ জুন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে রিফাত হোসেন নামে এক বাংলাদেশি নিহত হন। এখনও তার লাশ ফেরত আনতে পারেনি বিজিবি। অবশ্য গত ১০-১১ জুলাই এসব সীমান্ত পরিদর্শন করে যান ভারতীয় বিএসএফের মহাপরিচালক (ডিজি) রাকেশ আস্তানা। তার সফরের থেকে ফেরার ৭২ ঘণ্টা যেতে না যেতেই সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনা ঘটলো।  

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়