X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

তুরস্কের প্রতি হুঁশিয়ারি তালেবানের

বিদেশ ডেস্ক
১৪ জুলাই ২০২১, ১৮:৫৪আপডেট : ১৪ জুলাই ২০২১, ১৯:০৯

আফগানিস্তানে তুরস্কের সামরিক উপস্থিতির মেয়াদ বাড়ানোর ব্যাপারে দেশটির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে তালেবান। মঙ্গলবার দলটির পক্ষ থেকে বলা হয়েছে, এক্ষেত্রে তুর্কি সেনাদের তারা দখলদার বাহিনী হিসেবে বিবেচনা করবে এবং এই দখলদারদের বিরুদ্ধে জিহাদ শুরু করা হবে।

আগামী মাসের শেষ নাগাদ আফগানিস্তান ছাড়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের। একই সময়ের মধ্যেই ন্যাটো বাহিনীও দেশটি ছেড়ে যাবে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিদেশি বাহিনী আফগানিস্তান ত্যাগের পর তুরস্ককে কাবুল বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

গত ৯ জুলাই তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান জানান, তার দেশের সেনারা কীভাবে এই বিমানবন্দরের নিরাপত্তা রক্ষা করবে তার সব দিক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিস্তারিত চুক্তি হয়েছে। বিষয়টি নিয়ে উভয় দেশের প্রতিরক্ষামন্ত্রীদের মধ্যে কথা হয়েছে। আঙ্কারা কাবুলে তার দায়িত্বের পরিধি সম্পর্কে ওয়াশিংটনকে জানিয়ে দিয়েছে।

তুর্কি প্রেসিডেন্টের ওই ঘোষণার কয়েক দিনের মাথায় মঙ্গলবার আফগানিস্তানে তুরস্কের সামরিক উপস্থিতি নিয়ে ফের নিজেদের অবস্থান পরিষ্কার করেছে তালেবান। দলটির এক বিবৃতিতে বলা হয়েছে, যেকোনও অজুহাতে আফগানিস্তানের মাটিতে বিদেশি বাহিনীর উপস্থিতিকে তারা দখলদারিত্ব হিসেবে বিবেচনা করে। এই দখলদারিত্বের সম্প্রসারণ আফগান ভূখণ্ডে তুরস্কের বিরুদ্ধে আপত্তি ও বৈরিতার আবেগ তৈরি করবে। ফলশ্রুতিতে আঙ্কারার সঙ্গে কাবুলের দ্বিপাক্ষিক সম্পর্কে এর বিরূপ প্রতিক্রিয়া তৈরি হবে।

এদিকে সোমবার বিকালে মন্ত্রিসভার বৈঠক শেষে কাবুল বিমানবন্দর ইস্যু নিয়ে কথা বলেন তুর্কি প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার। সাংবাদিকদের তিনি বলেন, বিমানবন্দর যদি চালু না থাকে তাহলে বিভিন্ন দেশ আফগানিস্তান থেকে তাদের কূটনৈতিক মিশন প্রত্যাহার করে নেবে। সূত্র: ভয়েস অব আমেরিকা, রয়টার্স।

/এমপি/এমওএফ/
সম্পর্কিত
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
প্যারিসে ইরানি কনস্যুলেটে নিজেকে উড়িয়ে দেওয়ার হুমকি, গ্রেফতার ১
স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে ইরান-ইসরায়েল উত্তেজনা: তুরস্ক
সর্বশেষ খবর
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া