X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

কাউন্টার খোলার সঙ্গে সঙ্গে লঞ্চের টিকিট শেষ

সালেহ টিটু, বরিশাল
১৫ জুলাই ২০২১, ০২:০২আপডেট : ১৫ জুলাই ২০২১, ০২:০২

কঠোর লকডাউন শিথিলের ২১ দিন পর কাউন্টার খোলার সঙ্গে সঙ্গে লঞ্চের কেবিনের টিকিট শেষ হয়ে গেছে বলে দাবি করেছে লঞ্চ কর্তৃপক্ষ। তবে এই দাবি সত্য নয় বলে জানিয়েছেন যাত্রীরা। 

বৃহস্পতিবার (১৫ জুলাই) রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে লঞ্চগুলো। তবে দীর্ঘদিন লঞ্চ বন্ধ থাকায় বুধবার (১৪ জুলাই) ধোয়ামোছার কাজ সেরেছেন স্টাফরা।

ঈদুল আজহা উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে আট দিনের জন্য কঠোর লকডাউন শিথিল করে গণপরিবহন চালুর ঘোষণা পাওয়ার সঙ্গে সঙ্গে লঞ্চ চালানোর প্রস্তুতি নেয় কর্তৃপক্ষ। প্রতিটি লঞ্চের স্টাফরা বুধবার দিনব্যাপী ধোয়ামোছার কাজে ব্যস্ত সময় পার করেছেন। একই সময় লঞ্চের কাউন্টারগুলোতে চলে আগাম কেবিন বুকিং।

টিকিট কিনতে আসা ব্যক্তিদের অভিযোগ, প্রভাবশালী ছাড়া কেবিন মিলছে না। সাধারণ যাত্রীরা কেবিন চাইলে কাউন্টারের দায়িত্বরতদের উত্তর কেবিন নেই। কিন্তু এই কথা সত্য নয়। কারণ বৃহস্পতিবার অন্তত ৫-৭টি লঞ্চ ছেড়ে যাবে ঢাকায়। সব লঞ্চে কমবেশি কেবিনের টিকিট আছে। লঞ্চ ছাড়ার আগেও কেবিন মিলবে। তবে তা সাধারণ যাত্রীদের জন্য নয়; প্রভাবশালী ও ভিআইপিদের জন্য। যে সময় কেবিনের চাহিদা থাকে না, তখন সাধারণ যাত্রীদের কদর থাকে।

এমভি কীর্তনখোলা লঞ্চ কোম্পানির সহকারী মহাব্যবস্থাপক বেল্লাল হোসেন বলেন, ‘ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময় আমাদের কোম্পানি আগে এলে আগে পাবেন ভিত্তিতে কেবিন দেয়। এবারও ব্যতিক্রম হয়নি। আগে এলে আগে পাবেন ভিত্তিতে কেবিন দিয়েছি। আমাদের কেবিন বুকিং শেষ।’

সুন্দরবন লঞ্চ কাউন্টারের ম্যানেজার জাকির হোসেন বলেন, ‘ঢাকামুখী যাত্রীদের কেবিনের ওপর চাপ সবচেয়ে বেশি। এ কারণে কাউন্টার খোলার সঙ্গে সঙ্গে কেবিন শেষ হয়ে গেছে। কিছু কেবিন ধরে রাখতে হয় জরুরি প্রয়োজনে ভিআইপিদের জন্য। তবে তার সংখ্যা হাতেগোনা। ঈদুল আজহা উপলক্ষে ঢাকা থেকে ভিড় হবে। ওসব কেবিন এখনও বিক্রি শুরু হয়নি।’

লঞ্চ মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু বলেন, ‘সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ পরিচালনার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেক্ষেত্রে যাত্রীদের মাস্ক ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হবে। এছাড়া যাত্রীদের স্যানিটাইজার ব্যবহারের ব্যবস্থা থাকবে। ডেকে অর্ধেক যাত্রী বহন করা হবে। সরকারি নির্দেশনা অনুযায়ী ভাড়া নেওয়া হবে। ডেকের যাত্রীপ্রতি ভাড়া পড়বে ৪০০-৪৫০ টাকা। তবে কেবিন ও সোফার ভাড়া বাড়েনি।’

বরিশাল বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক (বন্দর ও পরিবহন) মোস্তাফিজুর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে উভয় প্রান্ত থেকে (ঢাকা-বরিশাল) যাত্রী নিয়ে গন্তব্যে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে লঞ্চগুলো। প্রতিটি লঞ্চে স্বাস্থ্যবিধি রক্ষার তাগিদ দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি উপেক্ষিত হলে সংশ্লিষ্ট লঞ্চমালিক ও মাস্টারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির ‘ইন্ডিয়া-আউট’ ক্যাম্পেইন: বাস্তবতা ও সম্ভাব্য ফলাফল
বিএনপির ‘ইন্ডিয়া-আউট’ ক্যাম্পেইন: বাস্তবতা ও সম্ভাব্য ফলাফল
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
মৎস্য অবতরণ কেন্দ্র আধুনিকায়নে কাজ করবে জাইকা ও বিএফডিসি
মৎস্য অবতরণ কেন্দ্র আধুনিকায়নে কাজ করবে জাইকা ও বিএফডিসি
ট্রেনের ৪৫ হাজার টিকিট কিনতে দেড় কোটির বেশি হিট
ট্রেনের ৪৫ হাজার টিকিট কিনতে দেড় কোটির বেশি হিট
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের