X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

কমে গেছে গরুর দাম, হতাশায় খামারিরা

মাগুরা প্রতিনিধি
১৫ জুলাই ২০২১, ১২:২৬আপডেট : ১৫ জুলাই ২০২১, ১২:২৬

কোরবানির গরু বিক্রি নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন মাগুরার খামারিরা। দীর্ঘদিন লকডাউন থাকায় অনেকেই বাধ্য হয়ে কম দামে গুরু বিক্রি করেছেন। তারপরও হাটে উঠলে হয়তো কিছুটা ক্ষতি পুষিয়ে নিতে পারবেন—এমন আশায় বসে আছেন অনেকে।

মাগুরা পশুসম্পদ অফিস সূত্রে জানা গেছে, এবছর মাগুরায় মোট ২৯ হাজার ৫৫০টি গরু কোরবানির জন্য প্রস্তত করেছেন খামারিরা। অথচ স্বাভাবিকভাবে জেলায় চাহিদা রয়েছে ২১ হাজার ৭০০টি গরুর। অর্থাৎ, আট হাজার ৫৫০টি গরু অবিক্রিতই থেকে যাবে।

অভাব-অনটন থেকে মুক্তির আশায় চার বছর ধরে গরু লালন-পালন করেছেন সদর উপজেলার জগদল গ্রামের হালিমা বেগম। তিনি পরিকল্পনা করেছিলেন, গরু বিক্রি করে নতুন একটা গোয়াল ঘর তুলবেন। কিন্তু তিনি হতাশ।

হালিমা বেগম বলেন, এত দিন গরু লালন-পালন করে ভালো দাম পাচ্ছি না। ব্যাপারি আসে না। যাও আসে ভালো দাম বলে না। অথচ গরুর খাবারের দাম বেড়েই চলেছে। সব খাবার গত বছরের তুলনায় অনেক বেশি দামে কিনতে হচ্ছে। বর্তমানে দিনে এক হাজার থেকে দেড় হাজার টাকার খাবার লাগছে।

দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন মাগুরার খামারিরা

সদর উপজেলার ইছাখাদা গ্রামের খামারি শহীদুল ইসলাম বলে, গত বছর পাঁচটি গরু প্রস্তুত করে কোরবানিতে এক লাখ টাকা ক্ষতিতে বিক্রি করেছি। ভেবেছিলাম এবার ক্ষতি পুষিযে নেবো। তাই পাচটি গরু পালন করছিলাম। কিন্তু লকডাউনের কারণে এখন পর্যন্ত কোনও ব্যাপারি গরু দেখতেও আসেনি। অভাবের কারণে দুইটি গরু কেনা দামে বিক্রি করে দিয়েছি। অথচ এর পেছনে প্রতিদিন প্রায় এক হাজার টাকা খরচ হয়েছে।

মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী এলাকার খামারি নিজাম উদ্দিন বলেন, দুই লাখ টাকা দিয়ে চারটি গরু কিনে মোটা করেছি। এতে খরচ হয়েছে আরও প্রায় এক লাখ টাকা। কিন্তু কোনও গরুই এখনও বিক্রি হয়নি। ব্যাপারিরা যা দাম বলছে তাতে খরচও উঠবে না।

মহম্মদপুরের খামারি নওয়াব আলী জানান, প্রতি বছর ঈদের ১৫ দিন আগে থেকেই ব্যাপারিরা গরু কেনা শুরু করে। এসব গরু দেশের বিভিন্ন এলাকায় বিক্রি হয়। লকডাউনের কারণে এবছর বাইরে থেকে কোনও ব্যাপারি আসতে পারেনি। যে কয়দিন হাতে আছে, তাতে স্থানীয় হাট ছাড়া উপায় নেই। মানুষের হাতের অবস্থাও ভালো না। নিশ্চিত এবারও লোকসানে গরু বিক্রি করতে হবে।

জেলা পশুসম্পদ কর্মকর্তা ড. আনোয়ারুল করিম বলেন, গরুর খাবারের দাম বেড়েছে এটা ঠিক। লকডাউনের কারণে এবার ব্যাপারিদের আগমন নেই বললেই চলে। তবে অনলাইনে গরুর কেনাবেচা বেশ প্রসার লাভ করেছে। যেহেতু সবখানে সরকার হাটের ব্যবস্থা করেছে। আশা করছি খামারিরা ভালো দামেই পশু বিক্রি করতে পারবে।

/এসএইচ/
সম্পর্কিত
বাস-অটোরিকশার সংঘর্ষে মাগুরায় নিহত ৩
‘কিংস পার্টিতে’ সাকিবের যোগদানের বিষয়টি জানেন না মহাসচিব
মেয়াদোত্তীর্ণ ৮০ বস্তা খেজুর বিক্রির পর  ১২০ বস্তা জব্দ
সর্বশেষ খবর
বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
বাংলাদেশ ও মরিশাসের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
ইউআইইউতে ‘বাংলাদেশের সংবিধান এবং এর শাসন কাঠামো’ শীর্ষক লেকচার অনুষ্ঠিত
ইউআইইউতে ‘বাংলাদেশের সংবিধান এবং এর শাসন কাঠামো’ শীর্ষক লেকচার অনুষ্ঠিত
পাট শিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে
পাট শিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে
ছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় মাদ্রাসাশিক্ষকের ১০ বছরের কারাদণ্ড
ছাত্রীকে ধর্ষণচেষ্টা মামলায় মাদ্রাসাশিক্ষকের ১০ বছরের কারাদণ্ড
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়