X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

আ.লীগ জনবিচ্ছিন্ন বিএনপিকে নিয়ে ভাবে না: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
১৫ জুলাই ২০২১, ১৮:০৫আপডেট : ১৫ জুলাই ২০২১, ১৮:১০

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবু্বউল আলম হানিফ বলেছেন, বিএনপি একটি জনবিচ্ছিন্ন দল। এই দলের কে কোথায় যাবে না যাবে কিংবা ভাঙবে এটা তাদের বিষয়। এটা নিয়ে আওয়ামী লীগ ভাবছে না, কারণ আওয়ামী লীগ বিএনপির মতো জনবিচ্ছিন্ন দলকে নিয়ে ভাবার কোনও প্রয়োজন আছে বলে মনে করে না।

বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে জিলা স্কুল মাঠে অসহায় দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, রাজনৈতিক দল ভাঙা গড়ার রাজনীতিতে বিশ্বাসী না। দল ভাঙা গড়ার রাজনীতি শুরুই করেছিলো জিয়াউর রহমান। উনি ক্ষমতা দখল করে বলেছিলেন, রাজনীতিবিদদের জন্য রাজনীতি কঠিন করে দেবো। তখন থেকে আওয়ামী লীগকে নিঃশেষ করার জন্য ভাঙা গড়া শুরু করেছিলো। আওয়ামী লীগকে খণ্ড-বিখণ্ড করেছিলো এবং সেই ধারা বিভিন্ন সময় অব্যাহত থেকেছে। আর এই কালচারটা বিএনপির মধ্যে আছে।

তিনি বলেন, শহর এবং গ্রামের কর্মহীন হয়ে পড়া জনগোষ্ঠীর জন্য প্রধানমন্ত্রীর উপহার নিয়ে এসেছি। শেখ হাসিনা যতদিন থাকবেন একজন মানুষও না খেয়ে থাকবে না। কাউকে খাবারের কষ্টে থাকতে হবে না।

আওয়ামী লীগের এ নেতা বলেন, যতদিন করোনার এই দুর্যোগ থাকবে ততদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য এবং আর্থিক সহায়তা অব্যাহত রাখবেন।

জেলা প্রশাসক (ডিসি) মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) খাইরুল আলম, জেলা পরিষদ চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শারমিন আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব সিরাজুল ইসলাম, জেলা আওয়ামী
লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধন কুমার পাল।

এ সময় আড়াই হাজার নারী-পুরুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও জেলা প্রশাসকের সভাকক্ষে করোনাভাইরাস সংক্রমণজনিত কারণে সাময়িকভাবে কর্মহীন হয়ে পড়া শতাধিক সাংস্কৃতিক ব্যক্তিদের হাতে এককালীন সহায়তার তুলে দেওয়া হয়।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বিমানবন্দরে বাস, প্রকৌশলী নিহত
ভারত-পাকিস্তান টেস্ট হবে দারুণ: রোহিত
ভারত-পাকিস্তান টেস্ট হবে দারুণ: রোহিত
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ