X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

পাকিস্তান বর্ডার ক্রসিং নিয়ে তালেবান ও আফগান সরকারের পাল্টাপাল্টি দাবি

বিদেশ ডেস্ক
১৫ জুলাই ২০২১, ১৮:০৯আপডেট : ১৫ জুলাই ২০২১, ১৮:০৯

তালেবান আফগান ও পাকিস্তানের মধ্যকার গুরুত্বপূর্ণ স্পিন বোলডাক ক্রসিংয়ের দখল নেওয়ার কয়েক ঘণ্টার মাথায় পনুর্দখলের দাবি করেছে আফগান নিরাপত্তা বাহিনী। তবে নিজেদের নিয়ন্ত্রণে থাকার পাল্টা দাবি করছে সশস্ত্র গোষ্ঠী তালেবান।

গত বুধবার কান্দাহারের কাছে স্পিন বোলডাক ক্রসিংয়ের ছাদে ওড়ানো হয় তালেবানের সাদা পতাকা। পাকিস্তানে ও আফগানের গুরুত্বপূর্ণ ক্রসিংটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে উল্লাস করে তালেবান সদস্যরা। কিন্তু তাদের উল্লাস বেশি ক্ষণ স্থায়ী হয়নি।

আফগান নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ওই দিনই কয়েক ঘণ্টার ব্যবধানে ক্রসিং নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয় তারা। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, অভিযান চালিয়ে বন্দরের প্রধান বাজার, কাস্টমস বিভাগ এবং অন্যান্য সরকারি স্থাপনা পুর্নদখলে নিয়েছে নিরাপত্তা সদস্যরা।

তিনি আরও জানান, বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি কমাতে প্রথমে নিরাপত্তা সদস্যরা পিছিয়ে যায়, পরবর্তীতে অভিযান নামে তারা। তবে সেখানে আফগান সুরক্ষা বাহিনীর ওপর হামলা হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

এদিকে পাকিস্তানের সঙ্গে সীমান্ত ক্রসিং আফগান বাহিনী উদ্ধারের দাবি উড়িয়ে দিয়েছে তালেবান বাহিনী। দলটির মুখপাত্র জায়বুল্লাহ মুজাহিদ বলেন, বর্ডার এখনও তালেবানের নিয়ন্ত্রণেই রয়েছে। একে সরকারের নিছক প্রচারণা এবং মিথ্যা দাবি অ্যাখা দিয়েছে গোষ্ঠীটি।

গত কয়েক সপ্তাহে দ্রুত আফগানিস্তানের নতুন নতুন এলাকার নিয়ন্ত্রণ নিচ্ছে তালেবান। ইরান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান সীমান্তবর্তী বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্রসিংয়ের দখল নিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। মার্কিন সেনা প্রত্যাহার শুরু হওয়ার প্রেক্ষাপটে তালেবানদের এই উত্থান লক্ষ্য করা যাচ্ছে। আর কয়েকদিনের মধ্যেই দেশটি থেকে মার্কিন ও ন্যাটো জোটের সেনা প্রত্যাহারের হওয়ার মধ্যেই নিজেদের শক্তির জানান দিচ্ছে তালেবান।

/এলকে/
সম্পর্কিত
মিয়ানমার সীমান্তে বেড়া দিতে ৩৭০ কোটি ডলার খরচের পরিকল্পনা ভারতের
পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৬
পাকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকায় ফেরত আসার নির্দেশ
সর্বশেষ খবর
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলকে ক্রসিং খুলে দেওয়ার নির্দেশ জাতিসংঘের
হৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালহৃদরোগ বিভাগে ছারপোকার রাজত্ব, হাসপাতাল পরিচালক দুষছেন রোগীদের
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
‘মডার্ন মেট্রোপলিস’ থিমে ঈদ সংগ্রহ এনেছে ঢেউ
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
কাপাসিয়ায় গরু চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়