X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

দক্ষিণ আফ্রিকায় লুটপাট, ২৫ হাজার সেনা মোতায়েন করছে সরকার

বিদেশ ডেস্ক
১৫ জুলাই ২০২১, ২১:২৮আপডেট : ১৫ জুলাই ২০২১, ২১:৫৬

দক্ষিণ আফ্রিকায় সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে গ্রেফতারের পর ছড়িয়ে পড়া সহিংসতা ও লুটপাট ঠেকাতে ২৫ হাজার সেনা মোতায়েনের পরিকল্পনা করেছে দেশটির সরকার। গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ সহিংসতায় এখন পর্যন্ত অন্তত ৭১ জন নিহত ও দেড় সহস্রাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, হাজার হাজার দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে লুটপাট চালানো হয়েছে। সরকারের দাবি, খাদ্য সংকট ঠেকাতে সেনা মোতায়েন করা হচ্ছে।

সহিংসতা থেকে নিজেদের সম্পদ রক্ষায় বেসামরিক নাগরিকরা অস্ত্র হাতে তুলে নিচ্ছেন ও নজরদারি গোষ্ঠী গড়ে তুলছেন।

বুধবার দুই শতাধিক লুটপাট ও ভাঙচুরের খবর পাওয়া গেছে বলে জানিয়েছে সরকার। এখন পর্যন্ত ৫ হাজার সেনা মোতায়েন করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী জানান, কাজুলু-নাটাল প্রদেশে ২৫ হাজার সেনা মোতায়েনের অনুরোধ জানানো হয়েছে। এই প্রদেশে ডারবান, গৌটেং ও জোহানেসবার্গ অবস্থিত।

বিশৃঙ্খলা ঠেকাতে আরও সেনা মোতায়েনের চাপে রয়েছে সরকার।

ডারবানসহ বিভিন্ন শহরে শপিং মল ও গুদামে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। গৌটেং প্রদেশে মেডিক্যাল সেন্টার পরিচালনাকারী ড. ডুলসি রাকুমাকোয় বলেন, আমরা পরিষ্কার-পরিচ্ছন্ন করা শুরু করেছি। কিন্তু মেরামতের কথা চিন্তা করতে পারছি না। কারণ, কবে এই সহিংসতা শেষ হবে জানি না। এখন ভেতরে যাওয়া ও মেরামত করা নিরাপদ না।

গত সপ্তাহে জ্যাকব জুমা পুলিশের কাছে আত্মসমর্পণের পর গ্রেফতার করার আদালত অবমাননায় ১৫ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এরপর দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এটি পরে দাঙ্গা ও সহিংসতায় পরিণত হয়। সবখানে লুটপাট, অগ্নিসংযোগ এবং নগর ও শহরে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়।

বৃহস্পতিবার সেনাবাহিনীর রিজার্ভিস্টদের তলব করা হয়েছে। প্রেসিডেন্ট সিরিল রামাফোসা দেশটির বিভিন্ন অংশে মৌলিক খাদ্যদ্রব্যের সংকট দেখা দিতে পারে সতর্ক করার পর সেনাবাহিনীর এই সদস্যদের ডাকা হলো।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
আটলান্টিক মহাসাগরে পাওয়া ৯ মরদেহের পরিচয় নিয়ে যা বললো ব্রাজিল
ভূমধ্যসাগরে নৌকা ডুবে নিহত ৯, উদ্ধার ২২
বিনিয়োগ ও সামাজিক ব্যয়ের প্রতিশ্রুতিতে তৃতীয় মেয়াদ শুরু সিসির
সর্বশেষ খবর
শিল্পী সমিতির নির্বাচনে মিশা-ডিপজল প্যানেলের বড় চমক
শিল্পী সমিতির নির্বাচনে মিশা-ডিপজল প্যানেলের বড় চমক
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া