X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

রাবি শিক্ষার্থীদের বাসে পাথর ছুড়েছে দুর্বৃত্তরা

রাবি প্রতিনিধি 
১৫ জুলাই ২০২১, ২১:৪৪আপডেট : ১৫ জুলাই ২০২১, ২১:৪৪

শিক্ষার্থীদের নিয়ে রংপুরগামী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একটি বাসে পাথর ছুড়েছে দুর্বৃত্তরা।  এতে গাড়ির পেছনের অংশের গ্লাস ভেঙে যায়।

বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপর ১টার দিকে বগুড়া-গোবিন্দগঞ্জ সড়কের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাসে থাকা মল্লিকা নামের এক শিক্ষার্থী।

তিনি বলেন, বগুড়া-গোবিন্দগঞ্জ সড়কে দীর্ঘ সময় আমাদের বহনকারী গাড়িটি যানজটে আটকে ছিল। রংপুর থেকে বগুড়ার দিকে আসা এক মোটরসাইকেল আরোহীর সঙ্গে আমাদের গাড়ির চালকের কথা কাটাকাটি হয়। পরবর্তী সময়ে পেছন থেকে পাথর ছুড়ে বগুড়ার দিকে চলে যায় দুর্বৃত্তরা। এতে গাড়ির পেছনের অংশের গ্লাস ভেঙে যায়। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। 

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দফতরের প্রশাসক মকছিদুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, রংপুর ও বগুড়া রুটে আমাদের ১১টি গাড়ি গেছে। এর মধ্যে একটি গাড়িতে পাথর ছুড়েছে দুর্বৃত্তরা। তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে আমরা ইতোমধ্যে গোবিন্দগঞ্জ থানা পুলিশকে বিষয়টি জানিয়েছি। 

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর লিয়াকত আলী বলেন, একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে। এ ঘটনায় তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি। গাড়ির একটা গ্লাস ভেঙে গেছে। কোনও শিক্ষার্থী আঘাতপ্রাপ্ত হয়নি। আমাদের গাড়িগুলো নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে গেছে। শিক্ষার্থীদের নামিয়ে দিয়ে তারা ফিরে আসার পথে। ইতোমধ্যে নওগাঁর গাড়ি ক্যাম্পাসে ফিরেছে।

প্রসঙ্গত, পরীক্ষা দিতে এসে আটকেপড়া রাবি শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে তিনটি রুটে বাস সেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার সকালে রংপুর রুটে যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয়ের ১১টি বাস। ইতোমধ্যে শিক্ষার্থীদের গন্তব্যে পৌঁছে দিয়ে ফিরছে বাসগুলো। শুক্রবার ঢাকার উদ্দেশে ক্যাম্পাস ছাড়বে বাস।

/এএম/
সম্পর্কিত
বিনোদপুরে সংঘর্ষের ১ বছর: তদন্তের ফাইল ‘লাপাত্তা’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের ওপর হামলা
সর্বশেষ খবর
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
ভিসা-পাসপোর্ট হারিয়ে প্রবাসী অজ্ঞান, ৯৯৯-এ কলে উদ্ধার
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
উত্তর কোরিয়া সফর করলেন রুশ গোয়েন্দা প্রধান
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো