X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ঘাটে ছোট গাড়ির বড় চাপ, অতিরিক্ত যাত্রী নিয়েই চলছে লঞ্চ 

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৬ জুলাই ২০২১, ১২:৩৩আপডেট : ১৬ জুলাই ২০২১, ১২:৩৩

মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে দক্ষিণবঙ্গগামী ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। ঈদুল আজহাকে সামনে রেখে বিধিনিষেধ শিথিলের দ্বিতীয় দিন ছিল শুক্রবার (১৬ জুলাই)। সকাল থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছোট-বড় যানবাহনে করে যাত্রীরা ঘাটে উপস্থিত হওয়া শুরু করেন। ঘাটে আসা যাত্রীরা ফেরি ও লঞ্চ যোগে পদ্মা পার হচ্ছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে চাপ।

পণ্য ও পশুবাহী পরিবহনের পাশাপাশি সড়কে বেড়েছে গণপরিবহন। তবে সকাল থেকে ব্যক্তিগত ও ছোট গাড়ির বেশি চাপ বেড়েছে। এতে ফেরিতে যানবাহন পারাপারে বেগ পেতে হচ্ছে। ঘাটে পারাপারের অপেক্ষায় অবস্থান করছে ছয় শতাধিক ব্যক্তিগত গাড়ি ও পণ্যবাহী ট্রাক। বাড়তি গাড়ির চাপে ব্যক্তিগত ও গণপরিবহনে আসা যাত্রীদের নদী পারাপারে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। 

শিমুলিয়া ঘাটে ব্যক্তিগত ও ছোট গাড়ির চাপ বেড়েছে এদিকে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে লঞ্চ সচল থাকায় ফেরিতে যাত্রীর চাপ ও গাদাগাদি কমে এসেছে। তবে লঞ্চগুলোতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। অর্ধেক যাত্রী ধারণের কথা থাকলেও অধিক যাত্রী নিয়ে চলাচল করছে লঞ্চগুলো। একই অভিযোগে বৃহস্পতিবার লঞ্চ ও কর্মীদের জরিমানা করেছেন ভা্রম্যমাণ আদালত। তবে অবস্থার পরিবর্তন হয়নি বলে অভিযোগ করেছেন সাধারণ যাত্রীরা। অর্ধেক যাত্রী নিয়ে বেশি ভাড়ায় চলাচলের কথা থাকলেও বেশি যাত্রী নিয়েই অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন তারা।
 
ঘাটে ছোট গাড়ির বড় চাপ, অতিরিক্ত যাত্রী নিয়েই চলছে লঞ্চ  ঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, যানবাহন ও যাত্রী পারাপারে নৌরুটে বর্তমানে ১৩টি ফেরি ও ৮২টি লঞ্চ সচল রয়েছে।

বিআইডাব্লিউটিএ শিমুলিয়া নদী বন্দর কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, ঈদকে কেন্দ্র করে মানুষেন চাপ রয়েছে। নৌরুটে বর্তমানে ৮২টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে। অতিরিক্ত যাত্রী পরিবহন নিয়ন্ত্রণে বিআইডব্লিউটিএ’র স্টাফদের আন্তরিকতার অভাব থাকলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

ঘাটে ছোট গাড়ির বড় চাপ, অতিরিক্ত যাত্রী নিয়েই চলছে লঞ্চ  এ বিষয়ে বিআইডাব্লিউটিসি শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, নৌরুটে বর্তমানে ১৩টি ফেরি সচল রয়েছে। ঘাট এলাকায় পারাপারের জন্য যাত্রী ও পণ্যবাহী মিলিয়ে ছয়শ’র বেশি যানবাহন রয়েছে। পর্যায়ক্রমে সব যানবাহন পারাপার করা হবে। লঞ্চ চালু হওয়ায় ফেরিতে যাত্রী চাপ কমেছে। তবে গণপরিবহন ও প্রচুর ব্যক্তিগত গাড়ি ঘাটে আসায় পণ্যবাহী ট্রাক পারপারে বেগ পেতে হচ্ছে বলে জানান তিনি। 

 

/টিটি/
সম্পর্কিত
ঢাকায় দুই দলের সমাবেশ, মুন্সীগঞ্জে সড়ক-মহাসড়কে নিরাপত্তা জোরদার
পদ্মা সেতু থেকে ঝাঁপ দিয়ে নিখোঁজ রিকশাচালক তিন মাস পর থানায় হাজির
এক সেতু পাল্টে দিয়েছে চিত্রআদি পেশা ছেড়ে পর্যটন ব্যবসায় নেমেছেন পদ্মা পাড়ের বহু মানুষ
সর্বশেষ খবর
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া