X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

পথচারীকে আক্রমণ, পাকিস্তানে দুটি কুকুরের ‘মৃত্যুদণ্ড’

বিদেশ ডেস্ক
১৬ জুলাই ২০২১, ২১:৩৫আপডেট : ১৬ জুলাই ২০২১, ২১:৩৫

পাকিস্তানের করাচিতে মর্নিং ওয়াকের সময় এক ব্যক্তিকে আক্রমণের দায়ে জার্মান শেফার্ড প্রজাতির দুটি পোষা কুকুরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মালিকের সঙ্গে হামলার শিকার ব্যক্তির সমঝোতার শর্ত হিসেবে বিষপ্রয়োগে কুকুর দুটির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। গত মাসে কুকুরগুলো মির্জা আখতার আলী নামের একজন প্রবীণ আইনজীবীর ওপর হামলা করেছিল। পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন মঙ্গলবার এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, মির্জা আখতার আলি হাঁটতে বের হলে স্থানীয় হুমায়ুন খানের দুটি জার্মান শেপার্ড তার ওপর ঝাঁপিয়ে পড়ে। গুরুতর আহত হন ওই আইনজীবী। কুকুরের হামলার ঘটনাটি সিসিটিভির ক্যামেরায় ধরা পড়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তা ভাইরাল হয়। 

সমঝোতার কপি

ভিডিওতে দেখা গেছে, কুকুর দুটি মির্জা আখতারের ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে মাটিতে ফেলে দেয়। এসময় তিনি নিজেকে রক্ষায় ব্যর্থ চেষ্টা করছিলেন। কুকুর মালিকের ছেলের হস্তক্ষেপ করার পরই নিস্তার পান তিনি। এসময় তার শরীরের বিভিন্ন স্থান থেকে রক্ত ঝরছিল।

সমালোচনার মুখে বিষয়টি আপসে মিটিয়ে নিতে আইনজীবীকে অনুরোধ করেন কুকুর দুটির মালিক। আইনজীবী কয়েকটি শর্তে তাকে ক্ষমা করতে রাজি হয়েছেন। শর্তগুলো হলো- কুকুর মালিক হুমায়ুন খান এ ঘটনার জন্য নিঃশর্ত ক্ষমা চাইবেন। বাড়িতে আর কোনও বিপজ্জনক বা উগ্র কুকুর পুষবেন না। হামলাকারী দুটি কুকুরকে অবিলম্বে একজন পশুচিকিৎসক দিয়ে ‘মানবিকভাবে হত্যা’ করতে হবে। চুক্তির আরেকটি শর্ত ছিল, মালিককে স্থানীয় একটি পশুর আশ্রয় কেন্দ্রে ১০ লাখ রুপি দান করতে হবে।

কুকুর মালিক ও হামলার শিকার আইনজীবীর মধ্যকার এই সমঝোতাকে অসঙ্গত বলে আখ্যায়িত করেছেন মানবাধিকার কর্মীরা।

এই ঘটনায় স্থানীয় দারাক্ষণ পুলিশ স্টেশনে মামলা দায়ের করা হয়েছিল। গ্রেফতারের আগেই কুকুর মালিক জামিন পেয়ে যান। তবে তার কর্মী পুলিশের কাস্টডিতে ছিলেন।

/এএ/
সম্পর্কিত
সমলিঙ্গের বিয়ে অনুমোদনের পথে থাইল্যান্ড
পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৬
মস্কোয় কনসার্টে হামলা: প্রশ্নের মুখে রুশ গোয়েন্দা সংস্থা
সর্বশেষ খবর
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
ফরেন সার্ভিস একাডেমিতে ‘জেনোসাইড কর্নার’ বন্ধ থাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ
ফরেন সার্ভিস একাডেমিতে ‘জেনোসাইড কর্নার’ বন্ধ থাকায় সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অসন্তোষ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
শাহীনকে সরিয়ে বাবরকে নেতৃত্বে ফেরার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিসিবি!
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়