X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আফগানিস্তানে মার্কিন অভিযান ‘ব্যর্থ’, দাবি রাশিয়ার

বিদেশ ডেস্ক
১৬ জুলাই ২০২১, ২২:২৭আপডেট : ১৬ জুলাই ২০২১, ২২:২৭

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের অভিযান ‘ব্যর্থ’ হয়েছে বলে দাবি করেছে রাশিয়া। শুক্রবার মস্কোর পক্ষ থেকে যুদ্ধবিধ্বস্ত দেশটির স্থিতিশীলতার অবনতির জন্য বিদেশি সেনা প্রত্যাহারকে দায়ী করা হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এখবর জানিয়েছে।

আফগানিস্তান থেকে মার্কিন ও বিদেশি সেনা প্রত্যাহার শেষ ধাপে থাকার সুযোগ কাজে লাগাচ্ছে তালেবান। দেশটির বিভিন্ন অঞ্চলে সরকারি বাহিনীর বিরুদ্ধে আক্রমণ শুরু করেছে তারা। সশস্ত্র গোষ্ঠীটির পক্ষ থেকে আফগানিস্তানের ৮৫ শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণের দাবি করা হয়েছে। তবে আফগান সরকার এই দাবিকে প্রোপাগান্ডা বলে উড়িয়ে দিয়েছে।

শুক্রবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, হোয়াইট হাউস বিদেশি সেনাদের সবচেয়ে ইতিবাচক রঙে রাঙিয়েছে। কিন্তু সবাই জানে যে এই অভিযান ব্যর্থ হয়েছে।

উজবেকিস্তানের রাজধানী এক সংবাদ সম্মেলনে ল্যাভরভ এই মন্তব্য করেন। এসময় পাশে ছিলেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি।

রুশ পররাষ্ট্রমন্ত্রী এর আগে অভিযোগ করেছেন, মার্কিন ও ন্যাটো সেনাদের তাড়াহুড়ো করে চলে যাওয়া আফগানিস্তানের নিরাপত্তার ক্ষতি করেছে। তিনি হুঁশিয়ারি জানিয়ে বলেছিলেন, দেশটির অস্থিতিশীলতা প্রতিবেশী দেশগুলো ছড়াতে পারে।

তিনি বলেন, দুর্ভাগ্যজনকভাবে গত কয়েকদিনে আমরা আফগানিস্তানের পরিস্থিতির অবনতি হতে দেখছি। মার্কিন ও ন্যাটো সেনাদের তাড়াহুড়ো করে চলে যাওয়াতে দেশটির রাজনৈতিক ও সামরিক পরিস্থিতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

গত সপ্তাহে তালেবান প্রতিনিধিরা মস্কো সফর করেন। সেখানে তারা আফগানিস্তানের ৮৫ শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণে দাবি করে। 

খবরে বলা হয়েছে, মস্কো ঘনিষ্ঠভাবে তালেবানের অগ্রগতি পর্যালোচনা করছে এবং সামরিক ঘাঁটি থাকা প্রতিবেশী দেশ তাজিকিস্তানে অস্থিতিশীলতার আশঙ্কায় উদ্বিগ্ন।

ল্যাভরভ বলেছেন, এই সংকট সন্ত্রাসবাদ এবং মাদকপাচার সম্পর্কিত সমস্যাকে আরও গুরুতর করে তুলেছে। তার ভাষায়, পরিস্থিতি ‘একটি অভূতপূর্ব স্তরে’ পৌঁছে গেছে।

/এএ/
সম্পর্কিত
দুর্নীতির অভিযোগে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী
খারকিভে আবাসিক ভবনে রুশ হামলায় আহত ৬
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা