X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সকাল থেকেই ঘাটে বাড়িফেরা মানুষের চাপ

মুন্সীগঞ্জ ও মানিকগঞ্জ প্রতিনিধি
১৮ জুলাই ২০২১, ১১:২৪আপডেট : ১৮ জুলাই ২০২১, ১১:৩৫

মুন্সীগঞ্জের শিমুলিয়া-বাংলাবাজার রুটে ঈদ উপলক্ষে বাড়িফেরা মানুষের চাপ থাকলেও মানিগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়ায় এ চাপ কম দেখা গেছে। রবিবার (১৮ জুলাই) সকাল থেকেই দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে শিমুলিয়া ঘাট। অন্যদিকে পাটুরিয়া ঘাটে চাপ ছিল না দূরপাল্লার বাসের, পার হয়েছে পণ্যবাহী ট্রাক ও ছোটগাড়ি। ফেরি বহরের ১৬টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করছে কর্তৃপক্ষ।

সকাল থেকে ফেরি পারাপারে ব্যক্তিগত যানবাহনের চাপ ছিল বেশি মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, সকাল থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছোট-বড় যানবাহনে চড়ে যাত্রীরা ঘাটে উপস্থিত হয়ে ফেরি ও লঞ্চে পদ্মা পার হচ্ছেন। তবে স্পিডবোট চলাচল বন্ধ আছে।

ফেরিঘাটে যানবাহন আর লঞ্চঘাটে যাত্রীদের বেশ ভিড় দেখা গেছে। তবে, ঘাট কর্তৃপক্ষ বলছে, এখন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনেই যাত্রীদের পদ্মা নদী পার করা হচ্ছে। যদিও বাস্তবে তা দেখা যায়নি। ঘাটে গাড়ি প্রবেশ সীমিত করা হয়েছে। ফেরিতে কিছু গাড়ি ঘাট ছেড়ে যাওয়ার পর সড়কে দাঁড়িয়ে থাকা যানবাহন ফেরিঘাটে প্রবেশ করানো হচ্ছে।

বিআইডাব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, নৌরুটে বর্তমানে ১৩টি ফেরি সচল রয়েছে। ঘাট এলাকায় পারাপারের জন্য যাত্রী ও পণ্যবাহী মিলিয়ে তিন শতাধিক যানবাহন রয়েছে। পর্যায়ক্রমে সব যানবাহন পারাপার করা হবে। তবে, জুন মাসের পর থেকে পদ্মায় তীব্র স্রোতের কারণে ফেরি পারাপারে সময় বেশি লাগছে বলে জানান তিনি।

শিমুলিয়ায় লঞ্চঘাটে সকাল থেকে যাত্রীর ভিড় দেখা গেছে মুন্সীগঞ্জের সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) রাসেল মনির জানান, ঘাটে অপেক্ষমাণ সব যান সিরিয়াল মেনে পার করা হচ্ছে। কোনও যানকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে না।

এদিকে সকাল থেকেই পাটুরিয়া ঘাট এলাকায় দূরপাল্লার বাসের চাপ না থাকায় শুধু পণ্যবাহী ট্রাক ও ছোটগাড়ির পাশাপাশি মানুষ পার করছে ঘাট কর্তৃপক্ষ।

পাটুরিয়া ঘাটে গণপিরবহন ও যাত্রীর চাপ কম দেখা গেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপ মহা-ব্যবস্থাপক (বাণিজ্য) জিল্লুর রহমান জানান, সকাল থেকেই ১৬টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। সবগুলো ঘাট দিয়েই পারাপার চলছে। পারাপারের অপেক্ষায় দূরপাল্লার বাসের চাপ নেই। বর্তমানে পণ্যবাহী ট্রাকের সংখ্যাই বেশি।

তিনি আরও জানান, পাটুরিয়ায় সাড়ে তিন শতাধিক পণ্যবাহী ট্রাক, অর্ধশতাধিক ছোটগাড়ি নৌ পথ পারের অপেক্ষায় আছে। বাসের চাপ না থাকায় সিরিয়াল অনুযায়ী ছোট গাড়ি ও সাধারণ পণ্যবাহী ট্রাকগুলোকে পার করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।

 

/টিটি/
সম্পর্কিত
৫৫০ টাকার ভাড়া ৭০০ নেওয়ায় লাল সবুজ পরিবহনকে ২০ হাজার জরিমানা
ফিরতি ঈদযাত্রা: আগের দামে টিকিট নেই, দ্বিগুণ দিলে আছে
ঈদের ছুটি শেষ, কাজে ফিরছে মানুষ
সর্বশেষ খবর
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না