X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

গ্রেফতারের আগ পর্যন্ত অনলাইনে নব্য জেএমবির প্রচারণায় সক্রিয় ছিল ইমন: সিটিটিসি

রিয়াদ তালুকদার
১৮ জুলাই ২০২১, ১৩:৪৩আপডেট : ১৮ জুলাই ২০২১, ১৪:০৮

নব্য জেএমবির অনলাইনভিত্তিক সোশ্যাল মিডিয়ার দাওয়া শাখার প্রধান সমন্বয়কারী শহিদুল্লাহ কাওসার ইমনকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। ফেসবুক, টেলিগ্রাম ও ওয়েবসাইটে ছদ্মনামে নিষিদ্ধ নব্য জেএমবির নীতি-আদর্শের প্রচার-প্রচারণা ও সদস্যপদ গ্রহণের সাথে জড়িত ছিল সে। সম্প্রতি রাজধানীর পূর্ব গোড়ান এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে এসব তথ্য পায় সিটিটিসির ইন্টেলিজেন্স বিভাগ।

সিটিটিসি সূত্র জানায়, এইচএসসি পাস করা ইমন প্রযুক্তিগতভাবে দক্ষ। নব্য জেএমবির প্রচার-প্রচারণার জন্য আল বাতাল নামের ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ তৈরি করে সে। এসবের মাধ্যমে নব্য জেএমবির বিভিন্ন কর্মকাণ্ড ছড়িয়ে দিতে কাজ করে আসছিল ইমন। সামাজিক যোগাযোগমাধ্যমে উগ্রবাদী বিভিন্ন আইডি, পেজ ও গ্রুপে সে যুক্ত ছিল।
সিটিটিসি আরও জানায়, নব্য জেএমবির সোশ্যাল মিডিয়াকেন্দ্রিক একটি গুরুত্বপূর্ণ গ্রুপের দায়িত্ব ইমন পালন করা শুরু করে ২০২১ সালের শুরুর দিক থেকে। প্রাথমিকভাবে সংগঠনের বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম এবং সদস্য সংগ্রহের কাজ করে আসছিল সে। বিভিন্ন সময় নিজের ফেক ফেসবুক একাউন্ট থেকে নব্য জেএমবির শোলাকিয়া, হলি আর্টিজান এবং কল্যাণপুরে জঙ্গি অভিযানে নিহতদের শহীদ ও বীর হিসেবে আখ্যায়িত করে পোস্ট দিতো। সম্প্রতি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ট্রাফিক পুলিশ বক্সে বোমা হামলার প্রচেষ্টার ঘটনাটি উল্লেখ করে নব্য জেএমবির সদস্যদের উদ্বুদ্ধ করতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার প্রচারণা চালায় ইমন।

কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) ইন্টেলিজেন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মো. আতিকুল হক প্রধান বাংলা ট্রিবিউনকে বলেন, গ্রেপ্তারকৃত ইমন নব্য জেএমবির সোশ্যাল মিডিয়াকেন্দ্রিক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রুপের এডমিনের দায়িত্ব পালন করে আসছিল। প্রযুক্তিগত দক্ষতা থাকায় নিজেই তৈরি করে একটি ওয়েবসাইট ও একটি মোবাইল অ্যাপ। চলতি বছরের শুরু থেকে গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত গত ছয় মাসে অনলাইনভিত্তিক প্রচারণায় খুবই সক্রিয় ছিলো গ্রেফতার ইমন। তাদের লক্ষ্য ছিল, সামাজিক যোগাযোগমাধ্যম এবং তাদের ওয়েবসাইটে যত কনটেন্ট তারা দিতে পারবে তত বেশি সাধারণ জনগণ তাদের কার্যক্রম সম্পর্কে অবহিত হতে পারবে।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমনের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে সিটিটিসি। এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

সিটিটিসি জানায়, গ্রেফতারকৃত শহীদুল্লাহ কাউসার ইমনের বিরুদ্ধে রাজধানীর খিলগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। আজ রবিবার (১৭ জুলাই) আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য তার সাত দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদ করলে নব্য জেএমবির অনলাইন শাখার কার্যক্রম সম্পর্কে আরও তথ্য জানা সম্ভব হবে।

/আরটি/এমএস/
সম্পর্কিত
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
নাগরিক জীবনের সব ক্ষেত্রে পুলিশের অবস্থান রয়েছে: ডিএমপি কমিশনার
মানবিকতায়ও নজির স্থাপন করেছে পুলিশ: ডিএমপি কমিশনার
সর্বশেষ খবর
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা