X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

শুরুটা ছিল শখে, এখন তানিয়ার খামারে ৩৫ লাখ টাকার গরু

ইব্রাহিম রনি, চাঁদপুর
১৮ জুলাই ২০২১, ১৭:০৮আপডেট : ১৮ জুলাই ২০২১, ১৭:০৮

শুরুটা শখের বশে গরু পালন দিয়ে। তারপর ধীরে ধীরে গড়ে তোলা হয় খামার। সেখান থেকে সফল চাঁদপুরের তানিয়া ইসলাম এখন একজন নারী উদ্যোক্তা। বর্তমানে তার খামারে ৩৫ লাখ টাকার গরু রয়েছে বলে জানান তিনি। গরুর খামারের পাশাপাশি তানিয়া প্রতিষ্ঠা করেছেন ফাস্টফুট, বুটিকশপসহ দুটি ব্যবসা প্রতিষ্ঠান।

খামারে কর্মরত শ্রমিকরা জানান, চাঁদপুর শহরের তানিয়া আক্তার ১০ বছর আগে স্বামীর সহযোগিতায় শুরু করেন গরু পালন। সংসার সামলানোর পাশাপাশি ধীরে ধীরে গড়ে তোলেন গরুর ফার্ম। বর্তমানে শহরের বড় স্টেশন এলাকায় ‘সবাই মিলে’ নামে একটি অ্যাগ্রো ফার্ম গড়ে তুলেছেন গৃহবধূ তানিয়া। এতে কর্মসংস্থানেরও সৃষ্টি হয়েছে। তার এ ফার্মে কাজ করছেন ছয় জন নারী-পুরুষ। খামারে বর্তমানে ১৭টি বিশালাকৃতির গরু আছে। কালুশেঠ, রাইনো, লালসাগর, লাল বাহাদুর ইত্যাদি বাহারি নামও দেওয়া হয়েছে গরুগুলোর। সবগুলো গুরু এবারের কোরবানির পশুর হাটে বিক্রির জন্য পুরোপুরি প্রস্তুত। প্রতিটি গরুর দাম চাওয়া হচ্ছে দেড় থেকে আড়াই লাখ টাকা পর্যন্ত।

শুরুটা ছিল শখে, এখন তানিয়ার খামারে ৩৫ লাখ টাকার গরু শ্রমিকরা জানালেন, চুয়াডাঙ্গা এবং স্থানীয় হাট থেকে বাছুর সংগ্রহ করা হয়। এরপর সম্পূর্ণ অর্গানিকভাবেই গরুগুলোকে বড় করে তোলা হয়।

অ্যাগ্রো ফার্মের শ্রমিক আনোয়ারা ও হাবিব বলেন, ‘গত সাত বছর ধরে এখানে কাজ করছি। এ ফার্মের মাধ্যমেই আমাদের সংসার চলছে।’

অ্যাগ্রো ফার্মের বিষয়ে তানিয়া বলেন, ‘আমার স্বামী গরু পালতে পছন্দ করেন। এ থেকেই বিয়ের পর আমরা এখানে গরুর ফার্ম শুরু করেছি। তখন এ ফার্মের নামও হয়নি। আমরা কোরবানির জন্য দু-তিনটি করে গরু পালতাম। পরে মানুষের চাহিদার কারণে গরুর সংখ্যা বাড়িয়েছি। এখানে এখন অনেকেরই কর্মসংস্থানের সুযোগ হয়েছে। আমি কয়েকজন নারীকেও এখানে কাজ করার জন্য উৎসাহিত করেছি। গরুগুলো আমরা খুব যত্নে লালন-পালন করছি।’

গরুর খামারের পাশাপাশি তানিয়া প্রতিষ্ঠা করেছেন ফাস্টফুট, বুটিকশপসহ দুটি ব্যবসা প্রতিষ্ঠান তানিয়ার স্বামী ফয়সাল আহমেদ বাহার বলেন, ‘তানিয়ার নিজের পায়ে দাঁড়ানোর অদম্য ইচ্ছা দেখে আমিও খুব খুশি। আমি বিভিন্ন কর্মকাণ্ডের কারণে সময় কম পাই। তারপরও তার সব কাজে সহযোগিতা করছি, উৎসাহ দিই। বিয়ের পরই দেখলাম, সে কিছু করার বিষয়ে খুবই আগ্রহী। এ থেকেই “সবাই মিলে” নামে একটি প্রতিষ্ঠান করেছে। বর্তমানে তার একটি বুটিকশপ এবং ফাস্টফুড রেস্টুরেন্ট আছে। এছাড়া সবাই মিলে নামে অ্যাগ্রো ফার্মও রয়েছে।’

এ ধরনের উদ্যোগে সবার এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নারীদের স্বাবলম্বী করার করার ব্যাপারে সে আগ্রহী। আমি চাই, তার মতো সব মেয়েরা এগিয়ে আসুক। সাধ্যমতো প্রতিষ্ঠান গড়ে তুলে নিজে স্বাবলম্বী হোক, এতে অন্যদেরও কর্মসংস্থানের সুযোগ হবে।’

 

/এমএএ/
সম্পর্কিত
রিসার্চে ‘ইয়াবা সিনড্রোম’ আর অনলাইন-নীলক্ষেতের প্রভাব
টক-ঝাল-মিষ্টি চা, দিনে বিক্রি ৩০ হাজার টাকা
ঈদে মাংস খেতে বছরজুড়ে সঞ্চয়!
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী