X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

টরন্টোয় গেলো ‘ঢাকা ড্রিম’

বিনোদন রিপোর্ট
১৮ জুলাই ২০২১, ১৭:০৯আপডেট : ১৮ জুলাই ২০২১, ১৯:৪৭

টরন্টোর দক্ষিণ এশীয় চলচ্চিত্র উৎসবে এবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে প্রসূন রহমানের ‘ঢাকা ড্রিম’। এবারের উৎসবে স্থান করে নেওয়া একমাত্র বাংলাদেশি চলচ্চিত্র এটি।

একই উৎসবে নির্মাতার আগের দুটি চলচ্চিত্র ‘সুতপার ঠিকানা’ এবং ‘জন্মভূমি’ও প্রদর্শিত হয়েছে যথাক্রমে ২০১৬ ও ২০১৯ সালে।

ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়া, টরন্টো (IFFSA Toronto) নামে পরিচিত কানাডার দ্বিতীয় বৃহত্তর এই উৎসবের এবারের আসর বসছে ১২ আগস্ট। চলবে ২২ আগস্ট পর্যন্ত। 

এবারের আয়োজনে সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উদযাপন হচ্ছে বিশেষভাবে। তার একাধিক চলচ্চিত্র প্রদর্শনসহ জানানো হবে বিশেষ শ্রদ্ধাঞ্জলি। ট্রিবিউট পর্বে অংশগ্রহণ করছেন কুমার সাহানী, আদুর গোপালকৃষ্ণান, শাবানা আজমি এবং মনোজ বাজপেয়ীসহ দক্ষিণ এশিয়ার খ্যাতিমান আরও অনেকে।

১১ দিনব্যাপী এই উৎসবের নবম দিন ২০ আগস্ট সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রদর্শিত হবে বাংলাদেশের ‘ঢাকা ড্রিম’। জানান নির্মাতা প্রসূন রহমান। তিনি বলেন, ‘চলচ্চিত্রটি আন্তর্জাতিক উৎসবে প্রদর্শনের আগে বাংলাদেশে মুক্তির পরিকল্পনা থাকলেও করোনা পরিস্থিতির কারণে একাধিকবার তারিখ পরিবর্তিত হয়েছে।’
 
অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি, জীবিকার প্রয়োজন ও উন্নত জীবনের আশায় নগরমুখী হওয়া প্রান্তিক মানুষের স্বপ্ন ও স্বপ্নভঙ্গের গল্প নিয়ে নির্মিত স্বাধীন ধারার চলচ্চিত্র এটি। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরিপ্রেক্ষিতে দেশের প্রেক্ষাগৃহ খুলে দিলে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে চলচ্চিত্রটি মুক্তি পেতে পারে বলে জানান নির্মাতা।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
শাবনূরের প্রত্যাবর্তনে সঙ্গী হলেন বাবু
শাবনূরের প্রত্যাবর্তনে সঙ্গী হলেন বাবু
নির্বাচনি মাঠে ব্যস্ত বাবু-সালমা!
নির্বাচনি মাঠে ব্যস্ত বাবু-সালমা!
শোবিজের শুভ পঞ্চমী আজ!
শোবিজের শুভ পঞ্চমী আজ!
‘ওমর’ সিনেমায় তিন জাঁদরেল অভিনেতা!
‘ওমর’ সিনেমায় তিন জাঁদরেল অভিনেতা!
বিনোদন বিভাগের সর্বশেষ
১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
কান উৎসব ২০২৪১৬ বছর ধরে পুনরুদ্ধার করা ‘নেপোলিয়ন’ দেখাবে কান
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
এই জন্মদিনে আরেক সিনেমার ঘোষণা
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না