X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১
নারায়ণগঞ্জে জুস কারখানায় অগ্নিকাণ্ড

নিহত শ্রমিকদের আজীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণের দাবি স্কপের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০২১, ১৭:৪৬আপডেট : ১৮ জুলাই ২০২১, ১৭:৪৮

নারায়ণগঞ্জে সজীব গ্রুপের সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডে ‘কাঠামোগত হত্যা’র শিকার ৫২ জন শ্রমিকসহ নিখোঁজ শ্রমিকদের পরিবারপ্রতি আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ এবং হত্যাকাণ্ডের জন্য দায়িদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।

রবিবার (১৮ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সংহতি সমাবেশে এই দাবি জানায় স্কপ নেতৃবৃন্দ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, সজীব গ্রুপের সেজান জুস কারখানায় অগ্নিকান্ডে ৫২ জন শ্রমিকের কাঠামোগত হত্যাকাণ্ডের জন্য দায়ি কারখানা মালিক এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের শাস্তি নিশ্চিত করার দাবিতে বাংলাদেশের শ্রমিক আন্দোলন ঐক্যবদ্ধ।  সরকার গত ১৫ জুলাই কলকারখানা, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে দুর্ঘটনারোধ এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণে ২৪ সদস্যের কমিটি গঠন করেছে। কমিটির প্রধান হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে একজন ব্যবসায়ী নেতাকে। কমিটিতে বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতাদের রাখা হয়েছে যাদের অব্যবস্থাপনার কারণে কর্মক্ষেত্রে বলি হতে হয় শ্রমিকদের। অথচ কোন শ্রমিক প্রতিনিধিকে এই কমিটিতে রাখা হয়নি। এই কমিটি মালিক এবং স্বার্থান্বেষী সরকারি কর্মকর্তাদের স্বার্থের উর্ধ্বে উঠে শ্রমিকদের জন্য কর্মপরিবেশ আদৌ কতটুকু নিরাপদ করতে পারবে তা নিয়ে আশংকা প্রকাশ করা যায়।

৫২ জন শ্রমিকের হত্যাকাণ্ডের জন্য দায়ি যে মালিক কর্তৃপক্ষ তাদের ২ জন ইতোমধ্যে জামিন পেল কিভাবে- সেই প্রশ্ন রেখে নেতৃবৃন্দ বলেন, দায়ি সরকারি কর্মকর্তাদের চিহ্নিত করতে কোন নিরপেক্ষ তদন্ত কমিটি গঠিত হয়নি। কিন্তু দায়ি ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করা যায়নি, নিহত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য মালিককে উল্লেখযোগ্য ব্যয় বহন করতে হয়নি বলেই তাজরিন, রানা প্লাজার মতো ঘটনার পরও শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা যায়নি। নেতৃবৃন্দ তদন্তপূর্বক দায়িত্ব অবহেলার জন্য দায়ি কর্মকর্তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা, নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে আই.এল.ও কনভেনশন ১২১ অনুসারে আজীবন আয়ের ভিত্তিতে ক্ষতিপূরণ প্রদান, আহত শ্রমিকদের বিনামূল্যে চিকিৎসা-পুনর্বাসন-ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং শ্রম আইনের শাস্তি ও ক্ষতিপূরণ সংক্রান্ত ধারাসমূহ সংশোধন করার দাবি জানান।

স্কপের যুগ্ম সমন্বয়ক শহীদুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে এবং আহসান হাবিব বুলবুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে স্কপ নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি রাজেকুজ্জামান রতন, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি কামরুল আহসান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম, বাংলাদেশ লেবার ফেডারেশনের সাধারণ সম্পাদক সাকীল আক্তার চৌধুরী, বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক মোহাম্মদ রফিক, জাতীয় শ্রমিক লীগের ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক ফিরোজ হোসেন প্রমুখ।

/এসও/এমএস/
সম্পর্কিত
হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার শঙ্কা এজেন্সি মালিকদের
গরমে পানির সংকট রাজধানীতে, যা বলছে ওয়াসা
পাট শিল্পের উন্নয়নে জুট কাউন্সিল গঠন করা হবে
সর্বশেষ খবর
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা