X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

জবি ছাত্রীকে যৌন নিপীড়ন: তিন সপ্তাহেও ধরা পড়েনি কেউ

জবি প্রতিনিধি
১৯ জুলাই ২০২১, ১০:৪৪আপডেট : ১৯ জুলাই ২০২১, ১০:৪৯

মামলার তিন সপ্তাহের বেশি সময় পার হলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নারী শিক্ষার্থীকে যৌন নিপীড়নের ঘটনায় ধরা পড়েনি কেউ।

ঢাকার সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ মামুনুর রহমান বলেন, 'তদন্ত চলছে। আমরা বেশ কয়েকজন সন্দেহভাজনকে দেখিয়েছি, কিন্তু তিনি ( ভুক্তভোগী)  কাউকে শনাক্ত করেননি। আশা করছি দ্রুত অপরাধীকে ধরতে পারবো।'

ভুক্তভোগী ওই নারী শিক্ষার্থী বাংলা ট্রিবিউনকে বলেন, 'থানা থেকে এখনও তেমন কোনও আপডেট আমাকে জানানো হয়নি ।'

বিশ্ববিদ্যালয়ের নিপীড়ন বিরোধী সেলের দায়িত্বে থাকা অধ্যাপক হেলেনা ফেরদৌসী বলেন, 'পুলিশ কেন এখনও কোনও অপরাধীকে ধরতে পারেনি বুঝতে পারছি না। তবে পুলিশকে এ ধরনের ঘটনায় আরও বেশি সক্রিয় হওয়া উচিত।'

শাখা ছাত্রফ্রন্টের সহসভাপতি সুমাইয়া সোমা বলেন, 'নিজ বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় যৌন নিপীড়নের শিকার হওয়া, আবার মামলার ৩ সপ্তাহ পেরিয়ে গেলেও অপরাধীকে গ্রেফতার করা হয়নি। এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানাই।' 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, 'পুলিশ চেষ্টা করছে। তারা বেশ কয়েকজন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে ওই সময়ে। কিন্তু ভুক্তভোগী তাদের কাউকে অপরাধী হিসেবে শনাক্ত করেনি। তবে পুলিশ তৎপর আছে। আমরা নিয়মিত থানার সাথে যোগাযোগ রাখছি। '

উল্লেখ্য, গত ২৭ জুন পুরান ঢাকার কলতাবাজার এলাকায় রাত সাড়ে ৯টার দিকে জবির ভুক্তভোগী ওই ছাত্রী প্রয়োজনীয় বাজার নিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় কবি নজরুল কলেজের পাশে উইনস্টন গলিতে প্রবেশ করলে নির্জন রাস্তায় একা পেয়ে যৌন নিপীড়নের ঘটনা ঘটায় এক যুবক। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রী প্রথমে সূত্রাপুর থানায় সাধারণ ডায়েরি ও পরে মামলা করেন।

/এমএস/
সম্পর্কিত
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা