X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

২৭ কোটি টাকা আত্মসাৎ: সাধারণ বিমা কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুদক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০২১, ১৫:২২আপডেট : ১৯ জুলাই ২০২১, ১৫:২২

প্রায় ২৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাধারণ বিমা করপোরেশনের এক কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার নাম আবুল কাশেম। তিনি সাধারণ বিমা করপোরেশনের মতিঝিলের প্রধান কার্যালয়ের অডিট অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগে কর্মরত রয়েছেন। সোমবার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে দুদকের একটি টিম মতিঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করে। দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্র জানায়, গ্রেফতারকৃত আবুল কাশেম সাধারণ বিমা করপোরেশনের নিউমার্কেট শাখা-৯ এর ব্যবস্থাপক হিসেবে কর্মরত থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে এক্সিম ব্যাংকের ইমামগঞ্জ শাখায় একটি হিসাব খুলেছিলেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই তিনি ‘সাধারণ বিমা করপোরেশন বিআর-৯ ঢাকা’ নামে খোলা ওই ব্যাংক হিসাবে বিমা করপোরেশনের বোর্ড সভার একটি জাল রেজুলেশন দাখিল করেন। ওই ব্যাংক হিসাব খোলার সময় রফিকুল ইসলাম নামে অজ্ঞাত এক ব্যক্তিকে তিনি বিমা করপোরেশনের ডিজিএম হিসেবে হিসাব পরিচালনাকারী বলে উল্লেখ করেছেন। পরে তিনি সরকারি প্রতিষ্ঠানের প্রিমিয়াম অবৈধভাবে খোলা ব্যাংক হিসাবে জমা করেছেন এবং সাধারণ বিমা করপোরেশনের বিভিন্ন শাখার ভুয়া সিল ব্যবহার করে পলিসি ইস্যু করেছেন।

দুদকের একজন কর্মকর্তা জানান, সরকারি প্রিমিয়ামের টাকা তার নিজের খোলা ব্যাংক হিসেবে জমা দিয়ে আবুল কাশেম ২০১০ সালের ১ এপ্রিল থেকে ২০২০ সালের ৫ অক্টোবর পর্যন্ত নিজ নামে ও অন্যান্য ব্যক্তি-প্রতিষ্ঠানের নামে ২৬ কোটি ১৪ লাখ ৯৮ হাজার ২০৩ টাকা তুলে এবং অন্যান্য ব্যাংক হিসাবে স্থানান্তর করে আত্মসাৎ করেছেন।

দুদক সূত্র জানায়, আবুল কাশেমের এই জালিয়াতির ঘটনা জানতে পেরে দুদক প্রথমে একটি অনুসন্ধান কমিটি করে। অনুসন্ধান কমিটি ঘটনার সত্যতা পেয়ে মামলার সুপারিশ করলে গত বছরের ৯ নভেম্বর আবুল কাশেমের বিরুদ্ধে সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ একটি মামলা (নং ৫) দায়ের করা হয়। ওই মামলাতেই সোমবার আবুল কাশেমকে গ্রেফতার করা হয়।

দুদক কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল হক জানান, আবুল কাশেমকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হয়েছে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে আত্মসাৎ করা অর্থ কোথায় স্থানান্তর ও রূপান্তর করেছে তা জানার চেষ্টা করা হবে।

 

/এনএল/আইএ/
সম্পর্কিত
হাসপাতালের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা
মধুমতি ব্যাংকের সাবেক কর্মকর্তাসহ দুজনের বিরুদ্ধে মামলার অনুমোদন দুদকের
বেনজীরের সম্পদ নিয়ে দুদকের অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন চাইলেন হাইকোর্ট
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী