X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

একচেটিয়া চামড়া কেনার জন্য প্রস্তুত সুপার ট্যানারি

খুলনা প্রতিনিধি
২০ জুলাই ২০২১, ২২:০৬আপডেট : ২০ জুলাই ২০২১, ২২:০৬

খুলনার শেখপাড়ায় পশুর চামড়ার দোকান নেই। গত বছরের মতো এবারও সড়কের ওপর কোরবানির পশুর চামড়া রাখবেন ব্যবসায়ীরা। নির্দিষ্ট দোকান না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, শেখপাড়া চামড়া পট্টি ঘিরেই খুলনায় কাঁচা চামড়ার ব্যবসা গড়ে ওঠে। অব্যাহত লোকসান, ট্যানারি ও পাইকারদের কাছ থেকে বকেয়া না পাওয়ায় ব্যবসায়ী কমতে থাকে। তবে এবারও একচেটিয়া চামড়া কেনার জন্য প্রস্তুত রয়েছে খুলনার ফুলতলার সুপার ট্যানারি। যেখানে এখন পর্যন্ত ৩ লাখ পিস চামড়া মজুত রয়েছে।

শেখপাড়া চামড়া পট্টির শেষ দোকানটি বন্ধ হয়ে যায় ২০১৯ সালের ডিসেম্বর মাসে। বর্তমানে চামড়া পট্টিতে চামড়ার দোকান নেই। সারা বছর কসাইখানা থেকেই চামড়া বিক্রি করে দেওয়া হয়। বিভিন্ন মাংসের দোকানে স্বল্প পরিসরে চামড়া সংরক্ষণ করা হয়। কিন্তু কোরবানির ঈদে যে বিপুল সংখ্যক চামড়া হয়, তা সেখানে সংরক্ষণ করা সম্ভব নয়।

ব্যবসায়ীরা জানান, গত বছর সিটি মেয়র সড়কে চামড়া সংরক্ষণের অনুমতি দিয়েছিলেন। চামড়া কিনে সড়কেই সংরক্ষণ করেছিলেন তারা। এবার সিটি মেয়র খুলনায় নেই। কেসিসির সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সড়ক ব্যবহারের অনুমতি পাওয়া যায়নি। 

খুলনা কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুস সালাম ঢালী জানান, শেখপাড়া মোড়ে ১০-১৫টি চামড়ার দোকান ছিল। কোরবানির ঈদ ছাড়াও সারা বছরই বিভিন্ন এলাকা থেকে লোকজন চামড়া নিয়ে এখানে আসতেন। প্রবীণ ব্যবসায়ীরা সবাই মারা গেছেন। ট্যানারি মালিক ও পাইকারি বিক্রেতারা বকেয়া সময়মতো না দেওয়ায় ব্যবসায়ীরা বিকল্প পেশায় ঝুঁকছেন। সবাই দোকান ছেড়ে দিয়েছেন। 

আবদুস সালাম বলেন, অনুমতি না নিয়ে সড়কে চামড়া সংরক্ষণ করলে পুলিশ ঝামেলা করে। এজন্য আগে চামড়া সংরক্ষণের ব্যবস্থা করে পরে কেনার প্রস্তুতি নিতে হবে।

জানা গেছে, দুর্গন্ধের কারণে বাড়ির মালিকরা চামড়া ব্যবসায়ীদের কাছে দোকান ভাড়া দেন না। চামড়া পট্টির আশপাশে জেলা শিল্পকলা একাডেমি, জাতীয় মহিলা সংস্থা, মুক্তিযোদ্ধা পল্লী, কেসিসির গ্যারেজের পক্ষ থেকে বাড়ির মালিক ও ব্যবসায়ীদের চাপ দেওয়া হয়। ফলে ধীরে ধীরে চামড়ার দোকানগুলো বন্ধ হয়ে যায়। 

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সেক্রেটারি সাবেক ছাত্রনেতা শেখ নাসির উদ্দিন বলেন, সরকার চামড়া শিল্পকে গুরুত্ব দিয়ে সিন্ডিকেটমুক্ত ও কার্যকরী ব্যবস্থাপনায় সম্ভাবনাময় খাত হিসেবে তৈরি করতে পারে। কিন্তু সরকারের অব্যবস্থাপনার ফলে চামড়া শিল্প আজ চরম সংকটের মুখে। অবিলম্বে চামড়াসহ দেশি শিল্পখাত রক্ষায় সরকারকে পদক্ষেপ নিতে হবে।

ফুলতলার সুপার ট্যানারির মালিক ফিরোজ ভূঁইয়া বলেন, শুধু খুলনা নয়, সারা দেশের চামড়ার খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা আমার সঙ্গে যোগাযোগ করছেন। সবাইকে আশ্বস্ত করেছি, বাজার দর অনুযায়ী ন্যায্য দাম পাবেন। 

তিনি বলেন, করোনা পরিস্থিতিসহ নানা প্রকৃতিক দুর্যোগের কারণে চামড়ার বাজার মন্দা। ইউরোপে চামড়ার সেরা বাজারও এখন মন্দা। তারপরও চামড়া নষ্ট হতে দেওয়া যাবে না।

/এএম/
সম্পর্কিত
পোস্তায় চামড়া বেশি এলেও মেলেনি সরকার নির্ধারিত দাম
তিন লাখ ১৯ হাজার চামড়া বিক্রির জন্য প্রস্তুত চট্টগ্রামের আড়তদাররা
দেশ থেকে চামড়া পাচারের সুযোগ নেই: বাণিজ্য সচিব
সর্বশেষ খবর
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা