X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সপ্তাহজুড়ে ঈদের ধারাবাহিক

বিনোদন রিপোর্ট
২১ জুলাই ২০২১, ১০:৪১আপডেট : ২১ জুলাই ২০২১, ১৬:৫৮
document

ঈদ বিনোদন-সূচিতে বেশ কয়েক বছর ধরেই ছোট পরিসরের ধারাবাহিক নাটক যুক্ত হয়েছে। ৬ থেকে ৮ পর্বের এই কাজগুলোর জন্য মুখিয়ে থাকেন দর্শকরাও। এই কোরবানির ঈদেও তেমন কিছু সূচি নিয়ে আমাদের এই আয়োজন। একঝলকে দেখতে পারেন কী থাকছে ঈদ ধারাবাহিকে-


এটিএন বাংলা (ঈদের দিন থেকে সাত দিন)

বগা ফান্দে (বিকাল ৫টা ৫০ মিনিট): রচনা ফজলুল হক আকাশ, পরিচালনা সকাল আহমেদ। অভিনয়ে সালাউদ্দিন লাভলু, ঊর্মিলা শ্রাবন্তী কর।

চ্যানেল আই (ঈদের দিন থেকে আট দিন)

খেলা হলো খুলনায় (সন্ধ্যা ৬টা ২০ মিনিট): ফরিদুর রেজা সাগরের উপন্যাস অবলম্বনে। পরিচালনা আফজাল হোসেন। অভিনয়ে আফজাল হোসেন, অর্ষা, সীমান্ত।

একুশে টেলিভিশন (ঈদের দিন থেকে সাত দিন)

থিয়েটার সুপারহিট (দুপুর ১টা ৩০ মিনিট): রচনা বেদুইন হায়দার লিও, পরিচালনা মিজানুল রহমান। অভিনয়ে মাহমুদুর ইসলাম মিঠু, ওবিদ রেহান।

হালকার ওপর ঝাপসা (সন্ধ্যা ৬টা ২০ মিনিট): রচনা আসাদুজ্জামান সোহাগ, পরিচালনা বর্ণনাথ। অভিনয়ে মীর সাব্বির, নাদিয়া।

অফলাইন মামা অনলাইনে (সন্ধ্যা ৭টা ২০ মিনিট): রচনা ও পরিচালনা শওকত আলী রানা। অভিনয়ে সালাউদ্দিন লাভলু, তানিয়া আহমেদ।

ভিডিও জাহাঙ্গীর (রাত ৯টা ২০ মিনিট): রচনা ফরহাদ আলম, পরিচালনা শৌর্ষদীপ্ত সূর্য। অভিনয়ে জাহিদ হাসান, সাজু খাদেম, নাবিলা। 

এনটিভি (ঈদের দিন থেকে সাত দিন)

মেডেল (সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট): রচনা ও পরিচালনা রায়হান খান। অভিনয়ে মোশাররফ করিম, সারিকা, জুঁই করিম।

আরটিভি (ঈদের দিন থেকে সাত দিন)

চান্দের বুড়ি নোয়াখাইল্লা (সন্ধ্যা ৬টা): রচনা ও পরিচালনা অরণ্য আনোয়ার। অভিনয়ে তারিন জাহান, রওনক হাসান, আরফান।

বিগ বস (রাত ১১টা ৫ মিনিট): রচনা বরজাহান হোসেন, পরিচালনা ফরিদুল হাসান। অভিনয়ে জাহিদ হাসান, নাদিয়া।

বাংলাভিশন (ঈদের দিন থেকে সাত দিন)

মোঘল ফ্যামিলি (বিকাল ৪টা ৩০ মিনিট): রচনা বৃন্দাবন দাশ, পরিচালনা দিপু হাজরা। অভিনয়ে চঞ্চল, মৌসুমী হামিদ, খুশি।

দাঁতাল (সন্ধ্যা ৬টা ৫ মিনিট): রচনা ও পরিচালনা আদিবাসী মিজান। অভিনয়ে নাঈম, মারজুক রাসেল, তানহা।

ও পাখি তোর যন্ত্রণা (রাত ৮টা ৪০ মিনিট): রচনা বৃন্দাবন দাশ, পরিচালনা সালাউদ্দিন লাভলু। অভিনয়ে চঞ্চল চৌধুরী, মামুনুর রশিদ, সালাউদ্দিন লাভলু, তানজিকা আমিন।

ফকির মজনু (রাত ৯টা ৫৫ মিনিট): রচনা ও পরিচালনা মাসুদ সেজান। অভিনয়ে চঞ্চল চৌধুরী, সারিকা, শামীমা নাজনীন।

বৈশাখী টেলিভিশন (ঈদের দিন থেকে সাত দিন)

মজনু ভাই জিন্দাবাদ (বিকাল ৫টা ১৫ মিনিট): রচনা আহমেদ ফারুক, পরিচালনা কাজী সাইফ আহমেদ। অভিনয়ে সজল, ঊর্মিলা শ্রাবন্তী কর, ফারুক, ডা. এজাজ।

রূপকথা (সন্ধ্যা ৬টা ১৫ মিনিট): রচনা ও পরিচালনা তারিক মুহম্মদ হাসান। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, তারিন।

কোরবানির বিরাট হাট (সন্ধ্যা ৭টা ৩০ মিনিট): পরিচালনা এস এ হক অলিক। অভিনয়ে মীর সাব্বির, মৌসুমী হামিদ, আজিজুল হাকিম।

বাগানবাড়ি (রাত ৯টা ২০ মিনিট): রচনা জাকির হোসেন উজ্জ্বল, পরিচালনা হানিফ খান ও আহমেদ রোহান খান রুবেল। অভিনয়ে জাহিদ হাসান, জাহিদ হোসেন শোভন, সাজু খাদেম, নাদিয়া নদী।

প্রবাসী টাকার মেশিন (রাত ১০টা ৩০ মিনিট): রচনা ইউসুফ আলী খোকন, পরিচালনা আল হাজেন। অভিনয়ে ফজলুর রহমান বাবু, নাদিয়া আহমেদ, ডা. এজাজ।

চ্যানেল নাইন (ঈদের দিন থেকে ছয় দিন)

আপন সৎভাই  (সন্ধ্যা ৬টা ৩০ মিনিট): পরিচালনা ফিরোজ খান। অভিনয়ে এস এ হক অলিক, সোহেল আরমান, সুমনা সোমা।

তুমি আমার মনের মানুষ (সন্ধ্যা ৭টা): পরিচালনা আসাদুজ্জামান আসাদ। অভিনয়ে সাজু খাদেম, শামীম হাসান।

এটিএস সার্ভিস (সন্ধ্যা ৭টা ৩০ মিনিট): পরিচালনা এস এম রুবেল। অভিনয়ে আ খ ম হাসান, শামীম জামান, আরফান আহমেদ।

কোটি কোটি ভিউ চাই (রাত ১০টা): পরিচালনা অঞ্জন আইচ। অভিনয়ে জাহিদ হাসান, উর্মিলা শ্রাবন্তী কর।

 

দীপ্ত (ঈদের দিন থেকে সাত দিন)

গ্যাংস্টার গণি ভাই (বিকাল ৫টা ৩০ মিনিট): পরিচালনা মোস্তফা মনন ও ফিরোজ কবির ডলার। অভিনয়ে মীর সাব্বির, তানজিকা আমিন।

 

নাগরিক (ঈদের দিন থেকে সাত দিন)

দীপুর সংসার (রাত ১০টা): রচনা সুস্ময় সুমন, পরিচালনা আদিত্য জনি। অভিনয়ে জাহিদ হাসান, মায়মুনা মম।

প্যাচিং ম্যাচিং (রাত ১০টা ৪৫ মিনিট): রচনা মাহবুব হাসান জ্যোতি, পরিচালনা আশরাফী মিঠু। অভিনয়ে শ্যামল মাওলা, সারিকা, নিলয় আলমগীর।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!