X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

তালেবান ‘সমঝোতা’র জন্য প্রস্তুত, বলছে রাশিয়া

বিদেশ ডেস্ক
২১ জুলাই ২০২১, ০২:৩১আপডেট : ২১ জুলাই ২০২১, ১৭:১৩

আফগানিস্তানে সরকারি বাহিনীর বিরুদ্ধে হামলা অব্যাহত থাকলেও তালেবানরা সমঝোতার জন্য প্রস্তুত বলে দাবি করেছে রাশিয়া। মঙ্গলবার আফগানিস্তানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত জামির কাবুলভ এক সংবাদ সম্মেলনে বলেছেন, সশস্ত্র গোষ্ঠীটির বিবৃতি ও পদক্ষেপে প্রতীয়মান হয়েছে তারা রাজনৈতিক সমঝোতার জন্য প্রস্তুত। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

মার্কিন ও বিদেশি সেনা প্রত্যাহার প্রায় চূড়ান্তের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ কাজে লাগাচ্ছে তালেবান। এরইমধ্যে তারা বেশ কয়েকটি জেলা, সীমান্ত ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নিয়েছে। যদিও কাতারের দোহায় আফগান সরকার ও গোষ্ঠীটির মধ্যে শান্তি আলোচনা অব্যাহত রয়েছে।

মঙ্গলবার সাবেক আফগান নেতা হামিদ কারজাইয়ের সঙ্গে এক সংবাদ সম্মেলনে জামির কাবুলভ বলেছেন, সশস্ত্র গোষ্ঠীটি সমঝোতার ব্যাপারে অপর রাজনৈতিক দলের প্রস্তাব বিবেচনার জন্য প্রস্তুত।

তিনি বলেন, গত ২০ বছর বা বেশি সময় ধরে তালেবান নেতৃত্ব নিশ্চিতভাবে যুদ্ধ নিয়ে হতাশ এবং চলমান অচলাবস্থা নিরসনে রাজনৈতিক সমাধান খোঁজার প্রয়োজনীয়তা অনুধাবন করতে পারছে।

রুশ দূত আরও বলেন, কিন্তু  এটিও স্পষ্ট যে তাদের দৃষ্টিভঙ্গির জায়গা থেকে যেকোনও রাজনৈতিক সমঝোতার প্রস্তাব শ্রদ্ধার সঙ্গে তুলে ধরা উচিত।

রবিবার কাতারের দোহায় আফগান সরকার ও তালেবানের আরেক দফা শান্তি আলোচনা কোনও সমাধান ছাড়াই শেষ হওয়ার পর রুশ রাষ্ট্রদূত এ মন্তব্য করলেন। এর আগে আফগানিস্তানে নিযুক্ত এক ডজনের বেশি কূটনৈতিক মিশনের পক্ষ থেকে অবিলম্বে তালেবানের নির্মম সামরিক অভিযান বন্ধের আহ্বান জানানো হয়েছে।

দোহায় শান্তি আলোচনা চলাকালে তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লা আখুন্দজাদা এক বিবৃতিতে বলেছেন, তিনি ‘রাজনৈতিক সমাধানে ভীষণ আগ্রহী’। 

 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ইউক্রেনীয় ড্রোন হামলায় রুশ সাংবাদিক নিহত
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
ইউক্রেনে রুশ বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৮
সর্বশেষ খবর
ইউক্রেনীয় ড্রোন হামলায় রুশ সাংবাদিক নিহত
ইউক্রেনীয় ড্রোন হামলায় রুশ সাংবাদিক নিহত
নীলফামারীতে জামায়াতের সহকারী সেক্রেটারিসহ ৩ জন গ্রেফতার
নীলফামারীতে জামায়াতের সহকারী সেক্রেটারিসহ ৩ জন গ্রেফতার
পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের অগ্রগতি জাতিসংঘে তুলে ধরলো বাংলাদেশ
পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের অগ্রগতি জাতিসংঘে তুলে ধরলো বাংলাদেশ
বার্সার বিদায়ে কান্সেলোর অনাগত সন্তানের মৃত্যু কামনা করেছেন সমর্থকরা!
বার্সার বিদায়ে কান্সেলোর অনাগত সন্তানের মৃত্যু কামনা করেছেন সমর্থকরা!
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি