X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

পেগাসাস কেলেঙ্কারি: ফাঁস হওয়া তথ্যে ম্যাক্রোঁ, ইমরান খান

বিদেশ ডেস্ক
২১ জুলাই ২০২১, ০৫:০৮আপডেট : ২১ জুলাই ২০২১, ০৫:০৮

ইসরায়েলি এনএসও কোম্পানির স্পাইওয়্যার পেগাপাস প্রকল্পের ফাঁস হওয়া ডাটাবেজে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানসহ বেশ কয়েকজন রাষ্ট্রনেতার মোবাইল ফোন নম্বর চিহ্নিত করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে।

২০১৯ সাল থেকে ১৭টি দেশের সংবাদমাধ্যম মিলে ‘দ্য পেগাসাস প্রজেক্ট’ নামের একটি প্ল্যাটফর্ম থেকে ইসরায়েলি স্পাইওয়্যার ব্যবহার করে ফোনে নজরদারির বিষয়ে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। রবিবার এই অনুসন্ধানের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে উঠে এসেছে দুনিয়াজুড়ে নজরদারির শিকার হয়েছেন মানবাধিকার কর্মী, রাজনীতিক, সাংবাদিক, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সদস্যরা। বিশ্বজুড়ে ৫০ হাজার ফোন হ্যাক করে সেগুলোতে নজরদারি চালানোর বিষয়টি। সিএনএন, আল জাজিরা এবং নিউইয়র্ক টাইমসসহ বিভিন্ন সংবাদমাধ্যমের ১৮০ জনেরও বেশি সাংবাদিকের নাম এই তালিকায় রয়েছে।

দ্য গার্ডিয়ান জানায়, ম্যাক্রোঁ ও ইমরান খান ছাড়াও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার নম্বর রয়েছে। এছাড়া এতে আছে ৩৪টি দেশে কূটনীতিক, সামরিক প্রধান ও সিনিয়র রাজনীতিকদের মোবাইল ফোন নম্বর।

গুরুত্বপূর্ণ যেসব রাজনৈতিক নেতা ও কূটনীতিকের নাম উঠে এসেছে

  • সিরিল রামাফোসা, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট, ২০১৯ সালে রুয়ান্ডা কর্তৃক টার্গেট করা হয়েছে বলে তথ্যে উঠে এসেছে।
  • এমানুয়েল ম্যাক্রোঁ, ফ্রান্সের প্রেসিডেন্ট, ২০১৯ সালে মরক্কোর কোনও এক ব্যক্তি তাকে টার্গেট করেছেন। ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, যদি এটি সত্যি তাহলে খুব ভয়াবহ।
  • টেড্রোস আডানম গেব্রিয়াসিস, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান, ২০১৯ সালে মরক্কো থেকে তাকে টার্গেট করা হয়েছে।
  • সাদ হারিরি, লেবাননের সাবেক প্রধানমন্ত্রী, ২০১৮ ও ২০১৯ সালে সংযুক্ত আরব আমিরাত কর্তৃক টার্গেট করা হয়।
  • চার্লস মাইকেল, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট, ২০১৯ সালে বেলজিয়ামের প্রধানমন্ত্রী থাকাকালীন মরক্কো থেকে কোনও ব্যক্তির টার্গেটে পরিণত হন।
  • মরক্কো বাদশাহ মোহাম্মদ ষষ্ঠ, ২০১৯ সালে তার নিজ নিরাপত্তাবাহিনী কর্তৃক টার্গেট হয়েছেন বলে প্রতীয়মান হচ্ছে।
  • সাদেদ্দিন ওথমানি, মরক্কোর প্রধানমন্ত্রী। ২০১৮ ও ২০১৯ সালে তার দেশের ভেতর থেকেই কেউ টার্গেট করে।
  • ইমরান খান, পাকিস্তানের প্রধানমন্ত্রী। ২০১৯ সালে ভারতের কোনও ব্যক্তি দ্বারা টার্গেট হন।
  • ফিলিপ কালডেরন, মেক্সিকোর সাবেক প্রেসিডেন্ট। ২০১৬ ও ২০১৭ সালে তার নম্বর টার্গেট করা হয়।
  • রবার্ট মালেই, মার্কিন-ইরান চুক্তির প্রধান মধ্যস্থত্যকারী ও দীর্ঘ সময়ের দূত। ২০১৯ সালে মরক্কোর কোনও ব্যক্তি তার নম্বর টার্গেট করেন।

দ্য গার্ডিয়ান জানায়, পেগাসাস প্রকল্পের পক্ষ থেকে এই নেতা ও কূটনীতিকদের মোবাইল ফোন পরীক্ষা করা সম্ভব হয়নি। তাই তাদের ফোনে কোনও মেলওয়্যার ইনস্টল করা হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

/এএ/
সম্পর্কিত
রুশ গুপ্তচর সন্দেহে জার্মানিতে গ্রেফতার ২
ইইউ দেশগুলোকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী অস্ত্র পাঠাতে হবে: বোরেল
ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণরোমানিয়াকে তিনটি এফ-১৬ দিচ্ছে নেদারল্যান্ডস
সর্বশেষ খবর
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
দুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টিদুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন