X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কোরবানি দিতে গিয়ে আহতদের ভিড় হাসপাতালে

সাদ্দিফ অভি
২১ জুলাই ২০২১, ১৫:৫০আপডেট : ২১ জুলাই ২০২১, ২০:১০

রাজধানীর লালমাটিয়ায় গরু কোরবানি দিতে গিয়ে আঙুল কেটে ফেলেছেন শহীদ। পরিবার তাকে দ্রুত নিয়ে এসেছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে। তার বাবা জানান, কোরবানির পশু জবাই দেওয়ার সময় আঙুলের ওপর দিয়ে ছুরি অসাবধানতাবশত চলে যায়। এতে প্রচুর রক্তক্ষরণ হয়। কালক্ষেপণ না করে জরুরি বিভাগে নিয়ে এসেছেন তিনি। চিকিৎসকের পরামর্শে আঙুলে কয়েকটি সেলাই দিতে হবে বলেও জানান তিনি।  

পবিত্র ঈদুল আজহায় পশু কোরবানি দিতে গিয়ে আহত হওয়ার ঘটনা পুরনো নয়। প্রায় প্রতিবারই এমন ঘটনা ঘটে। তবে এবার যেন একটু বেশি বলে মনে করেন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা।

আহতদের কারও আঙুলের কিছু অংশ কেটেছে, কারও পায়ের; আবার কারও কারও আঙুল কেটে পড়ে গেছে। আবার গরুর গুঁতায় আহত হয়েও কেউ কেউ এসেছেন চিকিৎসা নিতে। হাসপাতালের জরুরি বিভাগে তাই অন্য রোগীর তুলনায় এই কাটাছেঁড়া রোগীর ভিড় বেশি। এরমধ্যে পুলিশ সদস্যও আছেন। 

মনসুর আলী পেশায় কসাই না হলেও ঈদের দিন মাংস কাটতে গিয়ে তার হাতের কনুইতে কোপ পড়েছে চাপাতির। অনবরত সেখান থেকে রক্ত ঝরছে। শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ক্ষত স্থানে কাপড় পেঁচিয়ে বসে ছিলেন। তারপরও ফোঁটায় ফোঁটায় রক্ত ঝরছে হাসপাতালের মেঝেতে।

আঙুল কেটে একজন হাসপাতালে এসেছেন হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক জানান, ঈদের দিন হলেও রোগীর অনেক চাপ আজকে। কোরবানির সময় এমনটা প্রায়ই হয়। সকাল থেকে অনেক রোগী এসেছেন, যারা কোরবানি দিতে গিয়ে আহত হয়েছেন। কারও হাত, কারও পা কিংবা আঙুল কেটে গেছে। আজকে দুপুর পর্যন্ত যারা এসেছেন চিকিৎসা নিতে তাদের বেশিরভাগই কোরবানি দিতে গিয়ে আহত হয়েছেন।  

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিত্রও ব্যতিক্রম নয়। সেখানে রোগীদের ভিড়। কোরবানি দিতে গিয়ে আহত হওয়া অন্তত শ’খানেক রোগী প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানায় সেখানকার জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক। তাদের মতে, দিন গড়ালে এই সংখ্যা আরও বাড়তে পারে। দুপুর পর্যন্ত গুরুতর আহত কেউ আসেনি বলে জানান চিকিৎসকরা।

ঢামেক পুলিশ ক্যাম্পের (এএসআই) আব্দুল খান জানান, সকাল সাড়ে ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত রাজধানীসহ আশপাশের এলাকা থেকে আনুমানিক শতাধিক লোক কোরবানি দেওয়ার সময় আহত হয়ে ঢামেকে চিকিৎসা নিচ্ছেন। কারও হাত, কারও পা এমনকি কারও শরীরের বিভিন্ন অংশ কেটে যায়। কোরবানি দিতে গিয়ে গরুর শিংয়ের আঘাতে অনেকে আহত হয়ে ঢামেক হাসপাতালে ভিড় করছেন। তবে এখন পর্যন্ত আহত হয়ে যারা আসছেন কেউই গুরুতর নয়।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, কোরবানি দিতে গিয়ে আহত হয়ে প্রতিবছরই অসংখ্য লোক ঢামেকে আসেন, এবারও আসছেন। ঘটনাগুলো পুরোপুরি অসাবধানতার কারণে হচ্ছে।

 

/এসও/আইএ/এমওএফ/
সম্পর্কিত
‘নীরব এলাকা’, তবু হর্নের শব্দে টেকা দায়
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
হজ ব্যবস্থাপনায় বিশৃঙ্খলার শঙ্কা এজেন্সি মালিকদের
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা