X
রবিবার, ২৫ জুলাই ২০২১, ১০ শ্রাবণ ১৪২৮

সেকশনস

বেশিরভাগ কওমি মাদ্রাসা চামড়া সংগ্রহে মাঠে নামেনি

আপডেট : ২১ জুলাই ২০২১, ২০:৫৯

কোরবানির পশুর চামড়া সংগ্রহ ও বিক্রি কওমি মাদ্রাসাগুলোর অন্যতম আয়ের উৎস। মূলত এতিম, দরিদ্র শিক্ষার্থীদের বিভিন্ন খরচ জোগাতে অন্যান্য সাহায্যের পাশাপাশি চামড়া সংগ্রহ করে মাদ্রাসাগুলো। তবে চামড়ার উপযুক্ত দাম না পাওয়া, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সরকারি ঘোষণার কারণে অনেক মাদ্রাসাই এবার চামড়া সংগ্রহে মাঠে নামেনি। বিগত বছরের তুলনায় এবারের ঈদে চামড়া সংগ্রহে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম।

জানা গেছে, গত কয়েক বছর ধরেই কোরবানির পশুর চামড়া সংগ্রহ করে উপযুক্ত দাম না পাওয়ায় চামড়া রাস্তায়, ডাস্টবিন, নদীতে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। কওমি মাদ্রাসাগুলোর চামড়া থেকে আয়ের বদলে চামড়া সংগ্রহে খরচ হয়েছে বেশি। ফলে সংকটের মুখে পড়ে কওমি মাদ্রাসাগুলো। এবার অনেক মাদ্রাসাই চামড়া সংগ্রহ করতে মাঠে নামেনি। অন্যদিকে করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষার লক্ষ্যে ৩১ জুলাই পর্যন্ত কওমি মাদ্রাসাসহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করেছে সরকার। শিক্ষার্থীরা নিজ নিজ বাড়িতে চলে যাওয়ায় অনেক মাদ্রাসা চামড়া সংগ্রহে তাদের মাঠে নামাতে পারেনি।

এ বিষয়ে জানতে চাইলে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ছাত্রদের সঙ্গে যোগাযোগ করে কিছু কিছু মাদ্রাসা অল্প মানুষ দিয়ে চামড়া সংগ্রহের চেষ্টা করেছে। চামড়ার দাম কমে যাওয়ায় বিগত বছরে অনেক মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে এবার অনেকে  চামড়া সংগ্রহ করছে না।

মিরপুর, আজিমপুর, কলাবাগান, চৌধুরীবাজার, নিউ পল্টন লাইন এলাকা ঘুরে অল্প সংখ্যক মাদ্রাসা ছাত্রকে চামড়া সংগ্রহ করতে দেখা গেছে। মাদ্রাসা ছাত্রদের চেয়ে শিক্ষক ও কর্মচারীদের উপস্থিতি ছিল বেশি। একটি কওমি মাদ্রাসার মেশকাত জামাতের ছাত্র আবরার বলেন, ‘এবার কোরবানির ঈদে মাদ্রাসা বন্ধ। তবে  সিনিয়র ক্লাসের কিছু ছাত্র মাদ্রাসায় ছিলেন, তবে  আগের তুলনায় অনেক কম। তাদের কেউ কেউ চামড়া সংগ্রহে গিয়েছেন।

গত বছর ৮ মার্চ দেশে করোনা রোগী শনাক্ত হলে ১৭ মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার।  দফায় দফায় ছুটি বাড়িয়ে আগামী ৩১ জুলাই পর্যন্ত করা হয়। তবে মাঝে  কওমি মাদ্রাসাগুলো খোলার অনুমতি দিয়েছিল সরকার। যদিও পরবর্তীকালে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আবার বন্ধের নির্দেশ দেয় সরকার। বেশিরভাগ মাদ্রাসা বন্ধ থাকায় চামড়া সংগ্রহের জনবল না থাকায় অনেকে এবার বিরতি দিয়েছে চামড়া সংগ্রহে।

কওমি মাদ্রাসাগুলোর সূত্র জানায়, কওমি মাদ্রাসা পরিচালিত হয় দান-অনুদানে। জাকাত, চামড়ার টাকা ব্যবহার করা হয়  এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের ব্যয় বহন করতে। আর এই শিক্ষার্থীদের থাকা, খাওয়া ও পড়ানোর খরচ নেয় না মাদ্রাসাগুলো। চামড়ার আয় থেকে কোনও কোনও মাদ্রাসা ৬ মাস পর্যন্ত এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের ব্যয় বহন করতে পারে।

আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, এবার তো মাদ্রাসায় শিক্ষার্থী নেই। এখন মাদ্রাসা কর্তৃপক্ষ সক্ষমতা অনুযায়ী চেষ্টা করছে। অনেক মাদ্রাসায় এলাকাবাসী নিজ উদ্যোগে চামড়া দিয়ে যায়।

/সিএ/এমএস/এমওএফ/

সম্পর্কিত

আজকেই কোরবানি শেষ করুন, অনুরোধ দক্ষিণের মেয়রের

আজকেই কোরবানি শেষ করুন, অনুরোধ দক্ষিণের মেয়রের

সায়েন্সল্যাব এলাকা থেকে কাঁচা চামড়ার হাট উচ্ছেদ

সায়েন্সল্যাব এলাকা থেকে কাঁচা চামড়ার হাট উচ্ছেদ

চাটাই-কাঠের গুঁড়ির বাজার মন্দা

চাটাই-কাঠের গুঁড়ির বাজার মন্দা

তিন দিনে ঢাকার বাইরে গেছে ২৬ লাখ মোবাইল সিম

তিন দিনে ঢাকার বাইরে গেছে ২৬ লাখ মোবাইল সিম

ধান বেচে ১৯৮টি আবেদন করেছিলেন মনিরুল

আপডেট : ২৫ জুলাই ২০২১, ১৪:৫৬

স্বপ্ন ছিল শিক্ষক হবেন। স্বপ্ন পূরণে করতে হবে আবেদন। আর প্রতিবার আবেদনে খরচ প্রায় ১৫০ টাকা। আয় নেই, তাই বিক্রি শুরু করেন ধান। আর ধান বেচেই ১৯৮টি আবেদন করেন মনিরুল। কিন্তু বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) তৃতীয় নিয়োগ চক্রে সুপারিশ মেলেনি তার।

রাজধানীর যাত্রাবাড়ীর সামিয়া ভরসীরও স্বপ্ন পূরণ হয়নি। অভাবের সংসারে টাকা খরচ করে ১৮বার আবেদন করেও সুপারিশ না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।

জয়পুরহাটের আজমান আদিল তাসহান বাংলা ট্রিবিউনকে জানান, ‘গণিতে ৬৪ নম্বর নিয়ে নারী কোটায় ৪০টি আবেদন করেও সুপারিশ পাননি। বিধবা হিসেবে নিজেকে পরিচয় দিয়ে তিনি বলেন, ‘সহকারী শিক্ষক পদেও ৯০টি আবেদন করে সুপারিশ মেলেনি।’

পাবনার ঈশ্বরদীর মোছা. কানিজ ফাতেমা বলেন, ‘ইহিতাসে ৫৭ নম্বর নিয়ে প্রভাষক পদে ১৩টি এবং সহকারী শিক্ষক পদে ২৭টি আবেদন করেছিলাম নারী কোটায়। কিন্তু সুপারিশ পাইনি।’

শিক্ষক নিয়োগ আবেদনের এমন ঘটনা শুধু এ কয়জনের নয়। শত শত প্রার্থী বাংলা ট্রিবিউনকে অভিযোগ করেন, ‘ডজনখানেক আবেদন করেও শিক্ষক নিয়োগের সুপারিশ পাননি তারা। অথচ তাদের চেয়েও কম নম্বর পাওয়া অনেকে সুপারিশ পেয়েছেন।’

এনটিআরসিএ বলছে, ‘নারী কোটায় প্রার্থী না পাওয়ায় ৬ হাজার ৭৭৭ জন এবং আবেদন না পাওয়ায় ৮ হাজার ৪৪৮ জনকে সুপারিশ করা হয়নি। পরে এসকল পদে বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগের সুপারিশ করা হবে।’

সুপারিশ-বঞ্চিত মনিরুল ইসলাম জানান, ‘ঘরের সব ধান বিক্রি করে ১৯৮টি আবেদন করেছি। ঘরে আর ধান নেই। আজ শুক্রবার (২৩ জুলাই) দিনটা পার হয়েছে। কাল শনিবার (২৪ জুলাই) রান্না করার চাল নেই। চাল কেনার টাকাও নেই। ধানগুলো থাকলে সংসারটা চলতো। এখন কী করবো? চাকরি তো পেলাম না।’

মনিরুল জানান, সমাজবিজ্ঞান বিষয়ে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ছিল ৫২। অনেকে আরও কম নম্বরে চাকরি পেলেও তার সুযোগ হয়নি।

সামিয়া ভরসী দেশের ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদন করেও নিয়োগের সুপারিশ পাননি সামিয়া ভরসী। কী কারণে পাননি তা বোধগম্য নয় বলে জানান তিনি।

পঞ্চম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় সামিয়া উত্তীর্ণ হয়েছেন ২০০৯ সালে। শিক্ষকতা করতে অপেক্ষা করেছেন ১২ বছর। আর অপেক্ষার ধৈর্য নেই তার।

সামিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘২০১৮ সালে প্রথম বুঝতে না পেরে শুধু একটি কলেজে আবেদন করেছিলাম। কিন্তু ওই কলেজের বিপরীতে অনেক প্রার্থীর আবেদন থাকায় সুপারিশ পাইনি।’

কর্তৃপক্ষ (এনটিআরসিএ) যথাসময়ে নিয়োগের জন্য গণবিজ্ঞপ্তি জারি না করায় তার বয়স ৩৫ পেরিয়ে যায়। ফলে বিগত সময় আর নিয়োগের আবেদন করতে পারেননি।  প্রথম থেকে ১২তম নিবন্ধনধারীরা আদালতে মামলা করায় তৃতীয় নিয়োগ চক্রে আবেদনের সুযোগ পেয়েছিলাম। কিন্তু এবারও সুপারিশ পেলাম না।’

গণিতে ৬২ নম্বর পেয়ে ২২টি আবেদন করেও রংপুরের সোলাইমান আলী প্রভাষক পদে নিয়োগের সুপারিশ পাননি। খুলনার ডুমুরিয়া উপজেলার কমলেশ মণ্ডল সামাজিক বিজ্ঞানে ৭২ নম্বর নিয়ে ২০টি আবেদন করেছিলেন। তিনিও সুপারিশ পাননি বলে জানান। চট্টগ্রামের আলাউদ্দিন ফিন্যান্সে ৬০ নম্বর নিয়ে আবেদন করেছিলেন। মেধা তালিকায় তার সিরিয়াল ছিল ৮৯১। কিন্তু শিক্ষক হওয়া হলো না তারও।

চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার জয়নুল আবেদীন ব্যবস্থাপনায় ৬১ নম্বর নিয়ে আবেদন করেছিলেন। কিন্তু কোনও কলেজে তাকে সুপারিশ করা হয়নি।

সেলিনা বেগম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সামাজিক বিজ্ঞানে ৫২ নম্বর নিয়ে ৯৫টি আবেদন করেছিলাম। নারী কোটায় ৪৫টি আবেদন ছিল। কোনোটাতেই সুপারিশ মেলেনি।’

অনেকে নিয়োগের সুপারিশ পেয়েছেন শূন্য পদ নেই এমন প্রতিষ্ঠানে। ইশারত আলী ৬৮টি আবেদন করে পাবনার আটঘরি উপজেলার পারখিদিরপুর সেকেন্ডারি স্কুলে ভৌত বিজ্ঞানের নিয়োগের সুপারিশ পেয়েছেন ঠিকই, তবে শূন্য পদ বিদ্যালয়টিতে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১৫ জুলাই ৫১ হাজার ৭৬১ পদে নিয়োগের সুপারিশের জন্য তৃতীয় নিয়োগ চক্রের ফল প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। কিন্তু নিয়োগের সুপারিশ করেছে ৩৮ হাজার ২৮৬ জনকে। ১৫ হাজার ৩২৫ জনকে সুপারিশ করতে পারেনি এনটিআরসিএ।  কারণ হিসেবে এনটিআরসিএ শিক্ষা মন্ত্রণালয়কে জানায়, নারী কোটায় প্রার্থী না পাওয়ায় ৬ হাজার ৭৭৭ জন এবং আবেদন না পাওয়ায় ৮ হাজার ৪৪৮ জনকে সুপারিশ করা হয়নি। পরে এসব পদে বিজ্ঞপ্তি দিয়ে সুপারিশ করা হবে।’

প্রায় সব আবেদনকারীদের বক্তব্য হলো, ‘প্রতিটি আবেদনের বিপরীতে লাগে ১০০ টাকা। আবেদন করতে খরচ ৫০ টাকা। আবারও প্রত্যেক প্রার্থীকে কয়েক ডজন করে আবেদন করতে হবে? একটি পদের জন্য কেন এতবার আবেদন করতে হবে? এনটিআরসিএ কি আবেদনের অর্থ দিয়ে ব্যবসা করবে?’

এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএ চেয়ারম্যান মো. এনামুল কাদের খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তথ্যটি সম্পূর্ণ ভুল।’

/এফএ/

সম্পর্কিত

জাতীয় বায়োটেকনোলজি কুইজ প্রতিযোগিতার উদ্বোধন

জাতীয় বায়োটেকনোলজি কুইজ প্রতিযোগিতার উদ্বোধন

বাসাবাড়িতে চুরি করতে গৃহকর্মী নিয়োগ!

বাসাবাড়িতে চুরি করতে গৃহকর্মী নিয়োগ!

রামপুরায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

রামপুরায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মতিঝিলে গাড়ির গ্যারেজে আগুন

মতিঝিলে গাড়ির গ্যারেজে আগুন

জাতীয় বায়োটেকনোলজি কুইজ প্রতিযোগিতার উদ্বোধন

আপডেট : ২৫ জুলাই ২০২১, ১৪:৪৫

দেশে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বেসরকারি উদ্যোগে ‘জাতীয় বায়োটেকনোলজি কুইজ চ্যালেঞ্জ ২০২১’। শিক্ষার্থীদের মাঝে জীবপ্রযুক্তি বিষয়ে দক্ষতা ও জনপ্রিয় করার লক্ষ্যে এই আয়োজন করেছে জীবপ্রযুক্তিবিদদের সংগঠন গ্লোবাল নেটওয়ার্ক অব বাংলাদেশি বায়টেকনোলজিস্টস (জিএনওবিবি)।

রবিবার (২৫ জুলাই) সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আয়োজকরা জানান, দেশের ৪১টি বিশ্ববিদ্যালয়ের ১৭২টি দল অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়। প্রতিযোগিতার প্রাথমিক বাছাই পর্ব উদ্বোধন করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও আইসিডিডিআর-বি’র বিজ্ঞানী ড. আসাদুল গনি।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘দেশের উন্নয়ন ও অগ্রগতির পথে জীবপ্রযুক্তি অত্যন্ত গুরত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তরুণদের জ্ঞান যাচাই ও বিষয়ভিত্তিক দক্ষতা অর্জনের লক্ষ্যেই এই প্রতিযোগিতার আয়োজন।’

এতে আরও বক্তব্য রাখেন— প্রতিযোগিতার আহ্বায়ক ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম। প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন— ইন্ডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সাবরিনা মরিয়ম ইলিয়াস ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নূরনবী আজাদ জুয়েল। উদ্বোধনী পর্ব পরিচালনায় ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আদনান মান্নান।

প্রথম ধাপে ঢাকা মহানগর, ঢাকা ও ময়মনসিংহ, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও নোয়াখালী, রাজশাহী ও উত্তরবঙ্গ— এই ছয়টি অঞ্চলে বিভক্ত হয়ে আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়। আঞ্চলিক পর্বে বিজয়ী হয় ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রতিযোগিতার সার্বিক সহযোগিতায় রয়েছে নেটওয়ার্ক অব ইয়ং বায়টেকনোলজিস্টস অব বাংলাদেশ। প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে ২৬ ও ২৭শে জুলাই এবং প্রতিযোগিতা চলবে আগামী ১ আগস্ট পর্যন্ত। প্রতিটি পর্ব ফেসবুক লাইভে সরাসরি সম্প্রচারিত হবে গ্লোবাল নেটওয়ার্ক অব বাংলাদেশি বায়টেকনোলজিস্টস-এর ফেসবুক পেজ থেকে।

প্রতিযোগিতায় কমিউনিটি পার্টনার হিসেবে আছে ঢাকা ইউনিভার্সিটি সায়েন্স সোসাইটি, চিটাগাং ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডিস সোসাইটি, আইইউবি লাইফ সায়েন্স ক্লাব, খুলনা ইউনিভার্সিটি হেলিক্স, মাওলানা ভাসানি বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাব, ইউএসটিসি বিবিটেক সায়েন্স ক্লাব, নোবিপ্রবি সায়েন্স ক্লাব, বমেশুপ্রবি সায়েন্স ক্লাব।

 

/এসও/এপিএইচ/

সম্পর্কিত

ধান বেচে ১৯৮টি আবেদন করেছিলেন মনিরুল

ধান বেচে ১৯৮টি আবেদন করেছিলেন মনিরুল

বাসাবাড়িতে চুরি করতে গৃহকর্মী নিয়োগ!

বাসাবাড়িতে চুরি করতে গৃহকর্মী নিয়োগ!

রামপুরায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

রামপুরায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মতিঝিলে গাড়ির গ্যারেজে আগুন

মতিঝিলে গাড়ির গ্যারেজে আগুন

বাসাবাড়িতে চুরি করতে গৃহকর্মী নিয়োগ!

আপডেট : ২৫ জুলাই ২০২১, ১৪:৩১

রাজধানীর বিভিন্ন বাসাবাড়িতে চুরির জন্য টার্গেট করে গৃহকর্মী সরবরাহ করে থাকে একটি চক্র। চক্রটির সরবরাহকৃত গৃহকর্মী নিয়োগের কয়েকদিনের মাথায় পরিকল্পনা অনুযায়ী, তারা ওইসব বাসায় চুরি করে এবং পালিয়ে যায়।

এমনই একটি  চক্রের সদস্যদের গ্রেফতারের পর রবিবার (২৫ জুলাই) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে যুগ্ম কমিশনার (ডিবি) মাহবুবুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

গত শুক্রবার (২৩ জুলাই) রামপুরার হাইস্কুল গলির একটি বাসা থেকে সোনার চেইন, চুড়ি, আংটিসহ নগদ কিছু টাকা চুরি হয়। এই ঘটনার পরদিন গৃহকর্তা রামপুরা থানায় একটি মামলা করেন।মামলাটির ছায়া তদন্ত শুরু করে গোয়েন্দা রমনা বিভাগ। বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে স্বল্প সময়ের মধ্যে ডিবি রমনা বিভাগের ‘অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম’ কুমিল্লার লাকসাম থেকে গৃহকর্মী নুপুর আক্তারকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে  চুরি হওয়া ১টি সোনার চুড়ি, একটি সোনার আংটি ও নগদ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

উদ্ধার করা টাকা ও স্বর্ণালংকার মাহবুবুল আলম বলেন, ‘একটি অসাধু চক্র ঢাকা শহরের বিভিন্ন বাসাবাড়িতে গৃহকর্মীর ছদ্মবেশে তাদের লোকদের নিয়োগ করে। পরে সুযোগ বুঝে তাদের পাঠানো গৃহকর্মী ওই বাসার স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। এ চক্রের অপর সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।’

যুগ্ম কমিশনার  মাহবুব আলম  আরও  বলেন, গৃহকর্মীদের কাজে নিয়োগের আগে তার জাতীয় পরিচয়পত্র সংগ্রহ,বাড়ির ঠিকানা নিশ্চিত হতে হবে।’

প্রয়োজনে থানা পুলিশের সহায়তা নেওয়া এবং তার তথ্য পুলিশের সিআইএমএস-এ অন্তর্ভুক্তির জন্য সম্মানিত মহানগরবাসীকে অনুরোধ করেন গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।

/এআরআর/এপিএইচ/

সম্পর্কিত

ধান বেচে ১৯৮টি আবেদন করেছিলেন মনিরুল

ধান বেচে ১৯৮টি আবেদন করেছিলেন মনিরুল

জাতীয় বায়োটেকনোলজি কুইজ প্রতিযোগিতার উদ্বোধন

জাতীয় বায়োটেকনোলজি কুইজ প্রতিযোগিতার উদ্বোধন

রামপুরায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

রামপুরায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

মতিঝিলে গাড়ির গ্যারেজে আগুন

মতিঝিলে গাড়ির গ্যারেজে আগুন

সাগরে লঘুচাপ, কোথাও কোথাও ভারী বৃষ্টির শঙ্কা

আপডেট : ২৫ জুলাই ২০২১, ১২:৪২

মৌসুমি বায়ুর পাশাপাশি সাগরে সুস্পষ্ট লঘুচাপ থাকায় এর প্রভাবে আগামী কয়েকদিন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে দেশের  দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদফতর। এজন্য নদী বন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

রবিবার (২৫ জুলাই) আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন,  সাগরে  থাকা সুস্পষ্ট লঘুচাপের  প্রভাবে দেশের অনেক এলাকায় বিশেষ করে দক্ষিণ-পশ্চিম দিকে ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে। এজন্য নদীতে সতর্ক সংকেত রাখা হয়েছে। তবে লঘুচাপটি পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থান করায় আপাতত সমুদ্র বন্দরে দেওয়া সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, উত্তর-পশ্চিম  বঙ্গোপসাগর এবং উত্তর উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঝাড়খণ্ড, উত্তর ছত্রিশগড় এবং উড়িষ্যা উপকূলে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা,  উত্তর প্রদেশ, সুস্পষ্ট লঘুচাপের কেন্দ্রস্থল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় এবং অন্য এলাকার উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজ করছে।

মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায়,  ঢাকা ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় এবং সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের দক্ষিণাঞ্চলে  ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদফতর জানায়, বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্র বন্দরে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার কোনও সম্ভাবনা নেই। তাই চট্টগ্রাম,  কক্সবাজার,  মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

এদিকে, নদী বন্দরগুলোর জন্য এক সতর্কবার্তায় বলা হয়,  ঢাকা, ফরিদপুর, মাদারীপুর,  খুলনা,  বরিশাল, পটুয়াখালী,  নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ,  সিলেট  ও  কক্সবাজার অঞ্চলগুলোর উপর দিকে দক্ষিণ-দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এজন্য এসব এলাকার বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

/এসএনএস/এমএস/

সম্পর্কিত

সাগরে লঘুচাপ, ঢাকাসহ দক্ষিণে বৃষ্টি বাড়বে

সাগরে লঘুচাপ, ঢাকাসহ দক্ষিণে বৃষ্টি বাড়বে

ঢাকাসহ সারাদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে

ঢাকাসহ সারাদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে

বৃষ্টিপাত কমেছে, তবে নদী বন্দরে থাকছে ১ নম্বর সংকেত

বৃষ্টিপাত কমেছে, তবে নদী বন্দরে থাকছে ১ নম্বর সংকেত

রামপুরায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ২৫ জুলাই ২০২১, ১২:২৬

রাজধানীর রামপুরার একটি বাসার দরজা ভেঙে আল মামুন (২৭) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি একটি কনসালটেন্টি ফার্মে চাকরি করতেন।

রবিবার (২৫ জুলাই) সকালে রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হক জিহান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, পূর্ব রামপুরার ২৬৯/১ নম্বর বাসা থেকে ওই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বাসার সিলিং ফ্যানের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় ছিল।

শনিবার (২৪ জুলাই) রাতের কোনও একসময় তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। 

বাসার মালিকের বরাত দিয়ে এসআই কামরুল হক জিহান বলেন, মামুন তার কয়েকজন বন্ধুসহ ওই বাসায় ভাড়া থাকতেন। ঈদের ছুটিতে সবাই বাড়িতে চলে গেলে তিনি একাই বাসায় থেকে যান। রাতে একাধিকবার ডাকাডাকি করেও কোনও সাড়া শব্দ না পেয়ে আশপাশের লোকজন ডেকে পুলিশে খবর দেন বাড়ির মালিক। পরে পুলিশ গিয়ে তার মৃতদেহ উদ্ধার করে।

পরে রাত পৌনে ১টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ময়নাতদন্ত রিপোর্ট পেলে এবং তদন্ত সাপেক্ষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। তিনি আরও জানান, নিহত মামুন সাতক্ষীরা কলারোয়া থানার গোয়ালপাড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে।

/এআরআর/ ইউএস/

সম্পর্কিত

ধান বেচে ১৯৮টি আবেদন করেছিলেন মনিরুল

ধান বেচে ১৯৮টি আবেদন করেছিলেন মনিরুল

জাতীয় বায়োটেকনোলজি কুইজ প্রতিযোগিতার উদ্বোধন

জাতীয় বায়োটেকনোলজি কুইজ প্রতিযোগিতার উদ্বোধন

বাসাবাড়িতে চুরি করতে গৃহকর্মী নিয়োগ!

বাসাবাড়িতে চুরি করতে গৃহকর্মী নিয়োগ!

মতিঝিলে গাড়ির গ্যারেজে আগুন

মতিঝিলে গাড়ির গ্যারেজে আগুন

সর্বশেষ

করোনায় কর্মহীনদের পরিবারে চাপা হাহাকার: জিএম কাদের

করোনায় কর্মহীনদের পরিবারে চাপা হাহাকার: জিএম কাদের

ঘাটে ঢাকামুখী যাত্রীর চাপ

ঘাটে ঢাকামুখী যাত্রীর চাপ

মৃত্যু ও সংক্রমণে এগিয়ে ঢাকা: স্বাস্থ্য অধিদফতর

মৃত্যু ও সংক্রমণে এগিয়ে ঢাকা: স্বাস্থ্য অধিদফতর

মেয়েদের এক নম্বরের বিদায়

টোকিও অলিম্পিকমেয়েদের এক নম্বরের বিদায়

টেস্ট করাতে হাসপাতালে রোগীর চাপ 

টেস্ট করাতে হাসপাতালে রোগীর চাপ 

ধান বেচে ১৯৮টি আবেদন করেছিলেন মনিরুল

ধান বেচে ১৯৮টি আবেদন করেছিলেন মনিরুল

লকডাউনেও নৌ পথে ডিজে পার্টি

লকডাউনেও নৌ পথে ডিজে পার্টি

জাতীয় বায়োটেকনোলজি কুইজ প্রতিযোগিতার উদ্বোধন

জাতীয় বায়োটেকনোলজি কুইজ প্রতিযোগিতার উদ্বোধন

দাঁড়াতে পারছেন না শুভ, বিছানায় এক সপ্তাহ

দাঁড়াতে পারছেন না শুভ, বিছানায় এক সপ্তাহ

বাসাবাড়িতে চুরি করতে গৃহকর্মী নিয়োগ!

বাসাবাড়িতে চুরি করতে গৃহকর্মী নিয়োগ!

হেলেনা জাহাঙ্গীরকে আমি নেতা বানাইনি: চুমকি

হেলেনা জাহাঙ্গীরকে আমি নেতা বানাইনি: চুমকি

খুলনা বিভাগে বেড়েছে শনাক্ত ও মৃত্যু

খুলনা বিভাগে বেড়েছে শনাক্ত ও মৃত্যু

সর্বশেষসর্বাধিক

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ

আজকেই কোরবানি শেষ করুন, অনুরোধ দক্ষিণের মেয়রের

আজকেই কোরবানি শেষ করুন, অনুরোধ দক্ষিণের মেয়রের

সায়েন্সল্যাব এলাকা থেকে কাঁচা চামড়ার হাট উচ্ছেদ

সায়েন্সল্যাব এলাকা থেকে কাঁচা চামড়ার হাট উচ্ছেদ

চাটাই-কাঠের গুঁড়ির বাজার মন্দা

চাটাই-কাঠের গুঁড়ির বাজার মন্দা

তিন দিনে ঢাকার বাইরে গেছে ২৬ লাখ মোবাইল সিম

তিন দিনে ঢাকার বাইরে গেছে ২৬ লাখ মোবাইল সিম

রাহমানিয়া মাদ্রাসা ছাড়লো মাহফুজুল-মামুনুল পরিবার 

রাহমানিয়া মাদ্রাসা ছাড়লো মাহফুজুল-মামুনুল পরিবার 

সড়ক জনাকীর্ণ, হাসপাতালে করোনা রোগীর ভিড়

সড়ক জনাকীর্ণ, হাসপাতালে করোনা রোগীর ভিড়

দূরপাল্লার বাস কম, কাউন্টারে যাত্রীর ভিড়

দূরপাল্লার বাস কম, কাউন্টারে যাত্রীর ভিড়

সবকিছু যেন স্বাভাবিক!

সবকিছু যেন স্বাভাবিক!

আজ থেকে ৮ দিন খোলা থাকবে দোকানপাট ও গণপরিবহন

আজ থেকে ৮ দিন খোলা থাকবে দোকানপাট ও গণপরিবহন

ঈদুল আজহার তারিখ জানা যাবে আজ সন্ধ্যায়

ঈদুল আজহার তারিখ জানা যাবে আজ সন্ধ্যায়

© 2021 Bangla Tribune