X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

অনুমতি ছাড়া ৬ স্কুল স্থানান্তর, উপজেলা শিক্ষা অফিসারকে শোকজ

এস এম আববাস
২১ জুলাই ২০২১, ২০:৩৫আপডেট : ২১ জুলাই ২০২১, ২০:৩৫

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ছয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থানান্তর করা হয়েছে। বিদ্যালয়গুলোর নকশা পরিবর্তনের ক্ষেত্রেও অনুমোদন নেওয়া হয়নি। এই ঘটনায় কলাপাড়া উপজেলা শিক্ষা অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

বরিশাল বিভাগীয় উপপরিচালককে ওই শিক্ষা অফিসারের কাছে ব্যাখ্যা চাইতে বলা হয়েছে। এ ছাড়া বিদ্যালয় স্থানান্তরের যৌক্তিকতা তুলে ধরে সাত দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নিয়ম হলো, কোনও বিদ্যালয় যদি স্থানান্তর করতে হয়, অধিদফতরের অনুমোদন নিতে হবে। কোনও ক্ষেত্রে মন্ত্রণালয়েরও অনুমোদন নিতে হয়। কিন্তু আমাদের জানানো হয়নি। এ জন্য সংশ্লিষ্টদের শোকজ করা হয়েছে। আমরা তো স্থানান্তরে বাধা দেবো না। কিন্তু অনুমোদন নিতেই হবে। এখন সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো। তাদের ছেড়ে দিলে স্থানীয়ভাবে এমন আরও সিদ্ধান্ত নেওয়া শুরু হবে।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পায়রা বন্দর কর্তৃপক্ষের জমি অধিগ্রহণের কারণে প্রকল্প এলাকা থেকে দুটি ইউনিয়নের ছয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয় অন্যত্র স্থানান্তর করার প্রয়োজন হয়। বিদ্যালয় ছয়টি সরিয়ে নেওয়ার আগে প্রকল্প এলাকা থেকে অধিবাসীদেরও স্থানান্তর করা হয়েছে। যেসব এলাকায় স্থানীয় অধিবাসীদের সরিয়ে নেওয়া হয়েছে সেই এলাকাতেই বিদ্যালয়গুলো নেওয়া হয়েছে। কিন্তু এ কাজে প্রাথমিক শিক্ষা অধিদফতরের অনুমোদন নেওয়া হয়নি।

বিদ্যালয় স্থানান্তরের চূড়ান্ত অনুমোদন নিশ্চিত করতে সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠায়। এতে স্থানান্তরের বিষয়টি জানতে পারে মন্ত্রণালয় এবং অধিদফতর। এ ঘটনায় গত জুনের মাসিক সমন্বয় সভায় উপজেলা শিক্ষা অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা শিক্ষা অফিসারের দায়িত্বে থাকা সহকারী জেলা শিক্ষা অফিসার মিজানুর রহমান বলেন, ‘পায়রা বন্দরের জন্য জমি অধিগ্রহণ করতে গিয়ে দুই ইউনিয়নের ছয়টি বিদ্যালয় স্থানান্তর করা জরুরি ছিল। এটি প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প। জমি অধিগ্রহণ করতে গিয়ে বিদ্যালয়গুলো এলাকার মানুষদের কাছাকাছি স্থানে নেওয়া হয়েছে। উপজেলা শিক্ষা অফিসার প্রক্রিয়ায় ভুল করেছেন। সরেজমিন তদন্ত হলে এ নিয়ে সমস্যা হবে না।’

/এফএ/
সম্পর্কিত
অনলাইনে প্রাথমিক শিক্ষক বদলি কার্যক্রম শুরু
শিগগিরই প্রাথমিক শিক্ষক অনলাইন বদলি আবেদন শুরু
আগামী রমজানে ছুটি আরও কমতে পারে
সর্বশেষ খবর
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা