X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

‘২০০ টাকায় কেনা চামড়ার দাম ২০০, বাড়ি যামু কী নিয়া’

সালেহ টিটু, বরিশাল
২১ জুলাই ২০২১, ২৩:২০আপডেট : ২১ জুলাই ২০২১, ২৩:২০

গত কয়েক বছর ধরে কোরবানির পশুর চামড়ার দাম কম থাকায় বেশিরভাগ মানুষ কোরবানির পশুর চামড়া বিক্রি না করে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনকে দান করে দেন। ওইসব চামড়া বিক্রির থেকে আসা অর্থ প্রতিষ্ঠানগুলো উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডে ব্যয় করে। একই অবস্থা বরিশালেও। তবে এবার নগরীর পদ্মাবতী পাইকারি বাজারে দান হিসেবে পাওয়া চামড়া বিক্রি করতে গিয়ে আশানুরূপ দাম পাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। অভিযোগ রয়েছে পাইকারি বাজার তিন থেকে চার জন ব্যবসায়ীর দখলে, তাই ইচ্ছামতো দর নির্ধারণ করছেন তারা। এ অবস্থায় ব্যবসায়ীদের বেধে দেওয়া দামেই বিক্রি করতে বাধ্য হচ্ছেন চামড়া সংগ্রহকারীরা। তবে গত বছর লোকসানের পর এবার আর মৌসুমি ব্যবসায়ীদের তেমন দেখা মেলেনি।

জানা যায়, গেল বছরের চামড়ার ধকল রয়ে গেছে এ বছরও। এর ওপর করোনার কারণে অনেকেই কোরবানি না দেওয়ায়  হ্রাস পেয়েছে পশুর সংখ্যা। এ অবস্তাতেও চামড়ার দাম না থাকায় বেশিরভাগ মানুষ বিনামূল্যে মাদ্রাসা থেকে শুরু কলে লিল্লাহ বোর্ডিং এবং দরিদ্রদের মধ্যে চামড়া দান করে দেন। সেই চামড়ার পাইকারি বাজারে দাম মিলছে দুই থেকে তিনশ’ টাকা। এক্ষেত্রে কেউ কেউ ২০ থেকে ৫০ টাকা চেয়ে নিচ্ছেন। 

পদ্মাবতীতে চামড়া বিক্রি করতে আসা রিকশাচালক মো. ইব্রাহীম বলেন, ‘পরিচিত এক ব্যক্তি কোরবানির পশুর চামড়া দিয়েছিলেন। সেই চামড়া নিয়ে এসেছিলাম পদ্মাবতীতে। আসার পর ব্যবসায়ীরাও দাম বলছে দুইশ’ টাকা। অথচ বড় গরুর চামড়া দান পাওয়ার পর খুশি হয়েছিলাম। কিন্তু বিক্রি করতে এসে মনটাই ভেঙে গেছে। বহু অনুনয় বিনয়ের পর চামড়ার দাম হিসেবে তিনশ’ টাকা পেয়েছি।’ 

আক্ষেপ নিয়ে ইব্রাহীম বলেন, চামড়া পেয়ে খুশি হয়েছিলাম। তবে মোকামে এসে বুঝলাম এরচেয়ে স্যারের কাছে বকশিস চাইলে পাঁচশ’ টাকা পাওয়া যেতো। 

নাম প্রকাশ না করা শর্তে কওমি মাদ্রাসার এক শিক্ষক বলেন, গত বছর চামড়া নিয়ে কী অবস্থা হয়েছে, আপনারা ভালো জানেন। এবছর তার চেয়েও ভয়াবহ অবস্থা। চামড়া কেনার চেয়ে বেশিরভাগ মানুষ দান করে দিয়েছেন। কারণ তারা জানেন বাজারে চামড়ার দাম নেই। সেই চামড়া নিয়ে পদ্মাবতী মোকামে এসেছিলাম বিক্রির জন্য। এক ঘণ্টা ধরে দুই জন পাইকারের সঙ্গে কথা বলেছি। তাদের কথা অনুযায়ী প্রতি চামড়া দুই থেকে তিনশ’ টাকা দরে বিক্রি করতে হবে। এক্ষেত্রে আমাদের কোনও কথাই তারা শুনছেন না।  

‘২০০ টাকায় কেনা চামড়ার দাম ২০০, বাড়ি যামু কী নিয়া’ পদ্মাবতী এলাকায় বস্তায় গরুর চামড়া নিয়ে এদিক-ওদিক ছোটাছুটি করা এক ব্যক্তি বলেন, দুইশ’ টাকায় কেনা গরুর চামড়ার দাম বলছে দুইশ’ টাকা। এরপরও ব্যবসায়ীদের বারবার বলেছি, কেনা দামে বিক্রি করলে বাড়ি যামু কী নিয়া? এরপর ২০ টাকা বাড়িয়ে ২২০ টাকা দাম বলছে। কিন্তু আমি চিন্তা করেছিলাম চার থেকে পাঁচশ’ টাকায় চামড়াটা বিক্রি করতে পারবো, তা আর হইলো কই।

এদিকে গত বছর চামড়ায় বড় ধরনের ধাক্কা খাওয়ার পর সরে দাঁড়িয়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। এ কারণে পদ্মাবতীতে মৌসুমি ব্যবসায়ীদের দেখা মেলেনি আজ। এমনকি বিভিন্ন স্থান থেকে চামড়া নিয়ে আসা ব্যক্তিদের সঙ্গে আলাপকালে তারা জানান, আগে যারা দৌড়ঝাঁপ করে চামড়া কিনতো, এ বছর তাদের আর দেখা মেলেনি।

পদ্মাবতী এলাকার পাইকার মো. মাসুম বলেন, চামড়া ব্যবসায়ীদের কোনও সুযোগ-সুবিধা দেওয়া হয় না। প্রতিবছর লবণ থেকে শুরু করে শ্রমিকমূল্য ও যানবাহন খরচ বাড়ছে। কিন্তু সামান্যতম লবণও ফ্রি দেওয়া হয় না। এরপর ঢাকায় কোটি কোটি টাকা বকেয়া পড়েছে ব্যবসায়ীদের। সেই টাকাও দিচ্ছেন না ট্যানারি মালিকরা। এরপরও আমরা তিন থেকে চার জন কোনোভাবে বাজারটা ধরে রেখেছি। যেখানে ২২ জন পাইকার ছিল, বর্তমানে সেখানে মাত্র পাঁচ জন পাইকার রয়েছেন।

কোটি টাকার উপরে বকেয়া থাকলেও দেওয়া হয়েছে মাত্র এক লাখ টাকা। ওই টাকায় চামড়া কিনবো না শ্রমিক খরচ মেটাবো, প্রশ্ন রাখেন ব্যবসায়ী মো. শাহিন।

 

 

/টিটি/
সম্পর্কিত
যাত্রী কল্যাণ সমিতিঈদুল আজহায় ২৭৭ সড়ক দুর্ঘটনায় নিহত ২৯৯, আহত ৫৪৪
পোস্তায় চামড়া বেশি এলেও মেলেনি সরকার নির্ধারিত দাম
রাজধানীর ফাঁকা রাস্তায় যাত্রীদের স্বস্তি
সর্বশেষ খবর
খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি: প্রধানমন্ত্রী
খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি: প্রধানমন্ত্রী
মননের প্রথম আইএম নর্ম, হাতছানি জিএম নর্মের
মননের প্রথম আইএম নর্ম, হাতছানি জিএম নর্মের
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার হুমকি আব্বাসের
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার হুমকি আব্বাসের
টি-টোয়েন্টির পাওয়ার প্লেতে ১২৫ রান করে হায়দরাবাদের বিশ্ব রেকর্ড!
টি-টোয়েন্টির পাওয়ার প্লেতে ১২৫ রান করে হায়দরাবাদের বিশ্ব রেকর্ড!
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও