X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

সড়কে এবার ফেরার চাপ 

ময়মনসিংহ প্রতিনিধি
২২ জুলাই ২০২১, ১৩:৪৮আপডেট : ২২ জুলাই ২০২১, ১৩:৪৮

ঈদ শেষে কর্মস্থলে যোগ দিতে রওনা হওয়া যাত্রীর ব্যাপক চাপ দেখা গেছে ময়মনসিংহের সড়কে। একইসঙ্গে বেড়েছে যানজট। বৃহস্পতিবার (২২জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, ময়মনসিংহ নগরীর পাটগুদাম ব্রিজ মোড় এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ঈদ শেষে কর্মস্থলে রওনা হওয়া মানুষের অনেকেই গাড়ি না পেয়ে পায়ে হেঁটে গন্তব্যের দিকে রওনা হয়েছেন। অন্যদিকে যানজটের কারণে ব্রহ্মপুত্র ব্রিজে ছোট-বড় বিভিন্ন যানবাহন ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতেও দেখা যায়।

পোশাক শ্রমিক মোবারক হোসেন স্ত্রী আকলিমা ও কোলের এক শিশু সন্তানকে নিয়ে কিশোরগঞ্জের ভৈরব থেকে যাবেন ত্রিশালে। বাড়তি ভাড়া গুণলেও তীব্র যানজটের কারণে ময়মনসিংহ শহরে ঢোকার আগেই বাস থেকে নেমে যেতে হয় তাকে। পাটগুদামে ব্রহ্মপুত্র ব্রিজের পূর্ব পাশ থেকে প্রায় তিন কিলোমিটার পথ হেঁটে আসেন মালপত্র ও স্ত্রী সন্তানসহ শহরে। এরপর রওনা হন ত্রিশালের পথে।

মোবারক হোসেন বলেন, যানজটের কারণে ব্রিজের পূর্বপাড়ে শম্ভুগঞ্জ থেকে বাস থেকে নেমে স্ত্রী ও সন্তানসহ লাগেজ নিয়ে হেঁটে হেঁটে পাটগুদাম ব্রিজ মোড় আসতে হয়েছে। এখন ত্রিশালে যাওয়ার জন্য কোনও বাস পাওয়া যাচ্ছে না। প্রায় আধাঘণ্টা পাটগুদাম ব্রিজ মোড়ে দাঁড়িয়ে আছি।

একই রকম দুর্ভোগের শিকার নেত্রকোনা, শেরপুর ও কিশোরগঞ্জ থেকে কর্মস্থলে ফেরার পথে থাকা কর্মজীবী মানুষেরা।

পাটগুদাম এলাকায় ব্রিজমোড়ে তীব্র যানজটে নাকাল যাত্রীরা এদিকে ঈদ শেষে কর্মস্থলে ফেরা যাত্রীর চাপে যানবাহনে ছিল না কোনও স্বাস্থ্যবিধি মানার বালাই। অধিকাংশ যাত্রীর মুখে ছিল না মাস্ক। চোখে পড়েনি স্থানীয় প্রশাসনের নজরদারি। 

বাসচালক কামরুজ্জামান বলেন, সরকার শুক্রবার থেকে আবারও লকডাউন ঘোষণা দিয়েছে। এ কারণে কর্মস্থলে ফিরতে কর্মজীবী মানুষের তাড়াহুড়ো। এতে একদিকে সড়কে যানবাহনের সংখ্যা বেড়েছে, তবে এর তুলনায় যাত্রীর সংখ্যা আরও অনেক বেশি। এতে যানজট যেমন তীব্র আকার ধারণ করেছে, পাশাপাশি অতিরিক্ত যাত্রীর চাপে বাসে স্বাস্থ্যবিধি মানাও সম্ভব হচ্ছে না। 

জেলা প্রশাসক মো. এনামুল হক জানান, যানবাহনের স্বাস্থ্যবিধি মানার জন্য সড়কে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। কেউ আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেন তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
ফিরতি ঈদযাত্রা: আগের দামে টিকিট নেই, দ্বিগুণ দিলে আছে
ঈদের ছুটি শেষ, কাজে ফিরছে মানুষ
দৌলতদিয়া ঘাটে মানুষ ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি 
সর্বশেষ খবর
বিলেতে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন নতুন আসা বাংলাদেশিরা: কমিউনিটিতে প্রতিক্রিয়া
বিলেতে নানা অপরাধে জড়িয়ে পড়ছেন নতুন আসা বাংলাদেশিরা: কমিউনিটিতে প্রতিক্রিয়া
হিটলারের চেয়েও ভয়ংকর রূপে আবির্ভূত হয়েছে নেতানিয়াহু: কাদের
হিটলারের চেয়েও ভয়ংকর রূপে আবির্ভূত হয়েছে নেতানিয়াহু: কাদের
আগের দামে ফিরে যাওয়ার সুযোগ নেই
ভোজ্যতেলের মূল্য নিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রীআগের দামে ফিরে যাওয়ার সুযোগ নেই
কোরআন পোড়ানোর অভিযোগে যুবক গ্রেফতার
কোরআন পোড়ানোর অভিযোগে যুবক গ্রেফতার
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
চাসিভ ইয়ার দখল করতে চায় রাশিয়া: ইউক্রেনীয় সেনাপ্রধান
বাজারে ক্রেতা নেই: তবু ব্রয়লারের কেজি ২৩৫, গরু ৮০০
বাজারে ক্রেতা নেই: তবু ব্রয়লারের কেজি ২৩৫, গরু ৮০০