X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘কম দামে’ চামড়া কিনেও দুশ্চিন্তায় ব্যবসায়ীরা

পঞ্চগড় প্রতিনিধি
২২ জুলাই ২০২১, ১৯:৪১আপডেট : ২২ জুলাই ২০২১, ১৯:৪১

পঞ্চগড়ে ন্যায্যমূল্যে চামড়া বিক্রি করতে পারছেন না কোরবানিদাতারা। গরুর চামড়া ২৫০ থেকে ৪০০ টাকায় বিক্রি করলেও ছাগলের চামড়া কিনছেন না ব্যবসায়ীরা। কোরবানিদাতাদের অভিযোগ, চামড়ার দাম নেই বললেই চলে।

তবে ব্যবসায়ীদের দাবি, ঢাকার ট্যানারি মালিক, নাটোর ও তারাগঞ্জের চামড়া আড়তদারদের কাছে কোটি কোটি টাকা বকেয়া থাকায় জমি-জায়গা বিক্রি, এনজিও ঋণ ও ধারদেনা করে গরুর চামড়া কিনছেন তারা। বর্তমানে চামড়া সংরক্ষণের কাজ চলছে। আগামী ২৩ জুলাই থেকে কঠোর লকডাউন শুরু হলে কবে নাগাদ বিক্রি করতে পারবেন সে দুশ্চিন্তার মধ্যেই আছেন।

ব্যবসায়ীরা জানান, জেলা শহরের ১০/১৫ জন চামড়া ব্যবসায়ী ২৫০ থেকে সর্বোচ্চ ৪০০ টাকা পর্যন্ত দামে প্রতিটি গরুর চামড়া কিনেছেন। গ্রামাঞ্চলের চামড়াগুলো উপজেলা পর্যায়ের ব্যবসায়ীরা কিনে সংরক্ষণ করেছেন। সংরক্ষণ করা চামড়াগুলো আগামী ১০/১৫ দিনের মধ্যে জেলা শহরের চামড়া ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হবে। আগামী এক মাসের মধ্যে চামড়াগুলো ঢাকা বা নাটোরের আড়তদারদের কাছে বিক্রি করা হবে।

জেলা শহরের চামড়া ব্যবসায়ী আতাউর রহমান আতা বলেন, ‘জমি বিক্রি, এনজিওর কাছ থেকে ঋণ ও ধারদেনা করে চামড়া কিনেছি। সরকার চামড়ার যে দর দিয়েছে এ দর অনুযায়ী বিক্রি করতে পারলে কিছুটা লাভ হবে। কিন্তু লকডাউনে যদি ঢাকা ও নাটোরের আড়তদাররা চামড়া কিনতে না আসেন তাহলে এবারও চরম লোকসানের মধ্যে পড়তে হবে।’

তিনি বলেন, ‘ঢাকার ট্যানারি মালিক, নাটোর ও তারাগঞ্জের চামড়া আড়তদারদের কাছে পঞ্চগড় জেলার আনারুল ইসলাম আন্না, হাফিজুল ইসলাম, আতাউর রহমান, আব্দুল বাসেদ, ইসরাইল হোসেন, মোজাসহ ১০/১৫ জন চামড়া ব্যবসায়ীর প্রায় পৌনে দুই কোটি টাকা বকেয়া রয়েছে। ২০১৫/২০১৬ সালেও আমরা ৯০০ টাকা থেকে ২২০০ টাকা পর্যন্ত দামে চামড়া কিনেছিলাম। কিন্তু বকেয়া টাকা না পাওয়ায় আমরা ভালোমতো চামড়া কিনতে পারছি না।’

জেলা শহরের চামড়া ব্যবসায়ী আনছারুল ইসলাম বলেন, ‘বিভিন্ন চামড়ার আড়তে বকেয়া টাকা পড়ে আছে। টাকা দিচ্ছে না। বাইরের চামড়া আড়তদাররা না এলে এবারও চামড়া নিয়ে বিপাকে পড়তে হবে।’

চামড়া ব্যবসায়ী মোজা বলেন, ‘গোডাউন ভাড়া, শ্রমিক ও লবণ মিলে প্রতি পিস চামড়া সংরক্ষণে প্রায় ২০০ টাকা খরচ হয়। সরকারিভাবে চামড়া ক্রয়ের ব্যবস্থা করলে ব্যবসায়ীরা লাভবান হতে পারে।’

জেলা শহরের বলেয়াপাড়া এলাকার ইউসুফ আলী বলেন, ‘আগে গরুর চামড়ার জন্য ব্যবসায়ীরা বাড়ি বাড়ি গিয়ে ক্রয় করতেন। এখন আর তেমনটা দেখা যাচ্ছে না। এখন চামড়া বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে হচ্ছে। দাম খুব একটা নেই। বড় গরুর চামড়া সাড়ে ৩০০ টাকায় বিক্রি করেছি।’

জেলা শহরের ডোকরোপাড়া এলাকার ছাগল কোরবানিদাতা নিয়াজ আল শাহরিয়ার বলেন, ‘একটা বড় ছাগলের চামড়া বিক্রি করতে গেলাম, কেউ নিতে চাচ্ছে না। পরে এমনিতে চামড়াটা দিয়ে এসেছি।’

পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, ‘ঈদের আগেই চামড়া ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা করা হয়েছে। ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার কথা শুনেছি। পর্যায়ক্রমে বিষয়গুলো সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। কোনও চামড়া যেন নষ্ট না হয় এ জন্য ব্যবসায়ীদের চামড়া কিনতে অনুরোধ করা হয়েছে। চামড়া বিক্রিতেও কোনও প্রতিবন্ধকতা নেই। লকডাউনে ক্রেতা বা চামড়া পরিবহনে কোনও সমস্যা হবে না বলে তাদের নিশ্চয়তা দেওয়া হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
পোস্তায় চামড়া বেশি এলেও মেলেনি সরকার নির্ধারিত দাম
তিন লাখ ১৯ হাজার চামড়া বিক্রির জন্য প্রস্তুত চট্টগ্রামের আড়তদাররা
দেশ থেকে চামড়া পাচারের সুযোগ নেই: বাণিজ্য সচিব
সর্বশেষ খবর
আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত
আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত
অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে ভুটানের রাজার সন্তোষ প্রকাশ
অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে ভুটানের রাজার সন্তোষ প্রকাশ
ট্যুর অপারেশনে ব্যাংকে থাকতে হবে ১০ লাখ টাকা
ট্যুর অপারেশনে ব্যাংকে থাকতে হবে ১০ লাখ টাকা
এনভয় টেক্সটাইলসের ২৮তম বার্ষিক সাধারণ সভা
এনভয় টেক্সটাইলসের ২৮তম বার্ষিক সাধারণ সভা
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে