X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

রংপুরে আরও ১৫ মৃত্যু, খালি নেই আইসিইউ বেড

রংপুর প্রতিনিধি
২৩ জুলাই ২০২১, ১৪:১০আপডেট : ২৩ জুলাই ২০২১, ১৪:৪৮

রংপুর বিভাগের বিভিন্ন হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জন মারা গেছেন। একই সময়ে ৫২৬ নমুনা পরীক্ষায় ২০২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ২৩ দিনে বিভাগে ৩২ নারীসহ ৩৪৯ জন মারা গেছেন। তবে ঈদ উপলক্ষে করোনার নমুনা সংগ্রহ কম হওয়ায় শনাক্তের সংখ্যা কমেছে বলে জানিয়েছেন রংপুরের সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়।

এদিকে রংপুর বিভাগের দুই করোনা ডেডিকেটেড হাসপাতালের ২৬টি আইসিইউ বেডের একটিও খালি নেই। রংপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে ১০টি আইসিইউ বেডের দুটিতে ভেন্টিলেটর নেই। ফলে প্রকৃত আইসিইউ বেডের সংখ্যা ৮টি, রোগী ভর্তি আছেন ৯ জন। অন্যদিকে দিনাজপুর করোনা ডেডিকেটেড হাসপাতালের ১৬ আইসিইউ বেডের একটিও খালি নেই। 

রংপুরের করোনা হাসপাতালে ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ১৩১ বেডে রোগী আছে ১৩০ জন এবং দিনাজপুরে করোনার রোগী ভর্তি আছে ১৬৯ জন। রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. জাকিরুল ইসলাম আইসিইউ বেড খালি না থাকার কথা নিশ্চিত করেছেন। 

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঁচ জন মারা গেছেন। অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দুই জন। এ নিয়ে রংপুরে ২৪ ঘণ্টায় সাত জন মারা গেছেন। এছাড়া ঠাকুরগাঁওয়ে তিন, দিনাজপুরে চার ও পঞ্চগড়ে একজন রোগী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার দিনাজপুরে সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে ৪৭ জনের।

এদিকে করোনায় ১০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. জাকিরুল ইসলাম। পাশাপাশি করোনার উপসর্গ নিয়ে পাঁচ জনের মৃত্যুর বিষয়টি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সরদার অফিসের আফসার আলী নিশ্চিত করেছেন।

রংপুর বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮৭৭ জনে। আক্রান্তের হার বেড়ে ৩৮ দশমিক ৪০ ভাগে দাঁড়িয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র জানায়, বিভাগের আট জেলায় করোনা সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। বিশেষ করে দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, লালমনিরহাট ও কুড়িগ্রামে করোনা রোগীর সংখ্যা বাড়ছে। এ পর্যন্ত বিভাগে নমুনা পরীক্ষা করা হয়েছে এক লাখ ৯৭ হাজার ৮৪০ জনের। এর মধ্যে ৩৮ হাজার ৮২০ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ২৮ হাজার ৮৮৯ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. জাকিরুল ইসলাম বলেন, সীমান্তবর্তী জেলা দিনাজপুর, ঠাকুরগাঁও ও লালমনিরহাট এবং বিভাগীয় শহর রংপুরে করোনা সংক্রমণ আশাঙ্কাজনক হারে বেড়েছে। এর মধ্যে দিনাজপুরে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৬৫৯ জন, রংপুরে আট হাজার ৫৪০ জন এবং ঠাকুরগাঁওয়ে পাঁচ হাজার ৩৩৫  জন, কুড়িগ্রামে দুই হাজার ৮৪৮ জন। 

স্বাস্থ্যবিধি না মানা এবং মাস্ক পরিধানে উদাসীনতা সংক্রমণ ও মৃত্যু বাড়ছে বলে জানান তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিপজ্জনক অবস্থা থেকে ফিরেছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল
বিপজ্জনক অবস্থা থেকে ফিরেছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল
কোল্ড চেইনের উন্নয়নে সমন্বিত নীতির বাস্তবায়ন চান উদ্যোক্তারা
কোল্ড চেইনের উন্নয়নে সমন্বিত নীতির বাস্তবায়ন চান উদ্যোক্তারা
নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, যা জানা গেলো
নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, যা জানা গেলো
চট্টগ্রামে কিশোর গ্যাং গ্রুপের ৩৩ সদস্য আটক
চট্টগ্রামে কিশোর গ্যাং গ্রুপের ৩৩ সদস্য আটক
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি