X
শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১, ১ আশ্বিন ১৪২৮

সেকশনস

একদিনে ঢাকায় ফিরলো ৮ লাখ সিম কার্ড

আপডেট : ২৩ জুলাই ২০২১, ২০:০৯

ঈদের ছুটিতে ২২ জুলাই পর্যন্ত এক কোটি ৪ লাখ ৯৪ হাজার ৬৮৩টি মোবাইল সিম ঢাকার বাইরে গেলেও একদিনে ঢাকায় ফিরেছে ৮ লাখ ২০ হাজার ৫১৬টি সিম। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার শুক্রবার এ জন্য জানিয়েছেন। মন্ত্রীকে এ তথ্য জানিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংখ্যা বিটিআরসি।

তবে একজন ব্যবহারকারীর একাধিক সিম থাকায় ঠিক কতজন মোবাইলফোন ব্যবহারকারী ঢাকার বাইরে গেছেন এবং ফিরে এসেছেন তা জানা যায়নি।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার শুক্রবার (২৩ জুলাই) বিকালে ফেসবুক পোস্টে লিখেছেন, একটু আগে ঢাকা থেকে যাওয়া ও আসা সিমের হিসাব পেলাম। ২২ জুলাই অবধি এক কোটি ৪ লাখ ৯৪ হাজার ৬৮৩টি সিম ঢাকার বাইরে গেছে। অন্যদিকে ঈদের পরদিন ঢাকা ফিরেছে মাত্র ৮ লাখ ২০ হাজার ৫১৬টি সিম। আজ থেকে শুরু হওয়া লকডাউন ও তার পরে কী হবে সেটি দেখার বিষয়। করোনায় এর কী প্রভাব পড়বে সেটাও দেখার বিষয়।

শুক্রবার ঢাকায় ফেরা (৮ লাখ ২০ হাজার ৫১৬) সিমের মধ্যে সবচেয়ে বেশি সিম রবির, ৩ লাখ ৮ হাজার ৪৯১টি। এর পরে আছে বাংলালিংক। সিমের সংখ্যা ২ লাখ ৪৮ হাজার ১৫২টি। গ্রামীণফোনের সিম সংখ্যা ২ লাখ ২৪ হাজার ৭০৯টি। আর টেলিটকের সিম ৩৯ হাজার ১৬৪টি।

২২ জুলাই ঢাকার বাইরে যাওয়া সিমের সংখ্যা এক লাখ ৪০ হাজার ৭০০, ২১ জুলাই ছিল ১১ লাখ ৮৬ হাজার ৪২১, ঈদের দিন (২০ জুলাই) ছিল ২৭ লাখ ৯৩ হাজার ৫১৪টি, ১৯ জুলাই ছিল ১৭ লাখ ৭৮ হাজার ৮০২টি এবং ১৮ জুলাই ছিল ১০ লাখ ৭৪ হাজার ৬৮৭টি সিম।

গত ১৭ জুলাই ঢাকার বাইরে যায় ১২ লাখ ৫৯ হাজার ৮৯৩টি সিম। এর মধ্যে গ্রামীণফোনের ৮ লাখ ৮৫ হাজার ৯টি, বাংলালিংকের ২ লাখ ৩৯ হাজার ৯৬৩টি, রবির এক লাখ ৪৯ হাজার ৮৪৪টি এবং টেলিটকের ৫২ হাজার ৫৬টি সিম।

১৫ ও ১৬ জুলাই ঢাকা ছাড়ে ১৬ লাখ ৯৩ হাজার ৬৮৭ সিম। এর মধ্যে গ্রামীণফোনের সিম ৭ লাখ ৭৪ হাজার ৭৮৪, বাংলালিংকের ৪ লাখ ৬৪ হাজার ৪৯২, রবির ৩ লাখ ৪২ হাজার ৮২ এবং টেলিটকের এক লাখ ১২ হাজার ২২৯টি সিম।

ঢাকার বাইরে যাওয়া সিমের মধ্যে শীর্ষে ছিল গ্রামীণফোন, সিমের মোট সংখ্যা ৪৯ লাখ ৫৬ হাজার ৪০৪টি। বাংলালিংকের ছিল ২৭ লাখ ৪৫ হাজার ৮৭৮টি, রবির ছিল ২৩ লাখ ৬১ হাজার ৭৮৭টি এবং টেলিটকের ৪ লাখ ৩০ হাজার ৬১৪টি সিম। 

 

 

 

 

/এইচএএইচ/আইএ/

সম্পর্কিত

ওয়ালটন নিয়ে এলো নতুন ট্যাব

ওয়ালটন নিয়ে এলো নতুন ট্যাব

স্মার্ট ফোন অতিরিক্ত গরম হওয়া ঠেকাবেন যেভাবে

স্মার্ট ফোন অতিরিক্ত গরম হওয়া ঠেকাবেন যেভাবে

জাভা পেশাজীবীদের নিয়ে আন্তর্জাতিক প্রযুক্তি সম্মেলন অনুষ্ঠিত

জাভা পেশাজীবীদের নিয়ে আন্তর্জাতিক প্রযুক্তি সম্মেলন অনুষ্ঠিত

ফেসবুকে ভুয়া তথ্যে মানুষের অংশগ্রহণ বেশি

ফেসবুকে ভুয়া তথ্যে মানুষের অংশগ্রহণ বেশি

পাসওয়ার্ড ছাড়াই প্রবেশ করা যাবে মাইক্রোসফট অ্যাকাউন্টে

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ২০:৩৬

প্রযুক্তির এই যুগে সবকিছু পাসওয়ার্ড নির্ভর হয়ে যাচ্ছে। একজনের এখন অনেক ধরনের পাসওয়ার্ড মনে রাখতে হয়। সময়মতো সেগুলো ব্যবহার করে নিতে হয় প্রয়োজনীয় সেবা। ই-মেইল, ব্যাংকিং, শপিং, খাবার অর্ডার ইত্যাদি সব ক্ষেত্রেই এখন পাসওয়ার্ড দরকার।

পাসওয়ার্ড ভুলে যাওয়ায় জটিলতার মধ্যে পড়া মানুষের সংখ্যাও কম নয়। তাদের প্রশ্ন করতে পারে- পাসওয়ার্ড ছাড়া নিরাপদ ও সুরক্ষিত কোনও ব্যবস্থা কি নেই? এতদিন এই প্রশ্নের আশানুরূপ কোনও উত্তর না থাকলেও এবার মাইক্রোসফট এসেছে পাসওয়ার্ডবিহীন ব্যবস্থা নিয়ে।

ভারতের প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ এক প্রতিবেদনে জানিয়েছে, পাসওয়ার্ডবিহীন ব্যবস্থার পথে যাত্রা শুরু করেছে মাইক্রোসফট। মার্কিন এই প্রযুক্তি প্রতিষ্ঠান ঘোষণা দিয়েছে, পাসওয়ার্ড ছাড়াই মাইক্রোসফট অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন ব্যবহারকারীরা।

পাসওয়ার্ডবিহীন ব্যবস্থা গ্রহণ করবেন যেভাবে

পাসওয়ার্ডবিহীন সেবা পেতে মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। ওই অ্যাকাউন্ট থেকে পাসওয়ার্ড সরিয়ে দিয়ে মাইক্রোসফট অথেনটিকেটর অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপটি প্লে-স্টোর ও অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে। পাসওয়ার্ডবিহীন সেবা পেতে হলে আপনার ডিভাইসের সব সফটওয়্যারের সর্বশেষ আপডেটের প্রয়োজন হবে বলে জানিয়েছে মাইক্রোসফট।

পাসওয়ার্ডবিহীন ব্যবস্থায় ঢুকতে মাইক্রোসফটের নির্দেশনা

১. মাইক্রোসফট অথেনটিকেটর অ্যাপ ডাউনলোড করুন।

২. অ্যাপ ওপেন করে প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণ করে আপনার অ্যাকাউন্ট চালু করুন।

৩. আপনার মাইক্রোসফট অ্যাকাউন্টে সাইন-ইন করুন।

৪. নিচে পাওয়ার্ড ফ্রি অ্যাকাউন্ট নামের একটি অপশন পাবেন। সেটি চালু করতে হবে।

৫. আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করতে পরবর্তী নির্দেশনা অনুসরণ করুন।

৬. শেষ ধাপে মাইক্রোসফট অথেনটিকেটর অ্যাপে পাঠানো রিকোয়েস্টের অনুমোদন দিন।

পাসওয়ার্ডবিহীন ব্যবস্থা ভালো না লাগলে আবারও আগের অবস্থায় ফিরে যেতে পারবেন ব্যবহারকারীরা। সেজন্য মাইক্রোসফট অ্যাকাউন্টে লগইন করে ‘অ্যাডিশনাল সিকিউরিটি’ অপশনে যেতে হবে। সেখানে পাসওয়ার্ডলেস অ্যাকাউন্ট অপশনে গিয়ে সেবাটি বন্ধ করে দিতে হবে।

মাইক্রোসফট উইন্ডোজের পুরনো ভার্সনগুলোতে পাসওয়ার্ডবিহীন সেবা গ্রহণ করা যাবে না। অবশ্য এই সেবা এখনও সবার জন্য চালু হয়নি। কয়েক মাসের মধ্যে এটি সবার জন্য চালু হতে পারে।

 

 

 

/এইচএএইচ/আইএ/

সম্পর্কিত

মাইক্রোসফটের উইন্ডোজ ১০-এক্স প্রকল্প বাতিল

মাইক্রোসফটের উইন্ডোজ ১০-এক্স প্রকল্প বাতিল

২৬ স্টার্টআপ পাবে ২ কোটি ৬০ লাখ টাকা

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ২০:৩০

দেশি ও বিদেশি স্টার্টআপদের অংশগ্রহণের মাধ্যমে নতুন উদ্ভাবন খুঁজে বের করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ‘আইডিয়া প্রকল্প’ আয়োজন করছে বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট (বিগ-২০২১)। দেশে একটি স্টার্টআপ ইকোসিস্টেম ও উদ্ভাবনী সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন অ্যাকাডেমি প্রতিষ্ঠাকরণ প্রকল্প (আইডিয়া)।

স্টার্টআপদের নিয়ে এই পর্বে আয়োজন করা হচ্ছে রিয়েলিটি শো। এতে প্রতিযোগীরা মুখোমুখি হবেন দেশ-বিদেশের প্রতিষ্ঠিত বিজনেস আইকনদের। যারা বিচারক হিসেবে উপস্থিত থেকে প্রতিটি পর্ব থেকে বাছাই করবেন ২টি করে স্টার্টআপ।

রিয়েলিটি শোতে ৬৫টি স্টার্টআপ থেকে ২৬টি স্টার্টআপ নির্বাচন করা হবে। পরে এদের সঙ্গে আন্তর্জাতিক পর্যায় থেকে নির্বাচিত ১০টি এবং আইডিয়া প্রকল্পের আওতাভুক্ত পোর্টফলিও স্টার্ট-আপের সেরা আরও ১০টি স্টার্টআপসহ দেশি-বিদেশি ৪৬টি স্টার্টআপকে নিয়ে হবে ‘বিগ ২০২১ গ্র্যান্ড ফিনালে। সেরাদের সেরা ১টি বিজয়ী স্টার্টআপ অনুদান হিসেবে পাবে ১ লাখ ডলার সমমূল্যের অর্থ পুরস্কার।

প্রসঙ্গত, বিগ ২০২১-এ প্রাথমিক পর্যায়ে বাংলাদেশসহ বিশ্বের ৫৭টি দেশ থেকে ৭ হাজারের অধিক উদ্যোক্তা, উদ্ভাবক ও স্টার্টআপ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। যাদের মধ্য থেকে সেরা ৬৫টি স্টার্টআপকে নিয়ে আয়োজিত হচ্ছে রিয়েলিটি শো। রিয়েলিটি শো থেকে নির্বাচিত সেরা ২৬ স্টার্টআপকে ১০ লাখ টাকা করে গ্র্যান্ট হিসেবে ২ কোটি ৬০ লাখ টাকা অনুদান দেওয়া হবে। এ ছাড়া, বিগ ২০২১ -এর আন্তর্জাতিক পর্যায় থেকে নির্বাচিত সেরা ১০টি স্টার্টআপকেও ১০ লাখ টাকা করে ১ কোটি টাকার সমমানের গ্র্যান্ট দেওয়া হবে।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.big.gov.bd এবং www.idea.gov.bd ওয়েবসাইটে।

 

 

/এইচএএইচ/এফএ/

সম্পর্কিত

পাসওয়ার্ড ছাড়াই প্রবেশ করা যাবে মাইক্রোসফট অ্যাকাউন্টে

পাসওয়ার্ড ছাড়াই প্রবেশ করা যাবে মাইক্রোসফট অ্যাকাউন্টে

বাংলালিংক ইনোভেটর্সের পঞ্চম পর্বের রেজিস্ট্রেশন শুরু

বাংলালিংক ইনোভেটর্সের পঞ্চম পর্বের রেজিস্ট্রেশন শুরু

চাঁদের হাই রেজুলেশন ছবি তোলা যাবে ইনফিনিক্সের ফোনে

চাঁদের হাই রেজুলেশন ছবি তোলা যাবে ইনফিনিক্সের ফোনে

আইজিডাব্লিউয়ের পথে আইসিএক্স, লাইসেন্স ফি কমানোর আবেদন

আইজিডাব্লিউয়ের পথে আইসিএক্স, লাইসেন্স ফি কমানোর আবেদন

বাংলালিংক ইনোভেটর্সের পঞ্চম পর্বের রেজিস্ট্রেশন শুরু

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫৩

তরুণদের জন্য ডিজিটাল ব্যবসায়িক পরিকল্পনার প্রতিযোগিতা বাংলালিংক ইনোভেটর্স’র পঞ্চম সিজনের রেজিস্ট্রেশন শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর)ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত এক প্রেস কনফারেন্সে মোবাইল ফোন অপারেটর বাংলালিংক’র কর্মকর্তারা এই ঘোষণা দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অপারেটরটির চিফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদ,টফি’র ডিজিটাল সার্ভিসেস ডিরেক্টর আব্দুল মুকিত আহমেদ,ব্র্যান্ডস অ্যান্ড কমিউনিকেশনস ডিরেক্টর কাজী উরফি আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়,উদ্ভাবনী অংশগ্রহণকারীদেরকে গ্রুমিং,বুট ক্যাম্প,ওয়ার্কশপ ও প্রোগ্রামের অন্যান্য কার্যক্রমের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির সুযোগ দেবে বাংলালিংক। প্রতিযোগিতা শেষে চার সদস্যবিশিষ্ট বিজয়ী দলের নাম ঘোষণা করা হবে। বিজয়ী দল বাংলালিংক’র অ্যাসেসমেন্ট সেন্টার অফ দ্য স্ট্র্যাটেজিক অ্যাসিসটেন্ট প্রোগ্রামে সরাসরি অংশগ্রহণ করতে পারবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী দলের সদস্যরা আকর্ষণীয় পুরস্কারের পাশাপাশি এই প্রোগ্রামে সরাসরি অংশগ্রহণ করার সুযোগ পাবে। এছাড়া সেরা ৫ দলের সদস্যরা বাংলালিংক’র অ্যাডভান্সড ইন্টার্নশিপ প্রোগ্রামে (এআইপি)  সরাসরি যোগদানের পাশাপাশি লার্ন ফ্রম দ্যা স্টার্টআপস ও ক্যাম্পাস টু করপোরেট প্রোগ্রামগুলোয় অংশগ্রহণ করতে পারবে।

ইউজিসি অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়েবসাইটে ভিজিট করে রেজিস্ট্রেশন করতে পারবে। রেজিস্ট্রেশন শেষ হবে ১৬ অক্টোবর।

মনজুলা মোরশেদ বলেন, দেশের উদ্ভাবনী তরুণদের ক্ষমতায়নের অঙ্গীকার নিয়ে চার বছর আগে আমরা বাংলালিংক ইনোভেটর্স চালু করেছি। এই উদ্যোগের মাধ্যমে তরুণদেরকে বর্তমান যুগের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে নতুনভাবে ভাবতে ও সেগুলোর ডিজিটাল সমাধান বের করতে উৎসাহিত করছি আমরা।

/এইচএএইচ/এমএস/

সম্পর্কিত

পাসওয়ার্ড ছাড়াই প্রবেশ করা যাবে মাইক্রোসফট অ্যাকাউন্টে

পাসওয়ার্ড ছাড়াই প্রবেশ করা যাবে মাইক্রোসফট অ্যাকাউন্টে

২৬ স্টার্টআপ পাবে ২ কোটি ৬০ লাখ টাকা

২৬ স্টার্টআপ পাবে ২ কোটি ৬০ লাখ টাকা

চাঁদের হাই রেজুলেশন ছবি তোলা যাবে ইনফিনিক্সের ফোনে

চাঁদের হাই রেজুলেশন ছবি তোলা যাবে ইনফিনিক্সের ফোনে

আইজিডাব্লিউয়ের পথে আইসিএক্স, লাইসেন্স ফি কমানোর আবেদন

আইজিডাব্লিউয়ের পথে আইসিএক্স, লাইসেন্স ফি কমানোর আবেদন

চাঁদের হাই রেজুলেশন ছবি তোলা যাবে ইনফিনিক্সের ফোনে

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৮:১৩

লন্ডনের বিখ্যাত জ্যোতির্বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান ‘রয়েল অবজারভেটরি গ্রিনউইচ’ এর সঙ্গে আয়োজিত এক ওয়েবিনারের মাধ্যমে  নিজেদের সর্বাধুনিক প্রযুক্তির নতুন স্মার্টফোন ‘জিরো এক্স প্রো’ এর মডেল উন্মোচন করেছে ‘ইনফিনিক্স’। উন্নত প্রযুক্তির এই স্মার্টফোনটি ব্যবহার করে রাতের আকাশের উচ্চ-রেজুলেশনের নৈসর্গিক সব ছবি তুলতে পারবেন  ব্যবহারকারীরা। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

দৃষ্টিসীমার সীমাবদ্ধতা দূর করে স্মার্টফোন ব্যবহারকারীদের মহাকাশের নৈসর্গিক সৌন্দর্য উপভোগের সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যে সম্প্রতি ‘ইনফিনিক্স প্রেজেন্ট: সি বিয়োন্ড’ শিরোনামে ওয়েবিনারটির আয়োজন করে   ‘ইনফিনিক্স’। মহাকাশ আবিষ্কারের প্রতি তরুণ প্রজন্মকে আগ্রহী করে তোলাও এই আয়োজনের অন্যতম লক্ষ্য।

ওয়েবিনারটিতে অংশ নিয়ে স্বনামধন্য জ্যোতির্বিদ ও প্রযুক্তিবিদরা বিস্তৃত মহাকাশ, চাঁদ ও বিশ্বব্রহ্মাণ্ডের অপরূপ সৌন্দর্য তুলে ধরার পাশাপাশি ক্যামেরায় বন্দি করার মাধ্যমে সেগুলো স্বচক্ষে দেখার অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন।

প্রতিষ্ঠানটি জানায়,  ‘ইনফিনিক্স’ এর নতুন ‘জিরো এক্স প্রো’ স্মার্টফোনের যুগান্তকারী ভিজ্যুয়াল প্রযুক্তিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘৬০এক্স পেরিস্কোপ মনোস্কোপ ক্যামেরা এবং ইনফিনিক্সের গ্যালিলিও অ্যালগরিদম ইঞ্জিন’। এসব ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই হাই-রেজ্যুলেশনের চাঁদের ছবিও তুলতে পারবেন।

 

/এসও/এমআর/

সম্পর্কিত

মোবাইল কেনার আগে যা করতে হবে

মোবাইল কেনার আগে যা করতে হবে

গ্যালাক্সি এস সিরিজের নতুন ফোন আসছে না কেন?

গ্যালাক্সি এস সিরিজের নতুন ফোন আসছে না কেন?

দেশের বাজারে রেডমি সিরিজের নতুন ফোন নোট ১০এস

দেশের বাজারে রেডমি সিরিজের নতুন ফোন নোট ১০এস

আপনার অ্যান্ড্রয়েড ফোন সুরক্ষিত রাখবেন যেভাবে

আপনার অ্যান্ড্রয়েড ফোন সুরক্ষিত রাখবেন যেভাবে

আইজিডাব্লিউয়ের পথে আইসিএক্স, লাইসেন্স ফি কমানোর আবেদন

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ০৯:০০

বিদেশি ও দেশি ভয়েস কল নির্ধারিত অপারেটরে সংযুক্ত করার প্রযুক্তি সেবা প্রতিষ্ঠান আইসিএক্স (ইন্টারকানেকশন এক্সচেঞ্জ) অপারেটরগুলো বার্ষিক লাইসেন্স ফি কমানোর অনুরোধ করেছে বিটিআরসিতে। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি ফি কমানোর সিদ্ধান্তও নিয়েছে। এর আগে আইজিডাব্লিউ (ইন্টারন্যাশনাল গেটওয়ে) অপারেটররা লাইসেন্স নবায়ন ফি কমাতে বিটিআরসিতে আবেদন করে।

আইসিএক্স অপারেটরের বার্ষিক লাইসেন্স ফি ১ কোটি ২৫ লাখ টাকা। এই ফি ২৫ লাখ টাকা করার অনুরোধ জানিয়ে আবেদন করেছিল আইসিএক্স অপারেটরগুলোর সংগঠন এআইওবি (অ্যাসোসিয়েশন অব আইসিএক্স অপারেটরস অব বাংলাদেশ)। যৌক্তিকতা হিসেবে আইসিএক্স খাতে বিভিন্ন বছরের কল রেট, রেভিনিউ, কল ভলিউম ও আরও কিছু তথ্যসহ বিস্তারিত প্রতিবেদন তৈরি করতে কমিশনটি একটি কমিটি করেছিল।

জানা যায়, ওই কমিটি চলতি বছর পাঁচটি বৈঠক করে। তারা একটি সুপারিশমালাও করে। বিটিআরসির কমিশন বৈঠকে সেসব আলোচনার ভিত্তিতে পাঁচটি সম্ভাব্য সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ কমিশন বৈঠকে সিদ্ধান্ত হয়, ২০১৮ সালে আইসিএক্স অপারেটরদের আয়ের প্রবৃদ্ধি হলেও ২০১৯ ও ২০২০ সালে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে।

কমিটির প্রতিবেদনে উল্লেখিত পাঁচটি সম্ভাব্য সিদ্ধান্ত অনুযায়ী লাইসেন্স প্রতি বার্ষিক ফি সর্বনিম্ন ৮৩ লাখ টাকা এবং সর্বোচ্চ ৯৬ লাখ টাকা হিসাব করা হয়। দুটোর গড় করে ৯০ লাখ টাকা ফি নির্ধারণের সিদ্ধান্ত নেয়।

সিদ্ধান্তটি অনুমোদনের জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগে পাঠিয়েছে বিটিআরসি।

এ বিষয়ে জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বাংলা ট্রিবিউনকে বলেন, এখনও প্রস্তাব হাতে পাইনি। পেলে তা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে। অর্থ মন্ত্রণালয় সিদ্ধান্ত দেবে।

তিনি আরও বলেন, ‘আমরা আইজিডাব্লিউ, আইসিএক্স-এর ভবিষ্যৎ এবং তাদের বিজনেস নিয়েও ভাবছি। কারণ তাদের বিজনেস দিন দিন ছোট হয়ে আসছে। সামনে তাদের জন্য চ্যালেঞ্জ অপেক্ষা করছে। লাইসেন্স ফি কমানোর আবেদন সেই চ্যালেঞ্জ মোকাবিলার অংশ।’    

কমিশন আরও উল্লেখ করে, আইসিএক্স অপারেটররা বার্ষিক লাইসেন্স ফি ২৫ লাখ টাকা করার যে আবেদন করেছে তার স্বপক্ষে যৌক্তিক তথ্য-উপাত্ত উপস্থাপন করেনি। এ কারণে কমিশন মনে করে অপারেটরগুলার বার্ষিক লাইসেন্স ফি ২৫ লাখ টাকা নির্ধারণের যৌক্তিকতা নেই।

প্রসঙ্গত, ২০১৮ সালে বিটিআরসি আইসিএক্সগুলোর রেভিনিউ শেয়ারিং ৬৫ দশমিক ৭৫ শতাংশ থেকে কমিয়ে ৫০ শতাংশ করে। আন্তর্জাতিক ইনকামিং কল রেট দেড় সেন্ট থেকে বাড়িয়ে পৌনে দুই সেন্ট করা হয়।

/এফএ/ইউএস/
সর্বশেষসর্বাধিক

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ওয়ালটন নিয়ে এলো নতুন ট্যাব

ওয়ালটন নিয়ে এলো নতুন ট্যাব

স্মার্ট ফোন অতিরিক্ত গরম হওয়া ঠেকাবেন যেভাবে

স্মার্ট ফোন অতিরিক্ত গরম হওয়া ঠেকাবেন যেভাবে

জাভা পেশাজীবীদের নিয়ে আন্তর্জাতিক প্রযুক্তি সম্মেলন অনুষ্ঠিত

জাভা পেশাজীবীদের নিয়ে আন্তর্জাতিক প্রযুক্তি সম্মেলন অনুষ্ঠিত

ফেসবুকে ভুয়া তথ্যে মানুষের অংশগ্রহণ বেশি

ফেসবুকে ভুয়া তথ্যে মানুষের অংশগ্রহণ বেশি

ইউটিউবকে পেছনে ফেলেছে টিকটক

ইউটিউবকে পেছনে ফেলেছে টিকটক

আরও ৩২ জেলায় হবে শেখ কামাল আইটি সেন্টার

আরও ৩২ জেলায় হবে শেখ কামাল আইটি সেন্টার

ইঅরেঞ্জসহ চার প্রতিষ্ঠানের সদস্য পদ স্থগিত করলো ই-ক্যাব

ইঅরেঞ্জসহ চার প্রতিষ্ঠানের সদস্য পদ স্থগিত করলো ই-ক্যাব

অ্যামটব’র নতুন সভাপতি এরিক অস

অ্যামটব’র নতুন সভাপতি এরিক অস

‘বিশ্বে বঙ্গবন্ধুর মতো নেতা খুঁজে পাওয়া দুষ্কর’

‘বিশ্বে বঙ্গবন্ধুর মতো নেতা খুঁজে পাওয়া দুষ্কর’

দেশে ফ্রি ফায়ার ও পাবজি বন্ধ

দেশে ফ্রি ফায়ার ও পাবজি বন্ধ

সর্বশেষ

মোদির ঘুম কেড়ে নেওয়ার হুঁশিয়ারি এসএফজে-র

মোদির ঘুম কেড়ে নেওয়ার হুঁশিয়ারি এসএফজে-র

তালেবানকে হঠাতে মার্কিন অস্ত্র চান মাসুদ

তালেবানকে হঠাতে মার্কিন অস্ত্র চান মাসুদ

কাবুলে রকেট হামলা

কাবুলে রকেট হামলা

ছিনতাইকারীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত দিনমজুরের মৃত্যু

ছিনতাইকারীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত দিনমজুরের মৃত্যু

ইভ্যালিতে প্রতারিতরা কি টাকা ফেরত পাবেন?

ইভ্যালিতে প্রতারিতরা কি টাকা ফেরত পাবেন?

© 2021 Bangla Tribune