X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

মেরামত করা হচ্ছে উপহারের ঘর

শরীয়তপুর প্রতিনিধি
২৪ জুলাই ২০২১, ১০:০৫আপডেট : ২৪ জুলাই ২০২১, ১০:০৮

মুজিববর্ষ উপলক্ষে ভূমি ও গৃহহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণ করা হয়েছে। কিন্তু নির্মাণের ছয় মাস না যেতেই শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার ইদিলপুরে সেইসব ঘরে ফাটল ধরে এবং ভেঙে পড়ে। গত ৮ জুলাই বাংলা ট্রিবিউনে এ নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পরে দ্রুত এসব ঘর মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে জেলা ও উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রকল্প পরিদর্শনও করেছেন।

স্থানীয়ভাবে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাসে ইদিলপুর ইউনিয়নের মহিষখালী মৌজায় নির্মিত ২১টি ঘর নির্মাণ করে গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হয়। ২১টি ঘরেই বিভিন্ন জায়গায় ফাটল ও টিনের চাল দিয়ে পানি পড়ে।

. উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প (আশ্রয়ণ প্রকল্প-২)-এর ‘ক’ তালিকার গৃহহীন ও ভূমিহীন অসহায় পরিবারের জন্য ইদিলপুর ইউনিয়নের মহিষকান্দি মৌজায় ৬৭ শতাংশ জমির ওপর ২১টি ঘর নির্মাণ করা হয়। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় ধরা ছিল এক লাখ ৭১ হাজার টাকা। প্রথম পর্যায়ে নির্মিত এসব ঘর গত ২৩ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হয়।

জানা গেছে, সেমি-পাকা দুই কক্ষ বিশিষ্ট এসব ঘরের চাল দিয়ে বৃষ্টির পানি পড়ছে। গোসাইরহাট উপজেলায় এই প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর হুসাইন ও সদস্য সচিব ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাহমিনা আক্তার চৌধুরী। সঠিক তদারকির অভাবেই এই সমস্যা হয়েছে বলে ধারণা করছেন এলাকাবাসী ও উপকারভোগীরা।

মেরামত করা হচ্ছে উপহারের ঘর উপকারভোগীরা অভিযোগ করে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মতো আশ্রয়হীন মানুষের কথা চিন্তা করেছেন সেজন্য আমরা খুশি। একটি মহল প্রকল্প থেকে অধিক মুনাফার জন্য নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করেছে। তাই বৃষ্টি নামলেই অনেক ঘর দিয়ে পানি পড়ে। অল্পদিনেই ঘরের ফ্লোর ফেটে গেছে। পিলারও ফেটে গেছে। এই ঘর কয়দিন টেকে জানি না। তাছাড়া জমিটাও অনেক নিচু। বর্ষার শুরুতেই উঠান সমান পানি।’

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাহমিনা আক্তার চৌধুরী বলেন, ‘এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। প্রকল্পের জন্য জায়গাটা বাছাইতে ভুল ছিল। তাছাড়া অতিবর্ষণের কারণে অনেক ধরনের সমস্যা হচ্ছে। এরপরও আশ্রয়ণ প্রকল্পস্থল টিকিয়ে রাখতে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। সমস্যার স্থানগুলো চিহ্নিত করে সমাধান করা হয়েছে।’

উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) তানভির আল নাসিফ বলেন, ‘নির্মাণে ত্রুটির জন্য এই সমস্যা হয়েছে। আমরা সমস্যা চিহ্নিত করে দ্রুত মেরামতের ব্যবস্থা করেছি। প্রকল্পের চারপাশে জিও ব্যাগ ফেলে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। এর ভিতরে বালু ফেলা হবে। অল্প সময়ের মধ্যে প্রকল্পটি বসবাসের উপযোগী হয়ে উঠবে।’

 

 

/এমএএ/
সম্পর্কিত
কোথাও যাতে ভোক্তাদের হয়রানি না হয়, নির্দেশ প্রধানমন্ত্রীর
দেশের অর্ধেক জেলা সম্পূর্ণ ভূমিহীন ও গৃহহীনমুক্ত
বিএনপি-জামায়াতের সুমতি হোক, অগ্নিসন্ত্রাস বন্ধ করুক: প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
‘কত সাহায্য চাওয়া যায়? আমাকে এখন দেহ ব্যবসা করার কথাও বলে’
রানা প্লাজার ভুক্তভোগীর আক্ষেপ‘কত সাহায্য চাওয়া যায়? আমাকে এখন দেহ ব্যবসা করার কথাও বলে’
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান