X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মহারাষ্ট্রে টানা ভারী বৃষ্টিতে বন্যা-ভূমিধস, জীবিতদের খোঁজে অভিযান

বিদেশ ডেস্ক
২৪ জুলাই ২০২১, ২২:৫৩আপডেট : ২৪ জুলাই ২০২১, ২২:৫৩

একটানা ভারী বৃষ্টির ফলে ভারতের পশ্চিমাঞ্চলের একাংশে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। বন্যা কবলিত এলাকা থেকে কয়েক হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। বন্যার পানি ও ভূমিধসে আটকে পড়া নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

উপকূলীয় অঞ্চলগুলোতে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। গোয়া ও মহারাষ্ট্রের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের কাছাকাছি এলাকায় অনেকেই নিখোঁজ রয়েছে। মহারাষ্ট্রে অন্তত ১৩৬ জনের প্রাণহানির কথা জানানো হয়েছে। গোয়াতে কয়েকশ’ বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

মহারাষ্ট্র রাজ্যের দুর্যোগ মোকাবিলা দফতরের এক সিনিয়র কর্মকর্তা জানান, ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে রাজ্যের পরিস্থিতি। ৪৮ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১২৯ জনের। জোর কদমে চলছে উদ্ধারকাজ। ভূমিধসে ও প্রবল বৃষ্টিতে আটকে পড়েছেন বহু। হেলিকপ্টারের মাধ্যমে তাদের উদ্ধারের চেষ্টা চলছে। এখনও পর্যন্ত নিখোঁজ অন্তত ৮০-৮৫ জন। 

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নৌবাহিনী, উপকূলরক্ষী বাহিনী, দুর্যোগ মোকাবিলা বাহিনীসহ মোট ১৫ টি দল বন্যা কবলিত মানুষদের নিরাপদে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ইতোমধ্যে প্রায় সাড়ে ৮৪ হাজার মানুষকে পুণের কাছে নিরাপদ এলাকায় সরিয়ে আনা হয়েছে। যাদের মধ্যে কোলাপুর জেলারই ৪২ হাজারের বেশি বাসিন্দা রয়েছেন।

নৌবাহিনীর টিমের সঙ্গে আছে রাবারের নৌকা, লাইফ জ্যাকেট এবং লাইফ বোট। মহারাষ্ট্রের উপকূলবর্তী রত্নগিরি জেলার চিপলুন শহরের কয়েকটি অঞ্চলে ২৪ ঘণ্টায় জলস্তর উঠেছে ১২ ফুট। প্রবল বৃষ্টিতে বশিষ্ঠী নদী ফুলে ফেঁপে উঠে ভাসিয়ে দিয়েছে শহর।

স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, কোঙ্কন অঞ্চলে আগামী কয়েকদিন ধরে প্রবল বৃষ্টিপাত চলবে।

স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। আটকে পড়াদের দ্রুত উদ্ধার করে নিরাপদে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। কেন্দ্র সরকারের তরফে নিহতদের পরিবার প্রতি ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে।

/এএ/
সম্পর্কিত
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
সর্বশেষ খবর
ওসির বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজের অভিযোগ
ওসির বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা