X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

ভারত থেকে ট্রেনে এলো ২০০ মেট্রিক টন অক্সিজেন

বেনাপোল প্রতিনিধি
২৪ জুলাই ২০২১, ২৩:১৯আপডেট : ২৪ জুলাই ২০২১, ২৩:২৭

করোনাভাইরাসের এ দুর্যোগকালে ভারত থেকে প্রথমবারের মতো ‘রেলওয়ে অক্সিজেন এক্সপ্রেসে’র মাধ্যমে ১০ কনটেইনারে ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন বাংলাদেশে এসে পৌঁছেছে। এ অক্সিজেন বেনাপোল বন্দরে খালাস হবে না। বন্দরটিতে শুধুমাত্র কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষ করে সরাসরি সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে যাবে এবং সেখানেই এই অক্সিজেন খালাস করা হবে।

শনিবার (২৪ জুলাই) রাত ১০টার দিকে অক্সিজেন বোঝাই ট্রেনটি পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করেছে বলে জানিয়েছেন বেনাপোল রেলওয়ে স্টেশনের ম্যানেজার শাহিদুজ্জামান। তিনি জানান, রাত ১১টার দিকে ট্রেনটি সিরাজগঞ্জের উদ্দেশে বেনাপোল ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

‘রেলওয়ে অক্সিজেন এক্সপ্রেস’র মাধ্যমে প্রথম অক্সিজেন আমদানিকারক প্রতিষ্ঠানটি হলো লিন্ডে এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্ট বাংলাদেশ। এই অক্সিজেন ছাড়ের যাবতীয় কাজ করছে বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্ট সারথি এন্টারপ্রাইজ।

লিন্ডে বাংলাদেশ এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্ট লিমিটেডের প্রতিনিধি জিল্লুর রহমান জানান, ভারতে অক্সিজেন সংকট থাকায় সরবরাহকারী প্রতিষ্ঠান বাংলাদেশে কিছুদিন রফতানি বন্ধ রাখে। এখন সেখানে চাহিদা কমে যাওয়ায় ভারত সরকার রফতানির অনুমতি দিয়েছে। এখন থেকে প্রায় প্রতিদিনই ভারত থেকে বাংলাদেশে অক্সিজেন আমদানি হচ্ছে। আজ থেকে নতুন করে ট্রেনের মাধ্যমে অক্সিজেন আমদানি শুরু হলো।

ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্সের পরিচালক মতিয়ার রহমান বলেন, ‘ভারতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় অক্সিজেন সংকট তৈরি হয় এবং চাহিদা বেড়ে যায়। যে কারণে কিছুদিন অক্সিজেন রফতানি বন্ধ রাখা হয়। পরে দেশটিতে করোনা পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় সরবরাহ প্রতিষ্ঠানটি আবারও বাংলাদেশে অক্সিজেন রফতানি শুরু করে। যা এতদিন স্থলপথে ট্রাকের মাধ্যমে আসছিল। বর্তমানে করোনা রোগীর জন্য অক্সিজেন অপরিহার্য হয়ে পড়েছে। সেজন্য স্থলপথে ট্রাক এবং রেলের মাধ্যমে আমদানি করে অক্সিজেনের মজুত বাড়ানো হচ্ছে।’

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা সাইফুর রহমান বলেন, ‘অক্সিজেনবাহী ট্রেনটি বেনাপোল বন্দরে প্রবেশের সঙ্গে সঙ্গে দ্রুত কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে খালাসের ব্যবস্থা করা হয়েছে। দেশে বর্তমানে অক্সিজেনের ব্যাপক চাহিদা রয়েছে। যেহেতু এই দ্রব্যটি জীবন সংকটাপন্ন রোগীর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। সেজন্য অক্সিজেনসহ জরুরি সামগ্রী আমদানিতে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতায় কাস্টমস সবসময় প্রস্তুত রয়েছে।’

বেনাপোল রেলওয়ের স্টেশন ম্যানেজার শাহিদুজ্জামান জানান, আগে স্থলপথে ট্রাকের মাধ্যমে তরল এই অক্সিজেন আমদানি হতো। আজ থেকে ট্রেনের মাধ্যমে অক্সিজেন আমদানি শুরু হলো। এতে সরকারের রাজস্ব আদায়ের ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেলো।

/এফআর/
সম্পর্কিত
পুতিনের জয়ে পশ্চিমাদের নিন্দা, শুভাকাঙ্ক্ষী কারা?
কলকাতায় ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ৮
মোদির বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তৃণমূলের
সর্বশেষ খবর
৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভা‌বিক
৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভা‌বিক
সুইডেনের বিপক্ষে পর্তুগাল দলে জায়গা হয়নি রোনালদোর
সুইডেনের বিপক্ষে পর্তুগাল দলে জায়গা হয়নি রোনালদোর
মিয়ানমারের বিমান হামলায় উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব
মিয়ানমারের বিমান হামলায় উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব
ইনজুরিতে আর্জেন্টিনার প্রীতি ম্যাচে খেলা হচ্ছে না মেসির  
ইনজুরিতে আর্জেন্টিনার প্রীতি ম্যাচে খেলা হচ্ছে না মেসির  
সর্বাধিক পঠিত
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই