X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

মাইকে ঘোষণা দিয়ে ২ গ্রামবাসীর সংঘর্ষ

সিলেট প্রতিনিধি
২৪ জুলাই ২০২১, ২৩:৫০আপডেট : ২৫ জুলাই ২০২১, ০০:৫৭

সিলেটের বিয়ানীবাজারের আলীনগর গ্রামে পূর্ববিরোধের জেরে দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২৪ জুলাই) আলীনগর ও টিকরপাড়া গ্রামবাসীর মধ্যে ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে পুলিশ সদস্যসহ কমপক্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। এ সময় কয়েকটি দোকান ভাঙচুর করা হয়েছে।

সংঘর্ষের সময় ধাওয়া পাল্টা-ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে আশপাশের এলাকায় ভীতিকর পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঁচ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।

সংঘর্ষে পুলিশের চার সদস্যসহ উভয় পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হন। তাদের মধ্যে ২০-২৫ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, তিন দিন আগে আলীনগর গ্রামের অটোরিকশাচালক নজর আলীর সঙ্গে টিকরপাড়া এলাকার যুবক সাদিকসহ কয়েকজন যুবক বাগবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে যুবকরা অটোরিকশাচালককে মারধর করেন। বিষয়টি আলীনগরবাসী জানার পর গ্রামে উত্তেজনা শুরু হয়। বৃহস্পতিবারের ঘটনার জেরে শনিবার দুপুরে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই গ্রামের লোকজন। এ সময় দুই গ্রামের মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে শত শত মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় সিলেট-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়ক দুই ঘণ্টা অবরুদ্ধ হয়ে পড়ে।

সিলেটের অতিরিক্ত পুলিশ (সদর-সার্কেল) জাকির হোসেন জানান, গ্রামবাসীর ছোড়া ঢিলে পুলিশের ৩-৪ জন সদস্য আহত হয়েছেন। এ সময় পুলিশ পাঁচ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। বর্তমানে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম পল্লব বলেন, তুচ্ছ বিষয় নিয়ে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ কর্মকর্তা, স্থানীয় চেয়ারম্যানসহ জনপ্রতিনিধিদের সহযোগিতায় এবং উভয় পক্ষের মুরব্বিদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
গাছে ধাক্কা লেগে উড়ে গেলো বাসের ছাদ, একজন নিহত
বেতনের দাবিতে ঢাকা-মুন্সীগঞ্জ সড়ক অবরোধ, শ্রমিক-পুলিশ সংঘর্ষ
মিয়ানমার নৌবাহিনীর গুলিতে আহত বাংলাদেশি ২ জেলে
সর্বশেষ খবর
গরমে রাস্তায় পানি ছিটানোর সুপারিশ সংসদীয় কমিটির
গরমে রাস্তায় পানি ছিটানোর সুপারিশ সংসদীয় কমিটির
মাটি কাটার সময় বেরিয়ে এলো রাইফেল, গ্রেনেড ও মর্টারশেল
মাটি কাটার সময় বেরিয়ে এলো রাইফেল, গ্রেনেড ও মর্টারশেল
২৩ মিনিটে জামালকে তিন গোল দিয়ে সেমিফাইনালে পুলিশ
২৩ মিনিটে জামালকে তিন গোল দিয়ে সেমিফাইনালে পুলিশ
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ