X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

স্ত্রীর সঙ্গে পরকীয়া, পিটিয়ে হত্যার পর ভাসিয়ে দিলেন লাশ

চাঁদপুর প্রতিনিধি
২৫ জুলাই ২০২১, ০১:৩৯আপডেট : ২৫ জুলাই ২০২১, ০১:৩৯

চাঁদপুরের শাহরাস্তিতে একদিনেই বেলায়েত হোসেন রিপন নামে এক যুবক হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুই জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন শাহরাস্তির গঙ্গারামপুর গ্রামের মো. ফজলুর রহমান (৪৫) ও তার স্ত্রী আমেনা বেগম (৩০)।

শনিবার (২৪ জুলাই) তাদের গ্রেফতার করা হয়। দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ।

পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, হত্যাকাণ্ডের শিকার বেলায়েত হোসেন রিপনের (৩৫) সঙ্গে আমেনা বেগমের পরকীয়া সম্পর্ক ছিল। সম্পর্কের সূত্র ধরে গত বৃহস্পতিবার রাতে আমেনার সঙ্গে দেখা করতে যান রিপন। আমেনার স্বামী ফজলুর রহমান দেখে ফেললে রিপন দৌড় দেন। এ সময় জালে আটকা পড়েন। সঙ্গে সঙ্গে ফজলুর তার হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে রিপনের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই নিহত হন। এরপর ফজলুর ও আমেনা মিলে রিপনের গলায় রশি লাগিয়ে বিলের মধ্যে পানিতে ভাসিয়ে দেন।

পুলিশ সুপার মিলন মাহমুদ বলেন, শুক্রবার সকালে রিপনের লাশ উদ্ধার করা হয়। এরপর ঘটনার রহস্য উন্মোচনে কাজ শুরু করে পুলিশ। একদিনেই ঘটনার রহস্য জানা যায়। 

এর আগে শুক্রবার (২৩ জুলাই) উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের উত্তর গঙ্গারামপুর মাঠ থেকে রিপনের লাশ উদ্ধার করে পুলিশ। রিপন বিবাহিত ছিলেন। তার দুই কন্যা ও এক ছেলে রয়েছে।

রিপনের ফুফাতো ভাই মো. আবুল কালাম বলেন, রিপন কৃষক ছিলেন। মাঝেমধ্যে মাটি ও চামড়ার ব্যবসা করতেন। হত্যাকাণ্ডের পর পরকীয়ার বিষয়টি জানতে পারি আমরা।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মান্নান বলেন, রিপনের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। রশি কিংবা কাপড় দিয়ে শ্বাসরোধ করা হয়েছে। তার মাথায়ও আঘাতের চিহ্ন আছে।

/এএম/
সম্পর্কিত
ঢাবির জগন্নাথ হলে বসে প্রাথমিকের প্রশ্নের সমাধান!
উপজেলা নির্বাচনে পলকের হস্তক্ষেপ ঠেকাতে হাইকোর্টে রিট
‘আনসারুল্লাহ বাংলা টিমের’ এক সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা