X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বোলারদের উদারতায় ফুলে-ফেঁপে উঠলো জিম্বাবুয়ের স্কোরবোর্ড

স্পোর্টস ডেস্ক
২৫ জুলাই ২০২১, ১৮:১২আপডেট : ২৫ জুলাই ২০২১, ১৮:২৭

টানা দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বোলিংয়ের ওপর ছঁড়ি ঘোরালো জিম্বাবুয়ে। তাতে সিরিজ নির্ধারণী ম্যাচটিও হয়ে উঠলো জমজমাট। সিরিজ জিততে তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৯৪ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে স্বাগতিকরা। 

হারারেতে এই বড় স্কোরের পেছনে তিনজনের বড় অবদান! তাসকিন আহমেদ, নাসুম আহমেদ ও সাইফউদ্দিন। উদার হস্তে চার ওভারে রান দেওয়াতেই ফুলে-ফুঁপে উঠে স্বাগতিকদের সংগ্রহ। সবচেয়ে বেশি ব্যয়বহুল ছিলেন সাইফউদ্দিন। এদের মাঝে তাসকিনের চতুর্থ ওভারে আসে ৩০ রান। এর পর ১১তম ওভারে নাসুমের ওভারে ২১ ও সাইফের ১৮তম ও ২০তম ওভারে উঠেছে ১৯ ও ১৬ রান! টি-টোয়েন্টিতে এমন কয়েকটি ওভারই জয়ের পুঁজি পেতে যথেষ্ট। শেষ পর্যন্ত হয়েছেও তাই। তবে সবচেয়ে বেশি আগ্রাসী রেজিস চাকাভা ও ওয়েসলে মেধেভেরেকে ফিরিয়ে রাশ টেনে ধরার সুযোগ ছিল সফরকারীদের। কিন্তু বোলিং ব্যর্থতায় সেটি সম্ভব হয়নি।  

দ্বিতীয় ম্যাচের মতো তৃতীয় ম্যাচেও আগ্রাসী ভঙ্গিতে শুরু করে স্বাগতিকরা। সেই ওয়েসলে মেধেভেরের ব্যাটে পাওয়ার প্লেতে উঠে যায় ৬৩ রান! 

টস জিতে আগ্রাসী ভঙ্গিতে শুরু করা জিম্বাবুয়ে সবচেয়ে বেশি কাঁদিয়েছে তাসকিন আহমেদকে। চতুর্থ ওভারে তার ৫ বলেই চার মেরেছেন মেধেভেরে। এর পর ষষ্ঠ ওভারে মারুমানির স্টাম্প উপড়ে ফেলেন সাইফউদ্দিন। বিদায় নেওয়ার আগে একই ওভারে সাইফউদ্দিনকে ছক্কা মেরেছেন মারুমানি। তিনি ২০ বলে ২টি চার ও ২টি ছয়ে ফেরেন ২৭ রানে। এর পরেও রান চাকা ছুটে চলে দ্রুত গতিতে। 

গত ম্যাচের মতো এই ম্যাচেও আগ্রাসী ব্যাটিংয়ের মেজাজটা ধরে রাখেন মেধেভেরে। সঙ্গে আগ্রাসী ব্যাটিংয়ে যোগ দেন চাকাভা। নাসুম আহমেদের ঘূর্ণি বলে ১১তম ওভারেই মারেন তিন ছক্কা। 

পরের ওভারে সৌম্যর বলে আবারও উঠিয়ে মেরেছিলেন চাকাভা। এবার অবশ্য ওভার বাউন্ডারি হয়নি। তার আগেই দর্শনীয় ‘যৌথ এক ক্যাচে’ ফিরেছেন তিনি। শুরুতে ডিপ মিডউইকেটে তার ক্যাচ নিয়ে বাউন্ডারি লাইনের বাইরে চলে যান নাঈম। ভারসাম্য রাখতে না পেরে ততক্ষণে অবশ্য ভেতরের দিকে বল ভাসিয়ে দেন, যাতে পেছনে থাকা শামীম সেটি নিতে পারেন। শামীম ক্যাচ নেওয়াতেই ২২ বলে ৪৮ রানে ফিরে যেতে হয় চাকাভাবে। তার ইনিংসে ছিল ৬টি ছয়। 

একই ওভারের পঞ্চম বলে কোনও ফুটওয়ার্ক না করেই লেগ সাইডে ফ্লিক করতে গিয়ে বোল্ড হয়েছেন জিম্বাবুয়ের ভারপ্রাপ্ত অধিনায়ক রাজা। তিনি ফেরেন শূন্য রানে। ১৫তম ওভারে সাকিব ফিফটি তুলে ফেলা মেধেভেরেকে (৫৪) ফেরালে রানের চাকা শ্লথ হয়ে এসেছিল। কিন্তু ম্যাচের সেই ধারা ধরে রাখা যায়নি। মেধেভেরের ৩৬ বলের ইনিংসে ছিল ৬টি চার। 

গত ম্যাচের মতো এই ম্যাচেও মিনি ঝড় তুলে খেলেছেন রায়ান বার্ল। তার ১৫ বলে করা ৩১ রানের অপরাজিত ইনিংসেই স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১৯৩! বার্লের ইনিংসে ছিল ৩টি চার ও ২টি ছয়। মাঝখান দিয়ে মায়ার্স ২৩ রানে ফিরলেও রানের গতি আটকাতে পারেনি বাংলাদেশ।  

সবচেয়ে বেশি ব্যয়বহুল সাইফ ৪ ওভারে ১ উইকেটের বিনিময়ে দিয়েছেন ৫০ রান। সৌম্য ৩ ওভারে ১৯ রান দিয়ে নেন ২টি উইকেট। শরিফুল ২৭ রানে একটি ও সাকিব ২৪ রানে নিয়েছেন সমসংখ্যক উইকেট। 

/এফআইআর/  
সম্পর্কিত
সর্বশেষ খবর
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া