X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

স্ত্রীর প্রতি সন্দেহে শিশুসন্তানকে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৫ জুলাই ২০২১, ২০:২৬আপডেট : ২৫ জুলাই ২০২১, ২০:২৬

মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যেই চাঞ্চল্যকর শিশু সায়মন হত্যারহস্য উদ্ঘাটন করেছে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ। বাবা বাদল মিয়াই নয় বছরের শিশুটিকে হত্যা করেছে বলে নিশ্চিত হয়েছে পুলিশ। রবিবার (২৫ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ার সাদাতের আদালতে ১৬৪ ধারায় হত্যার কথা স্বীকার করে বাদল।

এর আগে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলামের কাছেও শিশুসন্তানকে হত্যার কথা স্বীকার করে ১৬১ ধারায় জবানবন্দি দেয় বাদল।

বাদল মিয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের নদ্দাপাড়ার বাসিন্দা। তিনি দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। তার তিন ছেলের মধ্যে সায়মন বড়। সে স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র। আয়মন (৬) ও নাঈম (৪) নামে তার আরও দুই ছেলে রয়েছে।

আদালতের বরাত দিয়ে ওসি বলেন, ‘সন্দেহের বশে বাদল মিয়া ছেলেকে খুন করেছে। শনিবার সকালে সে সায়মনকে নিয়ে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে জমিতে ঘাস কাটতে যায়। সেখানে ছেলেকে সে গলা কেটে হত্যা করে লাশ ধানি জমিতে ফেলে দেয়। পরে সকাল সাড়ে ৮টার দিকে বাদল বাড়িতে এসে শিশু সায়মনকে খোঁজাখুঁজির অভিনয় করে। এক পর্যায়ে পরিবারের লোকজনকে নিয়ে ওই জমি থেকে গলাকাটা অবস্থায় লাশ উদ্ধার করে। এ খবর পেয়ে পুলিশ সায়মনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ সময় কথাবার্তা অসংলগ্ন হওয়ায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ বাদল মিয়াকে থানায় নিয়ে যায়।’

ওসি আরও বলেন, ‘জিজ্ঞাসাবাদে বাদল জানায়, দীর্ঘদিন সৌদি আরবে থেকে ২০১২ সালে সে দেশে ফিরে আসে। ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর গ্রামের দেওয়ান পাড়ায় বিয়ে করে। বিয়ের পর পাঁচ মাস পর সে পুনরায় সৌদি আরবে চলে যায়। সেখানে যাওয়ার দুই মাস পর সায়মনের জন্ম হয়। এতে তার মনে সন্দেহ হয় এই ছেলে তার কিনা? এছাড়া সাত মাসে কোনও শিশুর জন্ম হয় কিনা। এসব সন্দেহ তার মনে দানা বাঁধে। পরে এক বছর পর বাদল মিয়া আবারও দেশে ফিরে আসে। সে খোঁজ নিয়ে জানতে পারে বিয়ের আগে তার স্ত্রীর সঙ্গে একজনের সম্পর্ক ছিল। বাদল মিয়ার সন্দেহ হয়, বিয়ের সময় তার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিল।

‘বাদল মিয়া পুলিশকে আরও জানায়, সায়মনের পরে ও আয়মন ও নাঈম নামে তার আর দুই ছেলের জন্ম হয়। কিন্তু তাদের সঙ্গে সায়মনের চেহারার কোনও মিল নেই। এছাড়া সায়মন ছিল একটু বেপরোয়া ও ক্ষেপাটে প্রকৃতির। সে প্রায়ই তার অপর দুই ছেলেকে মারধর করতো। গত শুক্রবারও সে নাঈমকে মারধর করে। দুই ছেলের সঙ্গে সায়মনের চেহারার মিল না থাকায় বাদলের সন্দেহ আরও বাড়ে। এসব কারণে সে সায়মনকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী শনিবার ভোরবেলা সে সায়মনকে ঘুম থেকে তুলে তার ঘাস কাটতে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরের জমিতে নিয়ে যায়।’

জবানবন্দি দেওয়ার পর আদালতের নির্দেশে বাদল মিয়াকে কারাগারে পাঠানো হয় বলে জানান ওসি।

 

/এমএএ/
সম্পর্কিত
চট্টগ্রামে তিন ভাইবোনকে হত্যা: ২ জনের মৃত্যুদণ্ড
৮ জনকে গ্রেফতারের পর ডিবি’র দাবিমাদক-চাঁদাবাজি নিয়ে দ্বন্দ্বের জেরে পল্লবীতে পাভেল হত্যা
ইউপি সদস্যকে প্রকাশ্যে গুলি করে হত্যা
সর্বশেষ খবর
ব্রাহ্মণবাড়িয়ায় ধান শুকানোর জমি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
ব্রাহ্মণবাড়িয়ায় ধান শুকানোর জমি নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
দুই চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে হাসপাতালে কর্মবিরতির ঘোষণা
দুই চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে হাসপাতালে কর্মবিরতির ঘোষণা
১৯টি সামরিক সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ, ২৭টি নিয়ে আলোচনা চলছে
১৯টি সামরিক সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ, ২৭টি নিয়ে আলোচনা চলছে
সালাউদ্দিনের ছেলের অভিষেকের দিনে প্রাইম ব্যাংকের বড় জয়
সালাউদ্দিনের ছেলের অভিষেকের দিনে প্রাইম ব্যাংকের বড় জয়
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার